নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যরকম কিছু কথা

আমি খুব সাধারণ

দুঃখীনি

আমি খুব সাধারণ

দুঃখীনি › বিস্তারিত পোস্টঃ

স্পর্শের বাইরে!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯

মেয়েটি ছিল খুব হাসিখুশি আর উচ্ছাসে ভরা..কিন্তু এই হাস্যজ্জল মুখের পেছনে তার মনটা জ কতটা অসহায় আর একাকীত্বে ভরে উঠেছিল তা হয়তো কারোরই জানা নেই..জানবার কথাও না .. তার ভেতরের কষ্টগুলো শুধুই যে তার..মাঝে মাঝে সে ভেবেই কুল পায় না বিধাতা কেন তাকে এই পৃথিবী তে পাঠালেন যখন এই বিশাল পৃথিবী তে তার কোনো প্রয়োজনই নেই.।





হতে পারে এটা নিছকই একটা সাদা মাটা গল্প যার কোনো প্রয়োজনই নেই।। হয়তো তার জীবনের এই গল্পের সাথে মাইল যাবে অনেকের গল্পই ..তবুও জীবন তো জীবনই ..এর শুরু আর শেষটা কোথায় তার হিসেব মেয়েটি কখনই মেলাতে পারেনি ..পারবে কিনা সে উত্তর টাও তার অজানা ..





সোনার চামচ মুখে নিয়ে এই পৃথিবীর অনেকেরই জন্ম হয়না তবুও অনেকেই বেচে থাকে ..সেও তাদেরই একজন ..নাহ এই বেপার নিয়ে তার কখনই কোনো আফসোস বা হতাশা নেই ...পার্থিব লোভ বা লালসা তাকে গ্রাস করতে পারেনি এতগুলো বছরেও ..আজ সে একজন প্রাপ্তবয়স্ক নারী।।

এই বয়সেও তার প্রানের উচ্ছলোতাকে সে তুলে রেখেছে যত্ন করে।।একটা সময় স্বপ্ন দেখত মেয়েটি খুব সুন্দর হবে তার জীবন।। একদম অন্যরকম ..অনেক গুনে গুনান্নিতা হয়ে উঠবে সে ..হয়ে উঠবে একজন সফল মানুষ ..যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়ে উঠবে।।জানবে,চাইলে সবই সম্ভব ..সত্যিই কী তাই?





সত্যিই কী আমাদের সমাজে একটি মেয়ের জন্য সফল হয়ে ওঠা এতটাই সহজ? আমাদের সমাজ কি সেই সুযোগটা করে দেয়?

আজকের দিনে খুব মেয়েকেই দেখা যায় নিজেকে প্রমান দেওয়ার মত উপযুক্ত হয়ে উঠতে।।। কাউকে কাউকে নিজের যোগ্যতার প্রমান দিতে হয়ে উঠতে হয় নর পশুদের শিকার..আর সমাজের এই নোংরামোর ভয়ে অনেকেরই স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায়।।

মেয়েটির স্বপ্নের অন্ত ছিলনা ..চোখের রঙিন স্বপ্নে বিভোর থাকত সে।।মানুষের সেবায় নিজের জীবনকে উজার করতে চেয়েছিল ..কিন্তু যে মানুষেরই এত ভয়াবহ রূপ তাদের মাঝে এই মেয়েটির ইচ্ছে অনিচ্ছের কোনো মুল্য আছে কি?



আমাদের সমাজ আজ অনেক এগিয়ে ..তবুও কিছু আবর্জনার জন্য পিছিয়েই থাকবে আমাদের সমাজ।।পবিত্র কুরানে বলা হয়েছে 'মায়ের পায়ের নিচে বেহেশত ' ...মেয়েরা তো মায়েরই রূপ তাইনা? এই আধুনিক সমাজেও কি আমরা পেরেছি তাদের সম্মান রক্ষা করার মত পরিবেশ তৈরী করতে ...কিছু নর পশুকে এই পৃথিবি থেকে সরিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরী করতে? যাতে করে আমার সন্তান একটা সুন্দর পৃথিবী তে বড় হতে পারে তার একটুখানি চেষ্টা কি করে দেখেছি?!

এসবই ভেবে যায় মেয়েটি ..করতে পারেনা কিছুই ..তার মনের গভীর কোনো জায়গায় জমে থাকে কষ্ট গুলো ..এই পৃথীবি তে সে থেকে যায় অসহায় আর একা।। স্বপ্নগুলো থেকে যায় স্পর্শের বাইরে!



মেয়েটি কে জানতে চান? আপনি যদি মেয়ে হন তবে মেয়েটি আমার আপনার মতই ..হয়ত আপনিও হতে পারেন।।একটুকু ভেবে দেখলেই হয়ত খুঁজে পাবেন তাকে ..!



আর আপনি যদি হয়ে থাকেন পুরুষ তবে একটি বার আপনার আপনজনদের দিকে চেয়ে দেখুনতো খুঁজে পান কি না সেই মেয়েটিকে !

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১

টুম্পা মনি বলেছেন: মেয়েটির কষ্টে কস্টিত হলাম। ভালো টপিক্স নিয়ে লিখেছেন।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো লেখা!!!


আরো লেখা চাই আপনার.........

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

দুঃখীনি বলেছেন: ধন্যবাদ .। :)

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত - এটা জেনেও অনেক ছেলে সেটা মনেই রাখে না ...
এটাই হলো বাস্তবতা আমাদের সমাজের! ...

তবে যারা এখনো মনে রাখে, তাদের সঙ্গী হতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার !!!! :) :)



ভাল থাকুন আপি ... :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

দুঃখীনি বলেছেন: ধন্যবাদ আপু ..।:)

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯

শামীম আহমেদ ইভ বলেছেন: Ontordristy te nijeke jachay er chesta korsi. Kemon purush ami?

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

দুঃখীনি বলেছেন: ভালো চেষ্টা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.