নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য কথার জগতে আপনাকে স্বাগতম ।

যার সত্য কথা বলার সাহস নাই , তার মিথ্যা কথা বলার অধিকার নেই ।

ধ্রুব তারা সাইফুল

নিজের সম্পর্কে লেখার মত তেমন কিছু নাই ।

ধ্রুব তারা সাইফুল › বিস্তারিত পোস্টঃ

বড়দের পরামর্শ দরকার। প্লিজ এড়িয়ে যাবেননা। একটু পরামর্শ দিয়ে হেল্প করুন।

০২ রা মে, ২০১৩ বিকাল ৫:৩৩

আমি সায়েন্সের স্টুডেন্ট। কোন ইউনিতে চান্স না পাওয়ায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটগং এ ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আমার ইচ্ছে ছিলো সিএসই পড়ার। কিন্তু আব্বু আম্মু চাইছে আমি law পড়ি। এখন আমি ল পড়ার চিন্তা ভাবনা করতেসি। ডিসিশান নিতে পারছিনা। আপনারা একটু হেল্প করুন। কি পড়লে আমার জন্য বেটার হবে????



**আমি খুব ভালো ছাত্র নয়।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ বিকাল ৫:৪৫

মুক্তকণ্ঠ বলেছেন: প্রথম কথা হচ্ছে, নিজের যেখানে আগ্রহ, অবশ্যই এবং অবশ্যই সেই বিষয়ে পড়তে হবে। বাবা-মা কিংবা অন্য কারও ইচ্ছেয় চললে পড়াশুনা বোঝা মনে হবে। আখেরে আমও যাবে, ছালাও যাবে।
দ্বিতীয়ত, সিএসই পড়তে হলে ম্যাথ-এ বেশ ভালো হতে হবে। আর এদিক থেকে ভাবলে, কেউ যদি নিজেকে 'ভালো' ছাত্র না মনে করতে পারে, তার এদিকে পা না বাড়ানোই বুদ্ধিমানের কাজ।

০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫২

ধ্রুব তারা সাইফুল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

তুতুষার বলেছেন: ভালো ছাত্রত্ব ব্যাপারটা আপেক্ষিক। আপনার যদি ম্যাথ এ কনফিডেন্স থাকে এবং আ্যানালিটিকাল এবিলিটি ভালো হয় তাহলে নিশ্চিন্তে সিএসই পড়তে পারেন।

০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৩

ধ্রুব তারা সাইফুল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: এইভাবে পরামর্শ দেওয়া কঠিন,সরাসরি একজন অভিজ্ঞ মানুষের কাছে গিয়ে পরামর্শ করাই বুদ্ধিমানের কাজ । তবে নিজের উপর বিশ্বাস থাকা জরুরী,নিজের স্বিদ্ধান্ত নিজেরই নেওয়া উচিৎ।আগে জানুন কোন বিষয়ে কি পড়ানো হয় অর্থাৎ আপনি ঐ বিষয়ে আয়ত্তে আনতে পারবেন কিনা এবং আপনি ঐ বিষয়ে পড়ে প্রফেশনাল লাইফে কি হতে পারবেন আর দেশে চাকরীর কি ধরনের সুযোগ আছে।আশাকরি আপনার জীবন সুন্দর হবে, আল্লাহ আপনার সহায় হোন।

০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৪

ধ্রুব তারা সাইফুল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৪| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০০

রাইসুল সাগর বলেছেন: এই সব ব্যাপারে নিজের কনফিডেন্সটাই আসল। নিজে যে বিষয় পড়তে কমফোর্ট ফিল করেন সেটাই পড়া ভালো। তাতে পড়াশোনা কে বোঝা মনে হবে না। রেজাল্ট ও ভালো হয়, একটু মনজোগ দিয়ে পড়লে। আল্লাহ আপনার সহায় হোন।

০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৬

ধ্রুব তারা সাইফুল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৫| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মশিকুর বলেছেন:
আপনি সি এস ই না পড়লে মনে হয় চরম মিস করবেন(আমার মত)। অবশ্য ইইই পইড়াও চরম মজা পাইসি।

০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৭

ধ্রুব তারা সাইফুল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৬| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

তামাটেসেলিম বলেছেন: সি এস ই

০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৮

ধ্রুব তারা সাইফুল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৭| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

শাহরুখ সাকিব বলেছেন: যেটা ভাল লাগে সেটা পড়বেন- যেটা থ্রি ইডিয়টস এ বলে ;)

আমার মতে আইন এই পড়েন, যেহেতু নিজে বলেছেন ভাল ছাত্র আপনি :(

আইন পড়ে ভবিষ্যতে বিসিএস দেন, ভাল করবেন, যেই সময়টা সিএসই পড়তে যেয়ে ও প্রাকটিকাল করতে যেয়ে চলে যাবে, সেই সময়টা বিসিএস এর পড়া পড়েন আর ইংরেজিতে জোর দেন, ইনশাল্লাহ ভবিষ্যতে ভাল করবেন :)

০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৮

ধ্রুব তারা সাইফুল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৮| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

কেএসরথি বলেছেন: সিএসই তে যাবেন না।

সিএসই সবার জন্য নয়। মনে রাখবেন, শুধু মাত্র ডিগ্রী পেলেই চলবে না। যে বিষয়ে ডিগ্রী নেবেন, সে বিষয়ে পন্ডিত হতে হবে। তবেই আপনি ঐ ডিগ্রীর সুফল লাভ করবেন।

আপনি যদি ল' পড়েন, আমার মনে হয় ভবিষ্যতে আপনার কাজের সমস্যা দেখা দেবে না। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশে কম্পিউটারের কাজগুলো খুব সীমিত।

এটা সত্যি যা আপনার ভাল লাগে, সেটাই পড়া উচিত। কিছু মনে করবেন না, কিন্তু আমার মনে হচ্ছে, আপনি সিএসই সম্পর্কে খুব একটা বেশি জানেন না (আমি আন্দাজে বললাম)। সিএসই খুব ইন্টারেস্টিং কোন সাবজেক্ট নয়। এটা দিয়ে অনেক মজার কিছু করা যায় - কিন্তু সেই লেভেলে পৌছানো অনেক কষ্টের কাজ, সবাই পারেনা।

০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৯

ধ্রুব তারা সাইফুল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৯| ০২ রা মে, ২০১৩ রাত ৯:১০

মুহাই বলেছেন: LAW পড়েন ।অনেক বেটার হবে আপনার জন্য

০৪ ঠা মে, ২০১৩ রাত ১২:০০

ধ্রুব তারা সাইফুল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.