![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা শব্দটির অনেক অর্থই আজকাল আমরা দেখতে পাই আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির দ্রুততার গুনে।।
এসবের মধ্যে ভালবাসা, নামের এই মূল্যবান অনুভূতিতে এসেছে ভিন্ন মাত্রা।।।যুগে যুগে আমরা দেখি ভালবাসার নতুন মাত্রা ...নতুন ভার্সন আর কি।।। একদম আদিম যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত ভালবাসার ই জয় জয়কার .... সেই আদিকাল থেকে শুরু করে আজ অবধি মানুষ এই ভালবাসা নামের অনুভুতি যে কি জাদু মন্ত্রে আটকে রেখেছে তা হয়ত আবিষ্কারের ও অতীত।।।ভালবাসা মানেই একধরনের জাদু ...একধরনের আকর্ষণ।।।।দুইজন মানুষ যখন একে অপর কে ভালবাসে তখন তো পৃথিবী সর্গ হয়ে ওঠে তাদর জন্য।।। কিন্তু সত্যিকারের ভালবাসার অর্থটা কি আমরা সবাই বুঝি??
আজ আমদের চারপাশে এত মানুষ যাদের জীবনে হয়ত কেউ না কেউ আছে ... তারা প্রত্যেকেই কি সুখী??? তাদের জীবনে কি তারা তাদের প্রকৃত ভালবাসার মানুষটিকে খুঁজে পেয়েছে আদৌ ??? এমন অনেককে খুঁজে পাওয়া যায় যারা সারাটি জীবন একসাথে থাকা সত্তেও হয়ত বা সুখী হতে পারেনি।।সুখী কিংবা অসুখীর কথা যদি নাও ভাবি তবুও কি সত্যিকারের ভালবাসার মানে আমরা অনেকেই বুঝি??ভালবাসা কোনো মোহো না।।।এটা একটা পবিত্র সম্পর্ক ..যে সম্পর্কে মানুষ এক হয়।।যে সম্পর্কে একে অপরের উপর শ্রদ্ধা , মায়া, মমতা না থাকলে তাকে হয়ত বা সম্পর্ক বলা চলে না।।।।
কিন্তু আমরা কয়জন তা মানি?? আজ আমদের আশে পাশে কেন আমরা দেখসি ফুলের মত মানুষ গুলোর অকাল প্রাণ বিসর্জন!!!!ভালবাসা একটা বিশ্বাসের উপর টিকে থাকে।।আর সেই বিশ্বাসটি হলো আমার ভালবাসার মানুষটি কখনো আমাকে ছেড়ে যাবেনা বা ঠকাবেনা।।কিন্তু সেই মানুষটি যখন ছেরে অনেক দূর ; বহুদূর চলে যায়!!!!তখন সেই ছেলেটি বা মেয়েটি কি পারে নিজেকে সামলে রাখতে???
নিজের ভালবাসার মানুষটিকে তার বাইরের সৌন্দর্য দিয়ে বা তার পকেটের অবস্থা দিয়ে বিচার কর না।।মন থেকে যদি কাউকে ভালবাসতে না পর তবে তাকে দু্ঃখ দিয়ে কি লাভ!!
ভালবাসা স্বর্গ থেকে আসে।।সেই ভালোবাসাকে যখন কেউ নরকে রূপ দেয় ... বিশ্বাস ভেঙ্গে চুরমার করে তখন কি একবারো সেই পবিত্র অনুভুতি থাকে !!
অনেকে এসবকে আবার আধুনিকতাও বলে থাকেন।।বলি এ কোন আধুনিকতা যার জন্য মানুষের জীবন নষ্ট হয় !!! আমরা নিজেদের আধুনিক বলে থাকি।কিন্তু আমাদের মনের আদিম বর্বরতা কেড়ে নেয় অনেক প্রাণ।অথবা নষ্ট করে দেয় চিরতরে।
ভালবাসার মানুষ অনেক বেশি মূল্যবান। আর ভালবাসা অনেক বেশি পবিত্র।সেই মুল্য যেন কারো জীবন হয়ে না দাড়ায়।
©somewhere in net ltd.