নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌরভ

ডি.এস আলম সৌরভ

ফুলটাইম ঊদাস

ডি.এস আলম সৌরভ › বিস্তারিত পোস্টঃ

মেঘবালিকার জন্য

২৬ শে মে, ২০১৩ সকাল ৭:৫৭

খোলা মাঠে বসে নির্ণেয় আকাশের সাথে মাটির দূরত্ব খুব বেশি না সামান্য পর্যবেক্ষণে বুঝলাম।এই আর কত হবে ?সঠিক হিসেবটা জানাবোনা কারণ আমরা অনেক চালাক কেউ কারো কথা বিশ্বাস করিনা নিজের দুলাইন বুঝেই দাবি করি নিজেকে বস। লক্ষ করিনি এভাবে ডাকে সারা দিয়ে এগিয়ে আসবে কোন মেঘবালিকা। মেঘবালিকা দেখতে সুন্দর নয় । মেঘবালিকার চেহারায় কী যেন আছে ,মায়া ? না সেটা নেই তবে খুব মিষ্টি আর কিউট। আকাশে তাকিয়ে হাত নাড়ানো যুবকের হৃদয়ের ব্যাথার রিক্ততা বুঝে ফেলেছে মেঘবালিকা। আমি মেঘবালিকাকে বলেছি আমি তার সাথে চলে যাব তার দেশে।আমরা একে অপরকে চিনে ফেলেছি ,আমরা কথা বলিনি ! সে আমাকে কথা দিয়েছে সে নিয়ে যাবে।খুব ভাল হবে ওখানে আমারা একসাথে অনেক কথা আর গল্পগুজব করতে পারব।এত বাঁধা থাকবেনা ,নীরবে গহীনে প্রকৃতিতে হারাব দুজনে । তবে গুজব টা ?আচ্ছা ওখানে কী পৃথিবীর মত পার্কে আমরা ঘুরতে পারব?মেঘবালিকা বলেছে ওখানে আমরা সব পারব।তাহলে আমি ওখানে অনেক ঘুমোতে পারব আর স্বপ্ন দেখতে পারব । অল্প কথাতেই মেঘবালিকার প্রেমে পড়েছি মনে হল ,কিন্তু কই ? মেঘবালিকা খুব লাজুক সে আমাকে খুব লজ্জা পায় আমি ওকে নিষেধ করেছি তাকাতে আমার চোখে।একটু ভালোবাসতে বলেছি তাকে । কোলে মাথা রেখে ঘুমোতে দিয়েছে আমাকে আজ আমি অনেক ঘুমিয়েছি , বারবার মুখের উপর দিয়ে হাত বুলিয়ে আর চুলগুলোতে আঙুল চালিয়ে ঘুমের কাছাকাছি নিয়ে গেছিল।পাখা দেখতে চেয়েছি ওর ,ও বলেছে ওর পাখায় ভর করে উড়তে দেবে আমায়।আমরা দুজন আকাশে উড়ব ।নীলমেঘে জড়াব আদরের আলিঙ্গনে আর মাতব নতুন ভাষায় , মেঘবালিকা আমাকে ভালোবেসে ফেলেছে। আজ তাকে আসতে বলেছি সে আসবে আমি নিতে ,সে আসবে' ! কিন্তু দুশ্চিন্তা সে', আসছেনা কেন? দেরি সহ্য হচ্ছেনা আর ,মেঘবালিকার জন্য।ওই যে বরেছিলাম না আসবে ? ওঐ দেখ ;আসছে আমার মেঘবালিকা, ,'আমি আজ চলে যাব ওদের দেশে।

-ডি .এস সৌরভ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.