![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
:আমার এক বান্ধবীর রক্ত লাগবে। বি + রক্ত। আমি দিতে চাই।
:কি হয়েছে?
:ক্যান্সার।
:এটা তো কমন গ্রুপ তুমি না দিলেও সমস্যা হবে না।তাছাড়া সামনে তোমার পরীক্ষা।
:হুম,যদি এই অবস্থায় আমি থাকতাম?
: [নিশ্চুপ]
:একবার ওই বিছানায় পরে থাকা মেয়েটির জায়গায় নিজের সন্তানকে কল্পনা করতে পারো ?
:জনসেবার অনেক সময় পাবে।তাছাড়া তুমি দুর্বল হয়ে যেতে পারো তাই .....
:যখন আমি ওর জায়গায় থাকবো তখন সবাই তোমারই মতো ভাববে !!
এটা একটা প্রতিকী গল্প মাত্র।কিন্তু এমন অনেকেই হয়তবা আছেন যারা এই গল্পের থেকে আলাদা কিছু হয়তো ভাবেন না।হ্যা ,আপনাকেই বলছি।রক্ত একটা মানুষের জীবন বাঁচানোর জন্য যে কতটা জরুরী তা হয়তো তেমন পরিস্থিতিতে না পড়লে বোঝা সম্ভব না।হয়তো বা বলতেই পারেন আমি এতো কথা বলছি আমি নিজে কি রক্ত দেই?অথবা আমি কি জানি না যে যখন এই দেশের কোনো বিপদ আসে তখন আমরা সবাই ঝাপিয়ে পরি।মানুষের পাশে এসে দাড়াই। কিন্তু আমদের মানবিকতা কেন একটি দুর্ঘটনার জন্য অপেক্ষা করবে বলতে পারেন?কেন অমুক অথবা তমুক এগিয়ে এলো কিনা তার উপর নির্ভর করবে আমাদের মানবিকতা?কেন ? এভাবে কি আমরা নিজেদের মানুষ হিসেবে পরিচয় দিতে পারি?
শুধু রক্ত দেওয়া নয় যেকোনো ভালো কাজে আমরা কি নিজে থেকে এগিয়ে আসতে পারিনা?! আমরা কি বদলে ফেলতে পারিনা আমাদের এই সমাজটাকে?পারিনা সব খারাপ জিনিসগুলোকে মুছে ফেলে চারপাশের পরিবেশটা সুন্দর করে তুলতে?অন্তত আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য?
একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে আমার প্রশ্ন .................................!
©somewhere in net ltd.