নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যরকম কিছু কথা

আমি খুব সাধারণ

দুঃখীনি

আমি খুব সাধারণ

দুঃখীনি › বিস্তারিত পোস্টঃ

অপ্রিয় সত্য :

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

১। আপনার মন পরিষ্কার হলে মানুষ আপনাকে বোকা ভাববে এবং সেই মানব সমাজে আপনর কোনো দাম থাকবে না ....আপনি নিতান্তই একটা তেজপাতা।

২।আপনি নিজে কারো সাথে কথা বললে মানুষ ভাববে আপনার সমস্যা আছে আর কথা না বললে বলবে ভাব ,অহংকার।

৩।মিথ্যাবাদী এবং অহংকারী মানুষের সাথে কোথায় বা কর্মে সৎ মানুষেরা কিছুতেই পেরে উঠে না।

৪।লোভ মানুষকে নিচে নামতে সাহায্য করে।

৫। আমরা অন্যকে অপমান করতে অনেক বেশি মাত্রায় পছন্দ করি এটাকে আমরা মজা বলে চালাই আর নিজের বেলায় মারতে আসি।

৬।আমরা ভালো কথা মাইক দিয়ে বললেও শুনিনা কিন্তু অন্যের দুর্নাম ফিসফিস করে বললেও শোনার জন্য ব্যাকুল হই।

৭।সুন্দরীরা তাদের সৌন্দর্য নিয়ে অহংকারের সময় একবারও ভাবে না অহংকার করা ঠিক না।

৮।আমরা কারো ক্ষতি করার সময় ভাবিনা একদিন আমার সাথেও এমনটা হতে পারে।

৯।মানুষের ভদ্রতাকে আমরা তার দুর্বলতা এবং unsmartness ভাবি।

১০।আমরা অন্যের সাথে মিশতে গেলে স্টেটাস দেখি কিন্তু নিজের স্টেটাস টা একবারও যাচাই করে দেখিনা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

সামছা আকিদা জাহান বলেছেন: ভাল বলেছেন।

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম

৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

বশর সিদ্দিকী বলেছেন: ভাল কিছু পয়েন্ট উঠে এসছে।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৮

তুষার মানব বলেছেন: হাছা কথা

৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১১

আমাবর্ষার চাঁদ বলেছেন: ভালা কইছেন........

৬| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭

দুঃখীনি বলেছেন: ধন্যবাদ :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.