![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Many will call me an adventurer- and that I am...only one of a different sort, one of those, who risks his skin to prove his platitudes..।
বৃষ্টির মধ্যে লাউয়াছড়ায় ট্রেকিং করে অবস্থা একদম কাহিল। যেদিক দিয়ে লাউয়াছড়া ঢুকে ছিলাম সেদিক দিয়ে বের না হয়ে ছড়া দিয়ে এগুতে এগুতে গিয়ে পড়লাম এক চা বাগানে। যাওয়ার পথে এমন কিছু দেখলাম যা মূহুর্তেই মন টা খারাপ করে দিল। একদল লোক ইচ্ছামত গাছ কেটে নিয়ে যাচ্ছে। এইদিকে বন বলতে আর কিছু বাকী নেই। শুধু গাছের গূড়ি গুলো এখন তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। তারা কেন গাছ কাটছে জিঙ্গাসা করায় জবাব দিল, ফরেস্ট অফিস থেকে নাকি পারমিসান আছে। ছবি তুলতে যেতেই তারা বাধাঁ দিল। আমরা আর ঝামেলা না করে চা বাগানের ভিতর দিয়ে মেইন রোডে উঠে আসলাম। জীপ নিয়ে আবার শ্রীমঙ্গল। খাওয়া-দাওয়া করে রওনা দিলাম আরেকটি জঙ্গলে...নাম সাতছড়ি। সাত টা পানির ছড়া এর মধ্য দিয়ে বয়ে গেছে তাই এর নাম সাতছড়ি। রওনা দিতে দিতেই আমাদের জীপের হালত খারাপ হয়ে গেল। মাঝ রাস্তা তেই সে মুখ থুবড়ে পড়ল।
মারো ঠ্যালা হেইয়ো...আরও জোরে হেইয়ো...
সাতছড়ি যাওয়ার রাস্তা টা অনেক সুন্দর। দুপাশে চা বাগান, রাস্তার অবস্থা ও অনেক ভালো। ইচ্ছা করলেই এখানে লং ড্রাইভে আসা যায়। ঢাকা থেকে মাত্র আড়াই ঘন্টার রাস্তা। চারপাশের প্রকৃতি উপভোগ করতে করতে চলে আসলাম সাতছড়ি। যথারীতি এবারো কোন গাইড না নিয়ে ঢুকে গেলাম বনে। এরই মধ্যে শুরু হল ঝুম বৃষ্টি। বেশীক্ষন থাকতে পারলাম না বনে, আধা ঘন্টায় বে্র হয়ে গেলাম, কারন ক্যামেরা ভিজে যাচ্ছিল। জীপে ক্যামেরা, মানিব্যাগ রেখে ইচ্ছামত ভিজলাম বৃষ্টিতে।
সাত ছড়ার এক ছড়া
এইখানেও জোক
আহা!! কি আনন্দ
এখন আমাদের গন্তব্য মাধবপুর লেক। বিকেল থাকতে পৌছে গেলাম আমরা। চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, amoeboid shape এর অতীব সুন্দর এক লেক। লেক টা অনেক বড়। পুরো লেক টার ছবি এক ফ্রেমে আসে না। অ্যামিবার মত চারিদিকে ছড়িয়ে আছে এই লেক। অনেকক্ষন সবাই মিলে সাঁতার কাটলাম। এই বারের ভ্রমনের এটাই ছিল সবচেয়ে আকর্ষনীয় বেপার। পাহাড়ে উঠে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিলাম। পাহাড়ের উপর থেকে লেক টাকে অপূর্ব লাগে।এর ফাঁকেই এই উপমহাদেশের সবচেয়ে বড় চা বাগানের ফ্যাক্টরী টাও দেখে নিলাম।
মাধবপুর লেক
মাধবপুর লেকের প্যানোরেমিক ভিউ
চা বাগেনের জন্য নতুন পাহাড় তৈরী করা হচ্ছে
পরম শান্তি একেই বলে
মাধবপুর লেক
পাহাড় চূড়ায় আড্ডা
হুমম.। সুন্দর
সন্ধ্যা বেলা আমরা শ্রীমংগল ব্যাক করলাম। শ্রীমংগল থেকে ঢাকার ডাইরেক্ট বাস আছে, শ্যামলী পরিবহনের। রাতের মধ্যেই ঢাকায় পৌছে গেলাম। থুক্কু...পৌছে গেলাম বললে খুব ভুল হবে। রাত ৯টায় আমরা ছিলাম কাচঁপুরে, রাত ১০টা বাজেও ছিলাম কাচঁপুরে। জ্যামে বসে বসে ভাবতে লাগলাম...ধুর ধুর, ঢাকায় ফিরলাম কেন??? যত প্রশান্তি ছিল মনে এক ফুতকারে শেষ হয়ে গেল। এখন আবার বেড়িয়ে পড়তে হবে কোথাও...আর ভাল্লাগে না
১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৪৪
দুখী মানব বলেছেন: এমন জায়গায় বার বার না গেলে পাপ হয়
২| ১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৩৪
রিমঝিম বর্ষা বলেছেন: ইশ্.............দেখা হয়নাই চক্ষু মেলিয়া....................
