![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃত্ত বন্দী পৃথিবীতে জন্মেছি গোপন রহস্যে
সেই থেকে এখনাব্ধি বিশুদ্ধ সবুজ বাতাসের অপক্ষা করছি
সূর্য মিশ্রিত ঝলমলে স্বচ্ছ জলের অপক্ষায়
পেরিয়েছি ত্রিশটি বছর।
অপাক্ষায় কেটেছে তারুণ্যের সোনালী সময়
তুমি নামক বস্তটাকে যখন প্রথম চিনেছি
তখন থেকেই আমার উর্বরতায় চলছে বিষের চাষ
বিষাক্ত সুগন্ধি ও মাজরা পোকার বসবাস
এবং একটি বিষাক্ত শরীর।
তখন অবধি আমার গভীর ঘৃণার ফুলেরা ফোটেনি
তোমার সমানুপাতিক উপপাদ্য বিশ্লেষণের
ইক্যুয়াল তুমি ও একটি বেনামি চিঠি সমান্তরাল
পাজরের দরজা খুলে উষ্ণ আদর বন্দী বাক্স
ছুড়ে ফেলে দেবো একটি বুনো ভাবনায়।
আমি মাইনাস তুমিতে একটা পুরোনো আলো
যেখানে আলো আধারের জটিল কম্বিনেশন
ব্যক্তিগত অভিযাত্রীরা ঘুমিয়ে পঁচা লাশ
একটা সুন্দর পিয়ানোর শেষ সুরের অপক্ষায়
সাজিয়ে রেখেছি আমার গোপন রহস্য
কোন এক বিষমুক্ত তুমি এসে সুর তোলো
আমাকে ভাসাও রদ্দুর মাথা স্বচ্ছ জলে
চলো ডুবে যাই! অতলে !!!
©somewhere in net ltd.