নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বেঁচে থাকার আদব\"

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম

আমি একজন সাধারণ মুসলমান। ভালবাসি ইসলামী জীবনযাপন। আমার জীবনের লক্ষ্য মাওলা আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করেই এই রংতামাশার ভুবন, মুসাফিরখানা ছেড়ে আমাদের আসল বাড়ি কবর, হাশর, পুলছেরাত হয়ে জান্নাতের পথে পাড়ি দেয়া। দীর্ঘ পথ। কিন্তু পথের রসদ কম। অবশ্য কম হলেও দামী। এর নাম নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আমি চাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমার পরিবার, বন্ধুমহল, পাড়া-প্রতিবেশি, সমাজ, রাষ্ট্র, অতঃপর দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দিতে। কারণ ইসলাম পেয়ে আমি খুশি। আমার মনে আনন্দ। আমার স্ত্রীর মনে, আমার বাচ্চার মনেও আনন্দ। আমার সুখ, আমার আনন্দ আমি সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। মানুষ কেন কষ্টে থাকবে? মানুষকে কষ্ট দেয়ার জন্যতো রব্বুল য়ালামীন মানুষ সৃষ্টি করেন নাই। তুমি আল্লাহর হুকুম মান, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চল তাহলে শান্তি পাবে, সম্মান পাবে, সব পাবে। আর যদি না মান তাহলে আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশংকা করতেছি। সিম্পল এ কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। যাহোক আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি আমি কোন বুদ্ধিজীবীর কাছ থেকে, আমার স্কুল কলেজ মেডিকেল কলেজের কোন শিক্ষক অথবা বন্ধু, শার্ট পেণ্ট পরা আধা ইংরেজ আধা বাংলা কোন লোকের কাছ থেকে আমি আমার জীবনের ভালো কিছুই শিখিনি। যাকিছু আমার জীবনে কল্যাণকর ও সুন্দর আমি পেয়েছি, অন্তরের প্রশংসা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছি সবকিছু আমি মসজিদ থেকে, দ্বীনী প্রতিষ্ঠান থেকে, হুজুরদের থেকে, নায়েবে রসূল আলেম ওলামা ও চার আনার মোল্লাদের কাছ থেকে শিখেছি। জাহান্নামের পথ থেকে তারা আমাকে জান্নাতের পথ চিনিয়েছে। আলেমতো হতে পারবনা। কিন্তু সারাজীবন আল্লাহ, আল্লাহর রসূল ও নায়েবে রসূলদের গোলাম হয়ে থাকতে চাই। আর এর বরকতে যদি রব্বুল য়ালামীন কুরআন শরীফের নূরওয়ালা একটু জ্ঞান আমাকে দান করেন তবে আর কিছুই চাইনা।

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

গতকাল সকালে আমার বাবা ইন্তেকাল করলেন

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৬

গতকাল সকাল পৌনে নয়টার দিকে আমার বাবা রমজান আলী, পিতা - মরহুম আব্দুল জলিল মোল্লা তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। তার বয়স প্রায় সত্তুরের কাছাকাছি ছিল। মৃত্যুর সময় আমার মা তার পাশে ছিলেন। আমার বাবা আল্লাহর রহমতে তেমন কোন রোগাক্রান্ত ছিলেন না। এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি স্বাবলম্বী ছিলেন। ছোট একটা ফার্মেসির ব্যবসা ছিল তার। নিজে আয় করতেন। চলাফেরায় কারো কোন সাহায্য নিতেন না। নিজের কাপড় চোপড় নিজেই ধৌত করে ব্যবহার করতে পছন্দ করতেন। শেষ সময় পর্যন্ত তিনি শারীরিক ও মানসিকভাবে শক্ত ছিলেন। আল্লাহতায়ালা ও তাঁর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস। আলহামদুলিল্লাহ।



মৃত্যুর দিন সকালে বাবা আমার মাকে বললেন খিচুড়ি রান্না করতে। আমার বোন আচাড় দিয়েছে। ওটা দিয়ে খাবেন। তো সকাল সাড়ে আটটার দিকে তিনি অস্বস্তি বোধ করেন। আমার মা ছুটে আসেন। আমার মা বললেন পানি দিব কিনা। বললেন, না। আমার বোনকে এ্যাম্বুলেন্স আনতে বলে দূরে সরিয়ে দিলেন। সম্ভবতঃ অন্তিম সময়ে তার মেয়ে যেন কষ্ট না পায়। মাকে তিনি বলেন জোড়ে জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে। নিজেও কয়েকবার পড়লেন। আমার মাকে বললেন ধৈর্য্য ধারণ করতে। বলতে বলতে বালিশটা কোলে নিয়ে একটু ঝুঁকে পড়লেন। আমার মা শুয়ে দেয়ার সময় দেখলেন শরীরটা ভারী লাগছে। আমার বাবা ইন্তিকাল করলেন।



গতকাল ছিল শুক্রবার। গতকাল ছিল হজ্জের দিন। আমাদের দেশে ৭ই জিলহজ্জ। সম্মানিত দিন। সম্মানিত মাস। আমার বাবার মৃত্যুর সময় কালিমা তৈয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ নসিব হয়েছে। মৃত্যুর ঠিক পূর্বে আমার বাবা কালিমার দাওয়াত দিয়েছেন। আমার মাকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে। মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার বাবা ধৈর্য্যধারণের উপদেশ দিয়েছেন।



সকল নবী রাসূলরাই দুনিয়ার বুকে মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছেন। তারা বলেছেন, ইয়া আইয়্যুহান্নাস, ক্বুলু, লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহুন। "হে মানবজাতি, তোমরা বলো, আল্লাহ ছাড়া কোন প্রভু নেই, তোমরা সফল হবে।" যে বা যারা দ্বীনের দাওয়াতের কাজ করবে আল্লাহতায়ালা তাদেরকে যেন নবী না হয়েও নবীদের কাজ করার তৌফিক দান করলেন। নবীরা যেমন নিষ্পাপ, আল্লাহতায়ালা ইচ্ছা করলে দাওয়াতের কাজ করার বরকতে তাদেরকেও ক্ষমা করে দিতে পারেন। আমার বাবা তার মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে কালিমার দাওয়াত দিয়ে গেলেন। ধৈর্য্যধারণের উপদেশ দিলেন। সূরা আসরে আল্লাহ রব্বুল য়ালামীন ঘোষণা দিয়েছেন যারা পরস্পরকে ধৈর্য্যধারণের উপদেশ দেয় তাদেরকে তিনি ধ্বংস করবেন না। আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ রব্বুল য়ালামীন তার এসব কাজের বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিবেন। তার কবরের য়াযাব দূর করে দিবেন। তার কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে জান্নাতের সাথে সংযোগ করে দিবেন। হাশরের মাঠে ডান হাতে য়ামলনামা দিবেন। সেদিন তার চেহারা উজ্জ্বল করবেন। পুলসিরাত বিদ্যুতগতিতে পাড় করে দিবেন। জাহান্নাম থেকে বাঁচাবেন। ও জান্নাতে উঁচু মর্যাদা দান করবেন। আমার বাবার বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই। আমরা সবাই আমাদের মা বাবার জন্য দুয়া করি। রব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা। হে আমার প্রভু, আপনি আমাদের পিতামাতাকে সেভাবে পালন করুন, যেভাবে তারা আমাদের শিশুবেলায় লালন পালন করেছিলেন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:৫২

অন্ধবিন্দু বলেছেন:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। আল্লাহ তাকে কবুল করে নিন।
আস সালামু আলাইকুম।

২| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৬

তামান্না তাবাসসুম বলেছেন: ইন্না লিল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিয়ু। এমন দিনে ইন্তেকাল অনেক সৌভাগ্যের। আল্লাহ উনাকে জান্নাত দান করুন। আমিন।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১০

পাজল্‌ড ডক বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন

আল্লাহ উনাকে জান্নাত দান করুন।




৪| ০৫ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:৩৮

এহসান সাবির বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন

৫| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১০

অপূর্ণ রায়হান বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন :(

৬| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩২

মুদ্‌দাকির বলেছেন:

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন ।
আস সালামু আলাইকুম।

such a beautiful death!!

৭| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৯

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ওয়ালাইকুমুস সালাম।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

ইলুসন বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

৯| ০৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৩

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আল্লাহ আপনার বাবার আত্মাকে মর্যাদা দিক-

১০| ১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহ আপনার বাবাকে মাফ করে দিন আর জান্নাত নসীব করুন, আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.