নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যরকম কিছু কথা

আমি খুব সাধারণ

দুঃখীনি

আমি খুব সাধারণ

দুঃখীনি › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত চিঠি !

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

প্রিয় মা ,

কতদিন তোমাকে দেখিনি। এই বিদেশ বিভূই এ এসে সবকিছু কেমন যেন বদলে গেলো।তোমার সেই হাবাগোবা ছেলেটিকে আজ তুমি আর চিনতেই পারবেনা।আজ আমার অনেক পরিবর্তন। এখানকার সকলের কাছে আজ আমি মজিদের বদলে হয়ে উঠেছি মজ।

আজ কত আধুনিকতার চাদরে ঢেকে আছে সেই গ্রাম্যতা আর সঙ্গে নিয়ে আসা ঘামের গন্ধ।হারিয়েছি সমস্ত কিছু যা কিনা আমার মজ হয়ে উঠার পেছনে ছিল এক বিশাল বাধা।

আজ চাইলেই আমি তোমায় এনে দিতে পারি সমস্ত সুখ। মা, তোমার মনে আছে?একদিন ছিল যখন আমি আর তুমি দিনের পর দিন না খেয়ে পার করতাম। তোমায় খুব অসুস্থ অবস্থায় রেখে আমি চলে আসি সাত সমুদ্রের এপারে।

শুরুতে অনেক কষ্ট হত মা জানো ? মনে হতো এখানেই হয়তো শেষ সবকিছুর।কিন্তু না মা,আমি পেরেছি।আজ আমি পুরদুস্তর একজন সফল ,আধুনিক মানুষ। আমার শরীরে আর নেই সেই ব্যর্থতা ,নেই গ্রাম্যতার কোনো চিহ্ন।এত পরিবর্তনের কি লাভ বল মা? আজ তো তুমি আমার পাশে নেই।এই পুরো পৃথীবি তে আজ আমি একা।

জানো মা আজ আমি চাইলেই সবকিছু করতে পারি কিন্তু চাইলেই তোমার সেই 'খোকা' ডাক শুনতে।চাইলেই পারিনা তোমার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে।আমি পারিনা আমার অস্তিত্ব থেকে তোমায় মুছে দিতে! তুমি যে আমার মা! তোমার ভেতরেই তো আমার অস্তিত্বের জন্ম।আমি পারি নি মা !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.