![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে ....
তোমায় ভেবে এল মেল লাগে সবই .....
মাঝে মাঝে তোমার চোখে।।।।
কে আঁকে অন্য ছবি ....
অনেক ভালবাসা মানুষের জীবনে খুব কমই হয়ত বা আসে। সেই ভালবাসা কে আগলে রাখতে পারাটাই তো সবচেয়ে বেশি জরুরি হয়ে দাড়ায়।আগলে না রাখলে যে সেটা কোনো এক সময় হারিয়ে যাবে।।না, ভালবাসা কমে না কখনোই।ভালবাসা কে যে যত্ন না করলে তাতে যে বিশাল বালুচর তৈরী হবে ।।।তখন সেই বিস্তীর্ণ বালুচর কে সরিয়ে পুরনো সেই প্রগারতা কি আর ফিরে পাবে দুইজন মানুষ!!!
মাঝে মাঝে স্বপ্ন দেখতে অনেক ভালো লাগে।।আবার সেই স্বপ্নের শেষে অজস্র ভয় এসে জড়ো হয়।যদি স্বপ্নটা কে পূরণ করতে না পারি!! যদি মাঝপথে এসে ভেঙ্গে চুরমার হয়!! তখন!! তখন আর পালাবার পথ থাকবেনা।।।
©somewhere in net ltd.