নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য কথার জগতে আপনাকে স্বাগতম ।

যার সত্য কথা বলার সাহস নাই , তার মিথ্যা কথা বলার অধিকার নেই ।

ধ্রুব তারা সাইফুল

নিজের সম্পর্কে লেখার মত তেমন কিছু নাই ।

ধ্রুব তারা সাইফুল › বিস্তারিত পোস্টঃ

অফ টপিক : শিশু শ্রম এবং শিশু নির্যাতন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১





শিশু শ্রম আমাদের দেশের একটা বড় সমস্যা এটা আমরা সবাই জানি।





একটু আগে হোটেলে নাস্তা করছিলাম। একটা ছোট বাচ্ছা এসে পুরি দিয়ে গেল। একটু পর দেখলাম দোকানের মালিক ছেলেটাকে পিটাইতাসে। অপরাধ চায়ের কাপ ভাঙ্গা। ছেলেটার বয়স সর্বোচ্ছ ১০ বছর হবে।

যেই বয়সে ছেলেটা এই সময় পড়ার টেবিলে থাকার কথা। সে এখন চা দোকানে কাজ করতেসে। তার জন্ম হয়ত একটা গরিব পরিবারে। হয়ত বললাম এই কারনে,আমি নিজে এরকম কিছু সচ্ছল পরিবার দেখেছি যারা তাদের বাচ্ছাকে স্কুলে না পাঠিয়ে কাজে পাঠায়।

আবার ভিবিন্ন বাসা বাড়িতে দেখি একই বয়সের দুটি মেয়ে । একজন স্কুলে গেলেও আরেকজন আরেকজনের দিনটা শুরু হয় হাড়ি পাতিল মাজা দিয়ে।



কিন্তু কেন এরকম হবে? কাজের মেয়েটার ত কোন ধোষ করেনি?



আমি মনে প্রানে বিসশাস করি কোন আইন করে এর প্রতিকার সম্ভব নয়। কারন দেখা গেছে যে লোকটা আইন তৈরি করলো সেই কাজের লোকের অভাবে গ্রাম থেকে একটা কিশোরিকে নিয়ে এল কাজের মেয়ে হিসেবে।



আমাদের যদি অনেক টাকা পয়সা থাকতো তাহলে বলতাম এই গরিব শিশু গুলুর দায়িত্ত সরকার নিক কিন্তু সেটাও সম্ভব নয়।



হ্যা যদি আইনের সুষ্ঠ প্রয়োগ হয় তাহলে শিশু শ্রম বন্ধ করা সম্ভব । কিন্তু আমাদের দেশে আইনের প্রয়োগের যে অবস্থা তার উপর ভরসা করাটা বোকামি ছাড়া আর কিছুনা।



এখন কি করবো???



আপনি যেমন জানেন এটা বন্ধ করতে অনেক স্ময়ের ব্যাপার আমিও জানি ।



আমি শুধু একটা কথাই বলবো আসুন আমরা যে যার জায়গা থেকে কাজের ছেলে বা মেয়েকে নিজের সন্তানের দ্রিষ্টি দিয়ে দেখি। আপনি বলতে পারেন তাহলে কি এদের বাসা থেকে বের করে দিবো????



আপনি ওকে বাসাথেকে বের করে দিলে সে অন্য জায়গায় কাজ নিবে। এতে সমস্যার সমাধান হবেনা।



তার ছেয়ে আসুন আমরা এদেরকে সহনশিল দ্রৃষ্টিতে দেখি। ভুল করলে ক্ষমা সুন্ধ্র দ্রৃষ্টিতে দেখে তাকে বুঝিয়ে বলি। তাতে অন্তত রাস্তার পাশে আর কোন কাজের মেয়ের লাশ পড়ে থাকবেনা।



আমি জানি এর প্রতিকার এখন আপনি করতে পারবেননা। কিন্তু উপরের কাজটা আপনার দারা সম্ভব । সেটাই করুন প্লিজ।



আমার সকল লেখা এখানে : http://saifulonline.blogspot.com

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: নিজের সন্তানের প্রতি যততুকু মমতা সেই মমতা যদি ওদের প্রতিও
থাকে তাহলেই শিশু শ্রম বন্ধ ও নির্যাতন থেকে রক্ষা সম্ভব ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

ধ্রুব তারা সাইফুল বলেছেন: শিশু শ্রম বন্ধ হবে কিনা জানিনা , তবে নির্যাতন থেকে মুক্তি মিলবে।
@ পরিবেশ বন্ধু ভাই।

ধন্যবাদ।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

এ,রহিম বলেছেন: আমাদের ঘর থেকেই প্রথমে আরম্ভ করতে হবে। ঘরের কাজের মেয়ে অথবা ছেলেটিকে নিজের সন্তানের মত সুযোগ সুবিধা দেই, তাকে স্কুলে ভর্তি করাই। অথবা পথহারা কোন ছিন্নমূল শিশুর জন্য আমাদের আয় রোজগারের একটি অংশ বরাদ্দ করি। আমাদের আশেপাশে একজন হলেও কি এমন শিশু নেই?

এসব নিরসনে দরকার, আমাদের পদক্ষেপ। নিজের ঘর, পাড়া, মহল্লা, গ্রাম থেকে। এমন ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা মিলে হয়ত আমরা একদিন এদেশ থেকে অবৈধ শিশু শ্রম বন্ধ করতে পারব।

শিশু শ্রম নিয়ে আমার ১টা পোষ্ট দেখুন ....ছবি পোষ্ট....শিশু শ্রম....

Click This Link

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

ধ্রুব তারা সাইফুল বলেছেন: এ,রহিম ভাই আপনার পোষ্ট দেখলাম। মনটা আরো খারাপ হয়ে গেলো। ধন্যবাদ।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

নি্লীমা বলেছেন: শিশদের নিয়ে কাজ করার ইচ্ছে আমার অনেকদিনের.... কিন্তু তেমন কোন সংস্থা সাথে আমার পরিচয় নাই বলে কিছু করা হচ্ছেনা..... আমি শিশুদের নিয়ে কাজ করতে চাই....

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

এই বিষয়ে সরকারকে সবার আগে এগিয়ে আসতে হবে, তারপর আমরা যে যার অবস্থান থেকে কাজ করব । ধন্যবাদ এমন সুন্দর একটা বিষয় তুলে ধরার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.