![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈশাখী রোদে আবার বেজেছে রঙিন
কাঁচের চূড়ি
দখিনা বাতাসে আজ ওড়াবো আমার মন
ঘুড়ি ৷
সাদা শাড়ি লাল পাড় এর ভীরে আজ
আবার হারাবো
কৃষ্ণচূড়ার লাল আগুনে মন আবার
পোড়াব ৷
আজ নাচবো আজ গাইবো আজ
মাতবো প্রাণ খুলে
আজ নাচাবো আজ গাওয়াবো আজ
মাতাবো সব ভুলে ৷
আজ অনেক দিনের পরে হবে আবার
সমর্পন
মন ঘুড়িটায় থাকবে ভরে লাজুক
শিহরণ ৷
আজ মন বাঁশরীর সুরে সুরে ভুবন
মাতাবো
যাদুর কাঁঠির ছোঁয়ায় আজ তোমায়
জাগাবো ৷
তুমি হাসবে তুমি ফাঁসবে তুমি আমায়
জড়াবে
তুমি দুষ্টু চোখের চাহনীতে আমায়
ভরাবে ৷
আজ বৈশাখের রঙের মেলায় আমার
নিমন্ত্রণ
আজ ধন্য বড় ধন্য আমার ক্ষুদ্র তুচ্ছ
জীবন ৷
©somewhere in net ltd.