| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধ্রুব তারা সাইফুল
নিজের সম্পর্কে লেখার মত তেমন কিছু নাই ।
মালায়শিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক কোন পোষ্ট গুগলে সার্চ করেও পাইনি । আপনাদের কারো কাছে যদি থাকে প্লিজ শেয়ার করুন। এজেঞ্চি ওয়ালাদের কাছ থেকে অনেকেই প্রতারিত হচ্ছে । আমার এক বড় ভাই একবছর আগে এক এজেঞ্চিকে টাকা দিয়েছে লিঙ্কন ইউনিতে ভর্তির জন্য বাট এখনো যাইতে পারেনাই। অন্যান্য দেশে যাওয়ার নিয়ম সম্বলিত অনেক পোষ্ট চোখে পড়লেও মালায়শিয়া নিয়ে পোষ্ট পাইনা । মালায়শিয়া যাওয়ার নিয়ম,আবেদনের নিয়ম, ভিবিন্ন খরচ , রিকুমেন্ট নিয়ে কোন পোষ্ট থাকলে প্লিজ লিঙ্কটা শেয়ার করুন। অথবা মালায়শিয়ায় যারা পড়াশুনা করেন সেই ব্লগার ভাইয়াদের বলবো প্লিজ এ বিষয়ে কয়েকটা পোষ্ট লিখে দালালদের হাত থেকে আমাদের বাচান। আন্ডারগ্রেড দের জন্য কাজের সুবিদা , ইউরোপ ,কানাডা প্রভৃতি দেশে ক্রেডিট ট্রান্সপার সুবিধা গুলো একটু ভালো ভাবে বর্ণনা করবেন। কারন এজেঞ্চি দালালরা ক্রেডিট ট্রান্সপারের লোভ ও দেখায়। ধন্যবাদ সবাইকে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৫:২৪
স্বাধীন শোয়েব বলেছেন: ভাই ওদের ইউনিভারসিটি ওয়েব সাইটে ঢুকেন। কি করতে হবে সব পাবেন। না বুঝলে ওদের ইমেইল করবেন। ক্লিয়ার হয়ে যাবে। আমাদের দালাল না ধরলে কিছু হয়না। তাই পুঙ্গা মারা খাই।