![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোলাপান দীর্ঘ কয়েকবছর ধরে প্রেম প্রেম খেলছে. সে তো বিয়ের করার জন্যই। নিউজটা পড়ে ভালোই লাগলো। কিন্তু একটা জিনিস বুঝতে পারি না, সেটা হলো ছোট ছোট ছেলেমেয়েরা ভুল করবে এটাই স্বাভাবিক, তবে পিতামাতা, এলাকার মাতব্বর কিংবা উপজেলা চেয়ারম্যান বা পুলিশ প্রশাসন কেনো এসব মেনে নেয়। কোথায় তারা শাসন করবে,.. তা না বিয়ে দিয়ে দিয়েছে। তার পারতো তাদের বাগদান করে রেখে পড়াশোনা শেষ করার পর বিয়ে দিতে। তাহলে হয়তো তারা জীবনে কিছু একটা হতে পারতো। এখন তো তারা গার্মেন্টেসেও জব পাবে না।
ছেলে মেয়ে , মাতবব্বর আর প্রশাসনের কুকার্যাকলাপ দেখে আসুন এখান থেকে।
©somewhere in net ltd.