![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়েঘরে থেকে কর শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ-বৃষ্টি ঝড়ে, বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তায় কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়।’ এটি রজনীকান্ত সেনের বিখ্যাত ‘স্বাধীনতার সুখ’ কবিতার চিরচেনা কয়েকটি লাইন। শহরের ইংরেজি মাধ্যমে পড়ুয়া শিশুদের কাছে কবিতাটি অপরিচিত লাগলেও বাংলা মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীদের মুখে মুখে আজো ফেরে কবিতাটি। কিন্তু কবিতার চিরচেনা বাবুই পাখির স্বাধীনতা আর সুখ দুই-ই আজ হুমকির মুখে।
বিস্তারিত দেখে আসুন গুতা দিন।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২
মুহাম্মদ ফজলুল হক বলেছেন: বাহ! দারুণ লিখেছেন। ছবিগুলোও অসাধারণ! ধন্যবাদ শেয়ার করার জন্য।