নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুরতে ভালোবাসি। সময়ের অবসরে নিজের ভাবনাকে অক্ষরে প্রকাশ করার চেষ্টা করি।

ধ্রুব বাদল

বাদল

ধ্রুব বাদল › বিস্তারিত পোস্টঃ

ভ্রম!

১৯ শে মে, ২০২২ বিকাল ৩:৫১

বেলকনির গ্রিল ধরে তোমার পৃষ্ঠদেশ স্পর্শ করা আলুলায়িত কেশের দিকে তাকিয়ে থাকতে থাকতে কেটেছে অনেকটা সময়। গাণিতিক ভাবে সময়টা বেশ দীর্ঘ হলেও,আপেক্ষিকতার আবহে সেটা অল্পই। । শরীরের জ্যামিতিক বিন্যাসের পরতে পরতে ছড়িয়ে থাকা কৃষ্ণ বর্ণের চুলগুলোকে মনে হয় কালো কাশফুল দোল খাচ্ছে।

উজ্জ্বল বর্ণের ত্বক আর কালো চুলের মাতোয়ারা মিলনে ভরে যায় এপার আটকে থাকা নয়ন। হয়তো উপমা উৎপ্রেক্ষার ভুল প্রয়োগ বা যথাযথ নাও হতে পারে। এটা কল্পনা বিলাসী মনের ভাষা।

নিরুপায় হয়ে তার কাছে বশ্যতা স্বীকার করে তার স্বাধীনতায় আমি বিশ্বাসী। এই স্বাধীনতা দেবার ফলেই, হৃদয়ের ভেতরে হাতড়ালে শুধু হাতে পড়ে টুকরো টুকরো কাগজ। যেখানে কাশবনের কন্যার নানা পটভূমি চিত্রায়িত হচ্ছে।

এখন তার পরিমাণটা এসে দাড়িয়েছে মূলপাতা ছেড়ে লুজশিটে। অসংখ্য লুজশিটের ভারে ক্লান্ত হয়নি আমার হৃদয়। বরং কানায় কানায় ভরে উঠছে তার তৃপ্তি। ভালোবাসার রচনা দীর্ঘায়িত হোক এই কামনায়। আর বার বার শুধু মন বলছে ---

“চোখ ফেরানো যায় গো তবু মন ফেরানো যায় না
কেমন করে রাখি ঢেকে মনের খোলা আয়না” !!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২২ বিকাল ৪:০৩

ফয়সাল রকি বলেছেন: আহ প্রেম!

২| ১৯ শে মে, ২০২২ বিকাল ৪:১২

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: আপনার প্রেমের আখ্যান সুন্দর। তবে উজ্জ্বল বর্ণের ত্বকে বর্ণবাদের গন্ধ লাগল।

১২ ই জুন, ২০২২ সকাল ১১:০৭

ধ্রুব বাদল বলেছেন: প্রাথমিক ভাবে হয়তো নানান গন্ধ লাগতে পারে। প্রেমে আর যুদ্ধে তখন এই বাচবিচার অনেক আপেক্ষিক হয়ে ওঠে বোধ হয়।

৩| ১৯ শে মে, ২০২২ বিকাল ৪:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রেম

৪| ১৯ শে মে, ২০২২ রাত ৯:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাস্তবতার কঠিন কষাঘাতে
এখন আর রোনাণ্টিক কাব্য
মন কাড়ে না। সময় বড় নিষ্ঠুর
এই নষ্ট সময়ে।

১২ ই জুন, ২০২২ সকাল ১১:০৭

ধ্রুব বাদল বলেছেন: ঘটনা সইত্য

৫| ২০ শে মে, ২০২২ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: প্রেম না হতাশা?
ভ্রম না বিভ্রম?

১২ ই জুন, ২০২২ সকাল ১১:০৫

ধ্রুব বাদল বলেছেন: খুবই কনফিউজড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.