নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসুন্দরের মাঝে সুন্দরের খোঁজে

দ্রুবদা

পরিচয়হীনতায় ভূগছি

দ্রুবদা › বিস্তারিত পোস্টঃ

সঙ্গম হবে না চন্দ্রিমায়

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯


গগনের ক্যানভাসে হঠাৎ কালোর আঁচড়!
জানা অজানার এটাই মেঘলা শরৎ।

নদের তীরে ভাসমান বাঁধা দোদুল্য নৌকা,
সাথে গন্তব্যহীন ছুটে চলা কালো পাথর।

যাযাবর ভাসে ছইয়ে, আর আমার ভাসা নাইয়ে।
আসবার অপেক্ষায় তোমার, গড়িয়ে পড়া সন্ধ্যায়!

বৃষ্টিরও সময় বদলেছে, বজ্রপতির গমনও অসময়ে।
আমাদের সঙ্গম চন্দ্রিমায়ও থাকবে লোডসেডিং!!

ফসলের মাঠ চৌচির, কৃষাণির বুকে আহত গল্প।
ফড়িং পক্ষি অযথাই ছুটে ফেরে, তবু পরাগায়ন ঘটায় না।
ঘাসের পাতায় মাজরা পড়েছে, বহু সময় গড়িয়ে গেলো,
চার চাকার জানালায় টোকার শব্দে ছড়ায়নি রজনীগন্ধার সুবাস।
দেখাও মেলেনি সেই উদ্বাস্তু কিশোরীর।

বসন্তের কোকিল পাল্টেছে সময়,
তার কন্ঠেও জ্বলে গ্রীষ্মের আগুন!
জ্যোস্নাও ছড়ায় না চাঁদ বরং বিলোয় অগ্নি।
আমাদের সঙ্গম হবেনা চন্দ্রিমায়,
কেননা ঋতুও হারিয়েছে সঙ্গম!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.