![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মুসলমান। ভালবাসি ইসলামী জীবনযাপন। আমার জীবনের লক্ষ্য মাওলা আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করেই এই রংতামাশার ভুবন, মুসাফিরখানা ছেড়ে আমাদের আসল বাড়ি কবর, হাশর, পুলছেরাত হয়ে জান্নাতের পথে পাড়ি দেয়া। দীর্ঘ পথ। কিন্তু পথের রসদ কম। অবশ্য কম হলেও দামী। এর নাম নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আমি চাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমার পরিবার, বন্ধুমহল, পাড়া-প্রতিবেশি, সমাজ, রাষ্ট্র, অতঃপর দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দিতে। কারণ ইসলাম পেয়ে আমি খুশি। আমার মনে আনন্দ। আমার স্ত্রীর মনে, আমার বাচ্চার মনেও আনন্দ। আমার সুখ, আমার আনন্দ আমি সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। মানুষ কেন কষ্টে থাকবে? মানুষকে কষ্ট দেয়ার জন্যতো রব্বুল য়ালামীন মানুষ সৃষ্টি করেন নাই। তুমি আল্লাহর হুকুম মান, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চল তাহলে শান্তি পাবে, সম্মান পাবে, সব পাবে। আর যদি না মান তাহলে আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশংকা করতেছি। সিম্পল এ কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। যাহোক আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি আমি কোন বুদ্ধিজীবীর কাছ থেকে, আমার স্কুল কলেজ মেডিকেল কলেজের কোন শিক্ষক অথবা বন্ধু, শার্ট পেণ্ট পরা আধা ইংরেজ আধা বাংলা কোন লোকের কাছ থেকে আমি আমার জীবনের ভালো কিছুই শিখিনি। যাকিছু আমার জীবনে কল্যাণকর ও সুন্দর আমি পেয়েছি, অন্তরের প্রশংসা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছি সবকিছু আমি মসজিদ থেকে, দ্বীনী প্রতিষ্ঠান থেকে, হুজুরদের থেকে, নায়েবে রসূল আলেম ওলামা ও চার আনার মোল্লাদের কাছ থেকে শিখেছি। জাহান্নামের পথ থেকে তারা আমাকে জান্নাতের পথ চিনিয়েছে। আলেমতো হতে পারবনা। কিন্তু সারাজীবন আল্লাহ, আল্লাহর রসূল ও নায়েবে রসূলদের গোলাম হয়ে থাকতে চাই। আর এর বরকতে যদি রব্বুল য়ালামীন কুরআন শরীফের নূরওয়ালা একটু জ্ঞান আমাকে দান করেন তবে আর কিছুই চাইনা।
হে নবী! আপনাকে ভালোবাসি নিজের জীবনের চাইতে বেশি
হে নবী! আপনাকে ভালোবাসি আমার পিতার চাইতে বেশি
আপনাকে ভালোবাসি নিজ সন্তানের থেকেও বেশি
এমনকি সমস্ত সৃষ্টিজগতের থেকে বেশি ।
হে নবী! আপনাকে ভালোবাসি তাই আপনার সুন্নত অনুসরণ করি
আপনার পোশাকের মত পোশাক পড়ি
দাড়ি রাখি, মেসওয়াক করি
আপনার শেখানো নিয়মে হাজত সারি
আপনার আদর্শে জীবন গড়ি।
হে নবী! আপনাকে ভালোবাসি তাই ঈমান আনি
আপনাকে ভালোবাসি তাই কুরআন মানি
আপনাকে ভালোবাসি তাই দুনিয়ার কষ্ট ভুলে আখিরাত ভালোবাসি ।
হে নবী! নবুওয়্যতের দাবি পূরণ করেছেন আপনি
জাহান্নামের পথে ছিলাম, জান্নাত চেনালেন আপনি
মানব হৃদয়ের অন্ধকারে আলো ফেললেন আপনি
শির্কের ভয়াল আঁধারে তৌহিদের আলো জ্বালালেন আপনি
হে নবী! হে নবী! হে নবী! অনেক কষ্ট সয়েছেন আপনি
অনেক কষ্ট সয়েছেন আপনি
বিশ্বজগতের জন্য রহমত আপনি
তাই আপনাকে ভালোবাসি ।
হে নবী! আপনি আল্লাহর নবী,
আপনিই শেষ নবী, আপনিই মানবতা,
আপনাকে কষ্ট দিলে বিপন্ন হয় মানবতা।
যদি কষ্ট দেয় আপনাকে মুনাফিক, বেঈমান;
জিহাদ করব, রক্ত দেব তবু রাখব আপনার শান।
[বি দ্রঃ আসুন আমরা আমাদের প্রিয় নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামকে ভালবাসি। রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম আমদেরকে যে দাওয়াত দিয়েছেন তা গ্রহণ করি। এজন্য আমরা মসজিদের পরিবেশে যাই, য়ালেম ওলামাদের কাছে যাই, আল্লাহওয়ালা লোকদের সাথে সম্পর্ক রাখি। ইনশা'আল্লাহ আমরা উভয় জগতে লাভবান হব।]
২| ২৪ শে মে, ২০১৪ রাত ৮:০৯
মুহামমদল হািবব বলেছেন: ভালো। ধন্যবাদ।
৩| ২৫ শে মে, ২০১৪ রাত ১২:০৪
অন্ধবিন্দু বলেছেন:
সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০০
শল্যবিদ বলেছেন: খূব ভাল শোভন ভাই