১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৪২
দুখী মানব বলেছেন: চলে যান...খুব বেশী দূর তো না।
৩| ১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৩৫
জ্বীন বলেছেন: অসাধারণ !!
আপনরা পায়ে তো দেখি সরিষা আছে !!
মাধবপুর লেকত হেবি !!!
১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৪২
দুখী মানব বলেছেন: পায়ে সরিষা কি জিনিস?
মাধবপুর লেক আসলেই খুব সুন্দর
৪| ১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৪৯
রাজসোহান বলেছেন: দারুন একটা পোস্ট +
মারো ঠ্যালা হেইয়ো...আরও জোরে হেইয়ো...
১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৫৩
দুখী মানব বলেছেন: খিক
৫| ১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৪৯
কাঠফুল বলেছেন: ভালো লাগলো। ছবিগুলো খুব সুন্দর হয়েছে।
১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৫৫
দুখী মানব বলেছেন: ধইন্যা
৬| ১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৪৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: অপূর্ব। +++
১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৫৫
দুখী মানব বলেছেন:
৭| ১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৫২
জ্বীন বলেছেন: পায়ে সরিষা সেই জিনিস যা থাকলে স্হির থাকা যায় না!! খালি বেড়াইতে মন চায় !!
১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৫৬
দুখী মানব বলেছেন: তাইলে মনে হয় আমার পায়ে মার্বেল আসে
৮| ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৩:১৩
বাবুই শালিক বলেছেন:
সুন্দর এবং খুব সুন্দর....দেখবার সাধ হলো....
যাব একদিন....
প্রফেশনাল ক্যামেরায় তোলা মনে হচ্ছে....সুন্দর
ভালো লাগলো।
১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৩:১৮
দুখী মানব বলেছেন: সময় করে একদিন চলে যান, ভাল লাগবে
৯| ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৫:২৫
সেতূ বলেছেন: ভাই-ডি আপনারা হ-কলে এ তো বেড়ান কেমতে
আমিও যাইতে চাই হ-কল বাধন ছিরে
ফুটক দারুন হইছে +++
১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩০
দুখী মানব বলেছেন: ছন্নছাড়া যাযাবরের জীবন তো এমনই হওয়ার কথা।
অনেক ধন্যবাদ আপনাকে
১০| ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৫৮
তাবাসসুম ফেরদৌস বলেছেন: Do you know what you have done?
You have just made us jealous..... your narration is fantastic......!
I have already had a little bit of trip though reading your writing and viewing the photographs of the unparallel natural beauty....
Thanks for sharing an amazing experience!
১৩ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৭
দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ আপু একই সাথে অনেক অনেক সরি ।
বাংলাদেশ কত সুন্দর এটা সবাইকে জানাতে চাই। এই ছবি গুলো দেখে আসতে পারেন- (মন খারাপ হলে আমার কুনো দোষ নাই)
Click This Link
১১| ১৩ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৬
১২৩৪ বলেছেন: darun !
+++++++++++++++++++++++++
১৩ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ। আগের পর্ব গুলো পড়ে দেখবেন
১২| ১৩ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
সায়েম মুন বলেছেন: চমৎকার ছবি পোষ্ট!
১৩ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০০
দুখী মানব বলেছেন: ধন্যবাদ
১৩| ১৩ ই জুলাই, ২০১০ রাত ৯:৫৯
মোঃ আমিন বলেছেন: চমৎকার............
১৪ ই জুলাই, ২০১০ রাত ১২:১০
দুখী মানব বলেছেন: ধইন্যা
১৪| ১৪ ই জুলাই, ২০১০ রাত ২:০২
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: ছবিগুলা চমৎকার।++
১৪ ই জুলাই, ২০১০ রাত ১১:২৭
দুখী মানব বলেছেন: ধন্যবাদ
১৫| ১৪ ই জুলাই, ২০১০ সকাল ১০:১৩
অক্রুর মাঝি বলেছেন: বলতে ভুলে গেছি, ছবিগুলো....সেরাম!
১৪ ই জুলাই, ২০১০ রাত ১১:২৯
দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
১৬| ২০ শে জুলাই, ২০১০ দুপুর ১:২৮
আমি কুমিল্লার পোলা বলেছেন: ++++++++
২০ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪১
দুখী মানব বলেছেন: ধইন্যা
১৭| ২২ শে জুলাই, ২০১০ রাত ৩:০২
সৌম্য বলেছেন: দুর্ধর্ষ সব ছবি। মাথা খারাপ হবার যোগার। বিশেষ করে এইচডিআর গুলো দেখে মাথা আউলে যায়। পাহাড় চুড়ায় আড্ডা, মাধবপুর লেক, পরম শান্তি, ফাট্টাফাট্টি হইছে। জিপ ঠ্যালার ছবিটা দেখেও মুগ্ধ।
২২ শে জুলাই, ২০১০ সকাল ৭:৩৪
দুখী মানব বলেছেন: আপনারে এক বস্তা ধইন্যা পাতা
১৮| ২৬ শে জুলাই, ২০১০ রাত ২:৩৯
সীমানা পেরিয়ে বলেছেন:
+++++++++++++++++++++
খালি হিংসা লাগতাছে
+++++++++++++++++++++
২৬ শে জুলাই, ২০১০ সকাল ৮:১২
দুখী মানব বলেছেন:
১৯| ২৯ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৪৩
টেকি মামুন বলেছেন: হায়রে কি করলাম হবিগন্জ গেছিলাম সাতছড়ি যে এত সুন্দুর তা তো জানতাম না ।আমি যেখানে গেছিলাম সেখান থেকে মাত্ত ৫ টাকার ভাড়া সাতছড়ি।ও ভাই কি করলাম ।রোজার পরে মাস্ট যাইতেছি
২৯ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৫১
দুখী মানব বলেছেন: বৃষ্টি থাকতে থাকতে যাইয়েন। সাতছড়ির মজা তো ছড়াতেই। এখন ছড়া গুলা টইটুম্বুর পাইবেন
২০| ০৫ ই আগস্ট, ২০১০ দুপুর ২:০৪
জুন বলেছেন: দুখী ছবিগুলো দারুন হয়েছে । মনে হচ্ছে এখনি যাই। আমারও পায়ের নীচে সর্ষে। জানো ঈদের পর দীর্ঘ একটা ভ্রমনের প্রস্ততি চলছে । তাই একথা এখন তোলা যাবেনা টয়াকনিকয়াল সময়্যসা হা.হা.হা..
বরষার সময় যে যাবো তখন জোঁক থাকবেনা ! জোঁক ভীষন ভয় লাগে। জীপ ছাড়া কি এমনি নরমাল গাড়ি তে যাওয়া যাবে ঢাকা থেকে?
০৫ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৫৮
দুখী মানব বলেছেন: ঢাকা-সিলেট হাইওয়ে খুবই সুন্দর। ইনফ্যাক্ট সাতছড়ির রাস্তা টা লং ড্রাইভের জন্য পারফেক্ট।
সমস্যা হবে মাধবপুর লেক যাওয়ার সময়। পাহাড়ী রাস্তা, উচু নীচু আর প্রায়ই এবড়ো থেবড়ো। প্রাইভেট কারের উপর স্ট্রেস পরবে। তবে অনেকেই যায় কিন্তু
২১| ০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:০৩
নতুনছেলে বলেছেন: জোঁক কি আপনার পায়ে লাগছে না আপনার বন্ধুর?
০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৯
দুখী মানব বলেছেন: বন্ধুর পায়ে ধরসে
২২| ০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৫
নুসরাত মারিয়া বলেছেন: ছবিগুলা চমৎকার।++
১৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
দুখী মানব বলেছেন:
২৩| ০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৬
নুসরাত মারিয়া বলেছেন: ছবিগুলা চমৎকার।++
০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:২৪
দুখী মানব বলেছেন: অনেক ধন্যবাদ
২৪| ০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:২৫
ফেরারী... বলেছেন: মাথা নষ্ট সব ছবি!!!
প্লাসের সাথে তারকা চাপ দিলাম
০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:৪০
দুখী মানব বলেছেন: আমার মাথা আউলায় দিসেন মিয়া আপ্নেরা।
কবে যামু পাহাড়ে
২৫| ০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:৩১
তুষার আবরার বলেছেন: চমৎকার............
০৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:৪১
দুখী মানব বলেছেন: ধইন্যা
২৬| ০৭ ই আগস্ট, ২০১০ রাত ১:০৮
ফেরারী... বলেছেন: বর্ষা থাকতে থাকতে ঘুরে আসেন । জোস লাগবে ।
০৭ ই আগস্ট, ২০১০ রাত ১:১৫
দুখী মানব বলেছেন: গত মাসে একবার ঘুরে আসছি।সাথে যাওয়ার মত আসলে মানুষ পাইনা
২৭| ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ৮:২৫
েভােরর স্বপ্ন বলেছেন: প্রিয়তে
১৭ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৭
দুখী মানব বলেছেন: ধন্যবাদ
২৮| ২৪ শে আগস্ট, ২০১০ রাত ৯:১২
আকাশ অম্বর বলেছেন: ওহ! লাউয়াছড়া! মাধবপুরের ওই পাহাড়ের চূড়ায় অঝোর ধারায় আটকে ছিলাম একবার!
সুন্দর!!
২৪ শে আগস্ট, ২০১০ রাত ৯:১৬
দুখী মানব বলেছেন: আকাশ ভাই এটা সাতছড়ির ছবি। আগের পর্বে লাউয়াছড়া ছিল। পড়ে দেখবেন আশা করি।
২৯| ২০ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০৪
সুবিদ্ বলেছেন: কবে যে যাওয়া হবে...
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৪
দুখী মানব বলেছেন: হবে হবে .....
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৩৩
অক্রুর মাঝি বলেছেন: আমিও গেছি, আবারও যাব...