![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'গুগল সার্চ রিইউনিয়ন' দুই বন্ধুর পূর্নমিলনের গল্প , যা আবেগতাড়িত করেছে অনেক দর্শককে। টুইটারে জয়নব লিখেছেন, গুগল ইন্ডিয়ার বিজ্ঞাপন দেখে আমি চোখের পানি মুছছি।
টাফি লিখেছেন, রীতিমতো কান্না এনে দিয়েছে গুগল ইন্ডিয়ার বিজ্ঞাপনটি। কী দারুণভাবে বিজ্ঞাপনটিতে যুদ্ধের বদলে শান্তির কথা বলা হয়েছে। নামান লিখেছেন, গুগল ইন্ডিয়াকে আমার শ্রদ্ধা। লিসা ম্যারি লিখেছেন, কান্না এনে দিল। অসহ্য।
গুগল ইন্ডিয়ার বিজ্ঞাপনটিতে আছে দেশভাগের বেদনা, নস্টালজিয়া, শৈশব আর প্রযুক্তি।
বাকীটা নিজেই দেখে নিন।
২| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
জনাব মাহাবুব বলেছেন:
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
হেডস্যার বলেছেন:
আমি ও চোখের পানি মুছতেছি