নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোভিডের পর থেকে আমরা নিউ নরমাল শব্দটার সঙ্গে পরিচিত হয়েছি। মানিয়ে নিয়েছি। জীবনের অনুসঙ্গ হিসেবে এটা অভ্যাসে পরিণতও করেছি। তথ্য প্রযুক্তির বিকাশ ও খাপখাওয়ানোর পাশপাশি সামাজিক মাধ্যমগুলো আমাদের জীবনে এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এটা এখন আমাদের শুধু যোগাযোগ মাধ্যমে আটকে নেই। জীবন পরিচালনার অন্যতম উপকরণ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যাহিক জীবনের অধিকাংশ সময় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা সামাজিক মাধ্যমে বিচরণ করি।
মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা মেল্টওয়াটার এবং সোশ্যাল মিডিয়া সংস্থা উই আর সোশ্যালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম সক্রিয়ভাবে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫০০ কোটি ছাড়িয়ে গেছে। এ সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬২.৩ শতাংশ। এ বিষয়ে খবরও প্রকাশ করে ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এএফপি।
এছাড়া মেটার হিসার অনুযায়ী যে তিনটি দেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকেন, তার একটি বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও রয়েছে ভারত ও ফিলিপাইন।
সন্দেহ নেই যে এটি মানুষকে একত্রিত করে, তথ্য ও মতামত বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। তবে, এর সামাজিকতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এই মাধ্যমগুলো কতটা সামাজিক, তা নির্ভর করে এর ব্যবহারকারীদের উপর।
সামাজিক মাধ্যমে আমরা বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক তথা যে কোন ইস্যু বা পাবলিক ইভেন্টের সাথে যুক্ত হতে পারি, নতুন মানুষের সাথে পরিচিত হতে পারি। নিজেদের মতামত শেয়ার করতে পারি। এই যে সব পারি; এর মধ্যেই রয়েছে আরও অনেক না পারা বিষয়ও। আমাদের সেই লাগাম জানাটা জরুরী বটে। তা না হলে সামাজিক মাধ্যম অনেক সময় বিভাজন ও বিভ্রান্তির কারণ হয়ে উঠে, উঠছে বা উঠবে। মিথ্যা তথ্য, গুজব, হেট স্পিচ, সাইবার বুলিং, চাইল্ড অ্যাবিউস ও চাইল্ড অনলাইন সেফটির মতো নেতিবাচক দিকগুলো এই মাধ্যমের সামাজিকতা প্রশ্নবিদ্ধ করে।
এই প্ল্যাটফর্মগুলো অনেক সময় ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, মিস কমিউনিকেশন, তথ্যের ভিন্ন বিশ্লেষণ উপস্থাপনের মাধ্যেমে ব্যক্তিগত গোপনীয়তা, সম্মানহানী লঙ্ঘনের কারণ হয়ে ওঠে। পাশাপাশি ব্যবহারকারীর ভাইরালের নেশায় নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। আমি ব্যক্তিগত ভাবে মনে করি বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা অবলম্বন করা হলেও বাংলাদেশে তা লক্ষ্য করা যায় না। তথ্য যাচাই-বাচাই ছাড়াই যে কোন তথ্য শেয়ার, ব্যাখ্যা বিশ্লেষণ ও উপস্থাপন আমরা। ব্যবহারকারী অনেকে জানে আবার অনেকে জানেনা যে তার দেয়া পোস্ট জনপরিসরে পরিণত হচ্ছে বা হতে পারে। মূলধারার গণমাধ্যমও অনেকটা প্রভাবিত এসব তথ্যের মাধ্যমে।
অনেক সময় লক্ষ্য করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ভাষা ও শব্দ চয়নের মাত্রার কথা বেমালুম ভুলে যায়। অনেক সংবেদশনীল বিষয়ে কি বলা উচিত বা কিভাবে বলা উচিত সেটাও ভুলে যায়। এই ভুল সাধারণের না! এ ভুল দেশের সচেতন নাগরিকের মধ্যেও প্রকট।
