![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যাঁচকা টান মেরে সাত সকালে ঘুম থেকে উঠালে বিরক্ত লাগে ঝিনুক? ঘুম থেকে যখন তুমি উঠাবাই তখন শাড়িটাই পরে এসো। মুগ্ধ হয়ে ঘুম থেকে উঠি। ছুটির দিনের সকালটা অন্যদিনের মতো বেরসিক করো না প্লিজ।
মুক্তাকে অবশ্য ঝিনুক নামে ডাকলেই বিরক্ত ভঙ্গিটা বেশ মজার লাগে। অবাক হয়ে দেখি গড়গড় করে ঘরতে বের হয়ে যায়। কঠিনতর একটা ভাব সব সময় লেগে থাকে বলে তাকে ঝিনুক বলি। মুক্তা নামের শুভ্র সৌন্দর্য তিনি প্রকাশ করতে চান না। এটা অবশ্য তার স্বভাবজাত না। তিনি জোর করে এটা চর্চা করে থাকেন।
“মিশরীয় নারীদের চেনো তুমি ? অথবা গ্রীক ? হেলেন ? কিম্বা ক্লিওপ্রেট্রাকে ? ওদের চুলের ঢেউ দেখেছো কখনো ? বা ওদের আপেল রঙ্গা গাল ?
আমি দেখেছি ! আমার কাছে হেলেন, ক্লিওপ্রেট্রা সবাই এক। আমি দেখেছি, কবুতর শ্যাম্পুর ঢেউ খেলানো চুল, আমি দেখেছি . . . বৃষ্টি ভেজা মায়াবী মুখ, ঘুমভাঙ্গা আদুরে মেয়ের দুই চোখ, হাসি উথলে পড়া মেয়ের ঠোটে হেটে যাওয়া রঙ্গিন আনন্দ।”
নিজেকে যেমন স্বচক্ষে চুরি হতে দেখেছি, তেমনি তোমার জন্য চুরিও করেছি নিজ হাতে। দূর থেকেও মনে হয় অাপেলের মতো গোল গাল গালটাকে খুব নরম লাগে। পিঠাপিঠি হেলান দিয়ে দোল খেতে খেতে গড়াগড়ি করি। একটু একটু করে সঞ্চয় করা অনুভূতিগুলো ঘরে-বিছানায়-বেলকনিতে ছড়িয়ে দিই। রংচটা ঘরটাই তখন অনুভূতির রংয়ে ভরে ওঠে। বেলকনিতে দাঁড়িয়ে কফি খেতে খেতে উদ্যম বাতাসে উড়না উড়িয়ে গান গাওয়ার স্বপ্নে বিভোর হই।
ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়ি। বিভোর হওয়ার ভেতরে যে কোন মত্ততা আছে সেটা জানতাম না। চোখ মেলে ঝিনুকের ভেতরে লুকিয়ে রাখা শুভ্রতা দেখে সত্যিই সত্যিই বেসামাল হয়ে পড়ি----ঝিনুকের মতো লুকিয়ে রাখি পরের ঘটে যাওয়া ঘটনাকে।
২| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: অনুভূতি আমাকে স্পর্শ করলো না।
১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৫২
ধ্রুব বাদল বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:২৮
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: