![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মুসলমান। ভালবাসি ইসলামী জীবনযাপন। আমার জীবনের লক্ষ্য মাওলা আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করেই এই রংতামাশার ভুবন, মুসাফিরখানা ছেড়ে আমাদের আসল বাড়ি কবর, হাশর, পুলছেরাত হয়ে জান্নাতের পথে পাড়ি দেয়া। দীর্ঘ পথ। কিন্তু পথের রসদ কম। অবশ্য কম হলেও দামী। এর নাম নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আমি চাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমার পরিবার, বন্ধুমহল, পাড়া-প্রতিবেশি, সমাজ, রাষ্ট্র, অতঃপর দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দিতে। কারণ ইসলাম পেয়ে আমি খুশি। আমার মনে আনন্দ। আমার স্ত্রীর মনে, আমার বাচ্চার মনেও আনন্দ। আমার সুখ, আমার আনন্দ আমি সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। মানুষ কেন কষ্টে থাকবে? মানুষকে কষ্ট দেয়ার জন্যতো রব্বুল য়ালামীন মানুষ সৃষ্টি করেন নাই। তুমি আল্লাহর হুকুম মান, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চল তাহলে শান্তি পাবে, সম্মান পাবে, সব পাবে। আর যদি না মান তাহলে আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশংকা করতেছি। সিম্পল এ কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। যাহোক আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি আমি কোন বুদ্ধিজীবীর কাছ থেকে, আমার স্কুল কলেজ মেডিকেল কলেজের কোন শিক্ষক অথবা বন্ধু, শার্ট পেণ্ট পরা আধা ইংরেজ আধা বাংলা কোন লোকের কাছ থেকে আমি আমার জীবনের ভালো কিছুই শিখিনি। যাকিছু আমার জীবনে কল্যাণকর ও সুন্দর আমি পেয়েছি, অন্তরের প্রশংসা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছি সবকিছু আমি মসজিদ থেকে, দ্বীনী প্রতিষ্ঠান থেকে, হুজুরদের থেকে, নায়েবে রসূল আলেম ওলামা ও চার আনার মোল্লাদের কাছ থেকে শিখেছি। জাহান্নামের পথ থেকে তারা আমাকে জান্নাতের পথ চিনিয়েছে। আলেমতো হতে পারবনা। কিন্তু সারাজীবন আল্লাহ, আল্লাহর রসূল ও নায়েবে রসূলদের গোলাম হয়ে থাকতে চাই। আর এর বরকতে যদি রব্বুল য়ালামীন কুরআন শরীফের নূরওয়ালা একটু জ্ঞান আমাকে দান করেন তবে আর কিছুই চাইনা।
একটি মাত্র জীবন। এক জীবনে তিন জাতীয়তা। প্রথমে ভারতীয়, এরপর পাকিস্থানী, এরও পরে বাংলাদেশী। এমন বয়স্ক লোক বিরল নয় সমাজে এখনও।
এক জীবনে তিনবার মুদ্রার পরিবর্তন।
এক জীবনে তিন দেশের সংবিধান।
এক জীবনে তিন শাসকের গোলামীঃ ইংরেজ, পাকিস্থানী অতঃপর নিজেরাই নিজেদের গোলাম হয়ে যাওয়া।
এখন কেউ যদি বলে আমি আমার পূর্ব পুরুষদের সময়ে প্রচলিত ভারতীয় অথবা পাকিস্থানী সংবিধান অনুসরণ করব তাহলে তাকে বলা হবে পাগল নয়ত দেশদ্রোহী।
কোন পরিচয়ই স্থির নয়। আজকের পরিচয় নিয়ে আগামীকাল সে জায়গায় দাঁড়ানো অসম্ভব।
কেবলমাত্র ধ্রুবসত্য হল 'ইসলাম।' সাড়ে চৌদ্দশ বছর আগের শরীয়ত ও আজকের শরীয়ত এক। কিয়ামত পর্যন্ত পার্থক্য হবে না একচুলও। তাই গোলামী যদি করতেই হয় আল্লাহ তায়ালার গোলামীই করব ইনশাআল্লাহ। কারণ তিনি আকাশ ও পৃথিবী এবং এতদুভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক। তিনিই হেদায়েতের মালিক।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৩
নিলু বলেছেন: পৃথিবীর সব কিছুই ঘূর্ণমান