নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন.................

দূখীমানবি

আমি একজন খুব দূখী ।

দূখীমানবি › বিস্তারিত পোস্টঃ

পহেলা বৈশাখ কীভাবে উদযাপন করা যায়???

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫

পহেলা বৈশাখ উদযাপন নিয়ে বেশ ঝামেলার মধ্যে আছি। কি করব কিছুই বুজে উঠতে পারছি না। কারো কাছে কোন আইডিয়া থাকলে দয়াকরে শেয়ার করুন।



বিঃদ্রঃ আমার একজন প্রিয় মানুষ আছে। তাকে সাথে করে উদযাপন করতে চাই।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: প্রিয় মানুষ তো নানা পদের থাকে । ডারলিং নাকি??

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

দূখীমানবি বলেছেন: হ ভাই ডারলিং !!

২| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১১

তামিম ইবনে আমান বলেছেন: রিক্সা করে সারাদিন ঘুরতে পারেন। হুড তুইলেন না। তাহলে আজেবাজে চিন্ত্যা মাথায় আসবে

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

দূখীমানবি বলেছেন: ইহা অতীব সত্য কথা। ধইন্না !!

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪

মাহিরাহি বলেছেন: সকালে উঠিয়া লুংগি পরিবেন, সাথে ছেড়া গেন্ছি। ঐ ড্রেসে ঘুম থেকে উঠলে সবচাইতে ভাল হয়। তারপর কাচা মরিচ দিয়া পাংতা ভাত। প্রাত:রাশ শেষ হইলে রওয়ানা দিবেন, ক্ষেতের উদ্দ্যেশ্য, হাতে নিড়ানি, সম্ভব হইলে হালের গরু লইয়া।

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭

দূখীমানবি বলেছেন: তাইলে তো ঢাকা'র বাহিরে যেতে হইয়। আপনার বাড়ি কোনহানে??

৪| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪

ফজলে রাব্বি জেমস বলেছেন: পহেলা বৈশাখ বিকেলে দুজনে পাঞ্জাবী-শাড়িতে ঘুরতে বের হন। গল্প করেই কাটান পুরোটা সময়। গল্প করার সময় প্রিয়জনকে গান অথবা কবিতা শোনাতে পারেন। সে খুব খুশি হবে।

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

দূখীমানবি বলেছেন: পছন্দ হয়েছে !! ধন্যবাদ।
দাদা, আমরা তো সক্কাল সক্কালই বেরুব। তইয় সারাদিন কী করুম???

৫| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫

ফজলে রাব্বি জেমস বলেছেন: তামিম ইবনে আমান বলেছেন: রিক্সা করে সারাদিন ঘুরতে পারেন। হুড তুইলেন না। তাহলে আজেবাজে চিন্ত্যা মাথায় আসবে।

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

দূখীমানবি বলেছেন: ইহা অতীব সত্য কথা ধইন্না...!!

৬| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০

রাখালছেল০০৭ বলেছেন: কোন এক বৈশাখী মেলায় ঘুরতে যেতে পারেন..

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

দূখীমানবি বলেছেন: তা যাওয়া যায়। ভালো লেগেছে। সেটা কোথায় হতে পারে ???
(ঢাকা'র বাহিরে হলে ভালো হই)

৭| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

অপু ওপি বলেছেন: কত তারিখে

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

দূখীমানবি বলেছেন: ৯ এপ্রিল !!!!

৮| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

আদম_ বলেছেন: নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিন, ইলিশ না হলেও চলবে, এই সামান্যে দুটো ডাল-ভাত।
বস্ত্রহীন কে বস্ত্র দিন, লাল-নীল বাহারি না হলেও চলবে, এই সামান্যে দুটো সাধারণ কাপড়।

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

দূখীমানবি বলেছেন: ভাই আমি আপনার সাথে একমত।
আর যাই করি সাধ্যমত বস্ত্রহীন কে বস্ত্র, নিরন্ন মানুষের মুখে তুলে দিব অন্ন।

৯| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৫

মাহিরাহি বলেছেন: Akhaura

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.