সম্প্রতি তীব্র দাবদাহ চলছে দেশব্যাপী। জনজীবন অতিষ্ট। হিট স্ট্রোকে এ পর্যন্ত ১০ জনের মৃত্যুও হয়েছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানও দুইদফা বন্ধ ঘোষণা করছে সরকার। অনেকে ধর্মীয় বিশ্বাসে বৃষ্টি প্রার্থনায় নামাজও আদায় করছে দেশের বিভিন্ন স্থানে। এমন সংবেদশনীল বিষয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে কী ভয়ানক শব্দ চয়নে বিভেদ, আলোচনা ও সামালোচনা চোখে পড়লো। এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ নামাজের অনুমতি না দেয়াকে কেন্দ্র করে কতশত আলোচনা। ব্যাখা ও বিশ্লেষণ। অসাম্প্রদায়িক প্রতিষ্ঠানের এমন সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা ছাড়িয়ে উত্তাপ ছড়ালো সামাজিক মাধ্যমে।
এছাড়াও ঢাকার ঘরোয়া ক্রিকেট লীগে সাথিরা জাকির জেসি নামে একজন নারী আম্পায়ারের কান্ডে কতশত সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক প্রেক্ষাপটে মনে হলো চলমান তীব্র দাবদাহ ছাড়িয়ে গেলে সমালোচনার গরম। মুহূর্তেই উত্তপ্ত হয়ে গেলেন বহু মানুষ। বাংলাদেশের খেলোয়াড়দের অক্ষমতা, ধর্মান্ধতা তুলে ধরে রীতিমত নারীবিদ্বেষী বানিয়ে ধুয়ে দেয়া হলো। এমনকি কিছু বিশিষ্ট মানুষ শালীনতার সীমাও ছাড়িয়ে গেলেন। এক প্রকার ধূয়ে দিলেন ক্রিকেটারদের। পরে জানাগেলে বিষয়টা ভিন্ন। ইতিমধ্যে অনেক বিদ্বেষ ছড়ালো।
এ ক্ষেত্রে সামাজিক মাধ্যমের সামাজিকতা বাড়ানোর জন্য আমাদের সচেতন থাকাটা জরুরী। আমাদের উচিত যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ করা, সম্মানজনক আচরণ করা এবং অন্যের গোপনীয়তা ও সম্মান রক্ষা করার পাশিপাশি নিজের অবস্থান থেকেও নিজেকে প্রশ্নবিদ্ধ না করা। আমাদের উচিত সামাজিক মাধ্যমকে একটি ইতিবাচক ও সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা, যেখানে সকলের মতামতের জায়গা থাকবে এবং সকলে নিরাপদ অনুভব করবে।
সামাজিকতা আমাদের হাতে - আমাদের ব্যবহারের উপর। আমরা যদি সচেতন ও দায়িত্বশীল হই, তাহলে এই মাধ্যমগুলো সত্যিকারের সামাজিক হয়ে উঠবে।
২| ১৫ ই মে, ২০২৪ বিকাল ৪:৩১
খায়রুল আহসান বলেছেন: চমৎকার আলোচনা। তবে----
৬ নং অনুচ্ছেদের চতুর্থ লাইনে শুরু হওয়া এই বাক্যটিকে অসম্পূর্ণ মনে হচ্ছেঃ "তথ্য যাচাই-বাছাই ছাড়াই যে কোন তথ্য শেয়ার, ব্যাখ্যা বিশ্লেষণ ও উপস্থাপন আমরা।"
৮ নং অনুচ্ছেদের তৃতীয় লাইনে সম্ভবতঃ 'বিভেদ' শব্দটিকে 'বিবেধ' লেখা হয়েছে, যার অর্থ অভিধানে খুঁজে পেলাম না। একই অনুচ্ছেদের পঞ্চম লাইনে অসাম্প্রদায়িক শব্দটিকে সম্ভবতঃ ভুলক্রমে 'অসম্প্রদায়িক' লেখা হয়েছে।
শেষের দুটো অনুচ্ছেদ খুবই চমৎকার হয়েছে। পোস্টে প্লাস। + +
২২ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪
ধ্রুব বাদল বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ। বানান দুটো ঠিক করে দিচ্ছি। ভুল করে লিখেছিলাম।
৩| ১৫ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৩
নতুন বলেছেন: ফেসবুক এবং অন্য সোসাল মিডিয়াকে কমেন্ট পড়লে আমার নিচের ছবির কথা মনে পরে।
৪| ১৫ ই মে, ২০২৪ রাত ৮:৪৩
জ্যাক স্মিথ বলেছেন: সামাজিক মাধ্যমমে আমরা পুরোটাই অসামাজিক!
পোস্ট ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২৪ বিকাল ৪:০১
ঋণাত্মক শূণ্য বলেছেন: দেখুন, মানুষ এখনও জাত হিসাবে সভ্য হয়ে উঠতে পারে নি। সেখানে বাংলাদেশীরা আরও এগ্রেসিভ। সেই বাংলাদেশীদের হাতে পাড়াপ্রতিবেশীরা যেখানে নিরাপদ না, সেখানে সোশ্যাল মিডিয়া নিরাপদ থাকে কি করে?
ফেসবুক ছাড়েন, ব্লগে তো শিক্ষিত লোকজনের আনাগোনা, সেখানে তাই আমরা সোশ্যাল না! প্রশ্নের উত্তর না দিতে পারলে ব্লক, মৌলবাদী, ছাগু, নাস্তিক ইত্যাদি ইত্যাদি বলে ক্যাচাল লাগিয়ে দেয়!
তাই মাঝে মধ্যে হিসাব করি, যেমনে চলছে চলতে দিন।