নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন.................

দূখীমানবি

আমি একজন খুব দূখী ।

দূখীমানবি › বিস্তারিত পোস্টঃ

নিউজ সাইট করব। ডোমেইন, হোস্টিং এবং ডিজাইনার সংক্রান্ত সাহায্য চাই

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

নিউজ সাইট করব। ডোমেইন, হোস্টিং কোথা থেকে নিলে ভালো হয়। আনলিমিটেড ব্যান্ডুইর্থ হলে ভালো হয়। সাইট ডিজাইনার যারা ব্লগে আছে তারা তাদের সাইট ডিজাইনের স্যাম্পল, সন্মানিসহ বিস্তারিত মন্তব্যের ঘরে রাখলে যাকে পছন্দ হবে তাকে দিয়ে কাজ করানো হবে।

ওয়ার্ডপ্রেসের সব প্যাকেজে কি আনলিমিটেড ব্যান্ডুইর্থ দেইয়??

দেশী কোম্পানিগুলো কেমন হবে?

পেপল/মাস্টারকার্ড না থাকলে কিভাবে পেমেন্ট করা যায়?

শুরুর ৩ দিন থেকে নিয়মিত হাজার দশেক ভিজিটর প্রতিদিন অন্তত তিরিশ মিনিটের জন্য হলেও আমার সাইট ভিজিট করবে যাদের অনেকেই ফোন থেকে করবে।

সাইট ডিজাইন অনেকটা http://www.banglareport.com/ এর মত হবে।

বাংলা এবং ইংরেজী দুটা ভার্সন থাকবে। এক্ষেত্রে ডোমেইন এবং হোস্টিং কোম্পানি'র কাছ থেকে একটা প্যাকেজ কিনতে হবে নাকি দুইটা???

যারা এবিষইয়ে ভালো জানেন তার সাহায্য করেন।



ধন্যবাদ।।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২

সমকালের গান বলেছেন: এখানে যোগাযোগ করতে পারেন।

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

কান্ডারীজন বলেছেন: [email protected] এই ই-মেইল এ যোগাযোগ করুন। আশা করি একটা ভাল feedback পাবেন। ভাল পরামর্শ পাবেন।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯

ইয়ািসর আরাফাত বলেছেন: [email protected] a contact koren.
Apnar dui tai solve hobe.
1) Development
2) Domain & Hosting.

Details: http://arafats.info/domain-hosting-packages/

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

মুক্তকণ্ঠ বলেছেন: ডোমেইন এবং হোস্টিং-এর ক্ষেত্রে আমি সবাইকে একটা পরামর্শ দিয়ে থাকি-
ডোমেইন কিনুন সরাসরি রেজিস্ট্রার থেকে, দেশি রিসেলারদের থেকে কিনলে অনেক সময় ঝামেলায় পড়ার সম্ভাবনা থাকে। সাইটের হিট বেড়ে গেলে রিসেলার আপনার সাথে প্রতারণা করতে পারে। যদিও আমি নিজেও একজন ডোমেইন-হোস্টিং রিসেলার।
আর হোস্টিং রিসেলারদের থেকেই কিনুন। কারন বিদেশি কোম্পানিগুলো থেকে কিনতে গেলে আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে। তবে রিসেলারদের কাছ থেকে হোস্টিং নেওয়ার সময় অবশ্যই জেনে নিবেন- তারা কোন কোম্পানির রিসেলার। সেরার তালিকায় আছে- হোস্টগেটর, ব্লুহোস্ট, জাস্টহোস্ট, আইপেইজ ইত্যাদি।
সাইট ডেভেলপ করার বিষয়ে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। আপনি যদি দয়া করে আমাকে একটা মেইল করতেন, তাহলে বিস্তারিত আলাপ করতে পারতাম। মেইলঃ [email protected]

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯

টুনা বলেছেন: গ্যালারীতে বসলাম। আমার ছোট ভাই একটা সাইট ওপেন করবে। দেখি এখান থেকে কিছু সাহায্য পাওয়া যায় কিনা।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.