নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক সন্ধ্যা সাড়ে ৭টা। পর্দা ঠেলে লঞ্চের ভেতর হু হু করে বাতাস ঢুকছে। মাত্র কয়েকেজন যাত্রি যে যার মতো ব্যস্ত। কেউ ঝালমুড়ি,আর কেউ কফিতে।
আমি কয়েকবার উপর নিচে হাটাহাটি করলাম। পুরো ফাঁকা লঞ্চেও বসতে ভালো লাগছে না। কয়েকবার হাটাহাটি করে এক কাপ কফি নিয়ে লঞ্চের একদম সামনে গিয়ে দাঁড়ালাম। হালকা ঠান্ডা বাতাস আর চাঁদের অালোর সাথে গরম কফি বেশ ভালোই লাগছে।
চাঁদের আলোয় নোনা পানির ঢেউ চিক চিক করছে। পিছন থেকে কেউ এসে গা ঘষে দাড়ালো। উত্তরে বাতাসের সাথে মিশে আসা চুলের সুভাষ মোহিত করলো দক্ষিণে দাড়ানো আমাকে। কফি খাবে ? দুবার বলায়ও নিঃশব্দ। আমিও সামনে থেকে দৃষ্টি ফেরালাম না। শুধু বললাম চলো আগের মতো এক কাপ কফি আমরা দুজনে ভাগ করেই খাই।
কিছুক্ষণ বাদে কফির কাপটা নিচে পড়ে থাকতে দেখলাম। কানে ভেসে এলো রাঘবের দুটো লাইন----
“কারা যেন কানেকানে বলে গেল তুমি আজ আর আসবেনা, মেঘেদের কোলে সাগরের তীরে খুঁজোনা তাকে পাবেনা।”
০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১
ধ্রুব বাদল বলেছেন: আবছায়া বেশি সময় থাকে নি তাই হয়তো শুরু না হতে হতেই শেষ হয়ে গেছে। ধন্যবাদ
২| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: এত টুকু লিখে ভালো করেছেন।
সে সময়ের আবেগ টা ধরে রেখেছেন।
০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২২
ধ্রুব বাদল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সংক্ষিপ্ত তবে ভাল লাগল।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুরু না হতেই শেষ???