নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যরকম কিছু কথা

আমি খুব সাধারণ

দুঃখীনি

আমি খুব সাধারণ

দুঃখীনি › বিস্তারিত পোস্টঃ

আধুনিক!! আধুনিক!!

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৪

আমরা আধুনিক।আমরা আধুনিক এই সমাজের অতি আধুনিক নাগরিক।এই কথাটা আমরা অকপটে স্বীকার করে থাকি।কিন্তু এই আধুনিক সমাজের নাগরিক হতে পেরেই কি আমাদের দায়িত্ব শেষ?আমরা কতটা আধুনিক হয়েছি তার কিছু উদাহরণ দেই না হয় ...

১ . আমরা এখনো অনেকেই আছি যারা বিভিন্ন ময়লা আবর্জনা রাস্তায় বা যেখানে সেখানে ফেলি।

২ . ফুটপাথ গুলোর দিকে তাকালে তো আর মনেই হয়না আমরা এই দেশটাকে রক্ত দিয়ে স্বাধীন করেছি।

৩ .আমরা অনেক সময়ই দেখতে পাই আমাদের দেশের মেয়েরা কতটা নিরাপদ।

আপাতত না হয় এই তিনটিই থাক! মাঝে মাঝে মনে হয় আমাদের সামাজিক মূল্যবোধ ,নীতি নৈতিকতা এগুলো কোথায়?আমরা নিজেদের আধুনিক সমাজের আধুনিক নাগরিক হিসেবে দাবি করি কিন্তু আমদের হাজারও সমস্যা। একটা উন্নয়নশীল দেশে সম্যসা থাকবে ,এটাই স্বাভাবিক।কিন্তু তার জন্য আমদের নিজেদের উদাসীনতা আর দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতাই কী একজন আধুনিক বা আদর্শ নাগরিকের বৈশিষ্ট বলে গণ্য হবে?

যে দেশের মাটি নিয়ে আমাদের এত এত ভাবনা ,আমাদের এত সংবেদনশীলতা সেই দেশের মাটিকে আমরা যখন তখন যেভাবে ইচ্ছে নোংরা করি।এই হচ্ছে এই দেশের প্রতি আমাদের ভালবাসা, শ্রদ্ধা !যে ভালবাসার জোরে আমরা আমদের নিজের দেশটাকেই প্রতিনিয়ত নোংরা করে যাচ্ছি নিজেদের কাছে এবং বিশ্বের কাছেও।

আমদের দেশের ফুটপাথ গুলোর দিকে একটু মনোযোগ দিয়ে তাকিয়ে দেখেছেন?সেখানে অগনিত মানুষ যারা তুলে ধরে আমদের দেশ স্বাধীন হয়েছে ঠিকই ,কিন্তু আমরা এখনো আমাদের দেশের সব মানুষের অধিকার নিশ্চিত করতে পারিনি।কাপিটালিজম শব্দটি একদিকে ধনিকে করছে আরো ধনী আর দারিদ্রকে বাড়িয়ে দিচ্ছে বহুগুনে।মানুষের অবস্থার উন্নতি হয়েছে ঠিকই কিন্তু মানুষের দারিদ্রতার চেহারা হয়েছে আরো নির্মম!

আমদের প্রিয় এই দেশে আমরা এখনো পারিনি আমদের মা,বোন,স্ত্রী দের নিরাপত্তা দিতে।দিন দিন আমদের দেশের নিরাপত্তার জন্য বাড়াতে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।কিন্তু তবুও ঘটে চলেছে নানা ঘটনা ,দুর্ঘটনা।সাইবার ক্রাইম, ইভ-টিজিং মেয়েদের জন্য এক ভয়াবহ কলঙ্কময় সমস্যা।আমরা আধুনিক কিন্তু আমদের মন দিন দিন যেন হয়ে উঠছে পশু।সামজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কিংবা আকাশ সংস্কৃতির গুনে কিংবা এই আধুনিক সমাজের গুনেই আমরা একটা মেয়েকে কতভাবেইনা অপমানিত করছি।এটাকে বলছি এন্টারটেইনমেন্ট ! এটা কেমন এন্টারটেইনমেন্ট যা আমাদের আপনজনদের নিরাপত্তা দিতে পারেনা!

আমরা সব কিছু অন্যের উপরেই চাপিয়ে দেই। সেই যে ছোটবেলায় পরেছিলাম "ছোটো ছোটো বালুকণা ,বিন্দু বিন্দু জল গড়ে তলে মহাদেশ সাগর অতল" এই কথাটা শুধুই পড়ার জন্য পড়া।আমরা ভাবি অন্যের মাথা অন্যের ব্যাথা ,আমার মাথা তো ঠিক আছে।কিন্তু ভাবিনা আমার মাথায়ও ব্যাথা হতে পারে।

আবার এটাও ভাবি এই দেশের কিচ্ছু হবেনা।হ্যা ,হবেনাই তো।কারন এই দেশের মানুষের কোনো চিন্তাই নেই দেশকে নিয়ে।এই দেশের মানুষ করা?আমি ছাড়া অন্যরা।তাই নয় কি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.