![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
প্রত্যেক মানুষের কিছু স্বপ্ন থাকে ,কিছু বেদনা থাকে।যার ভাগ দেওয়া যায় না কাউকেই।সেই দুঃখ আর বেদনাগুলো।কিছু কষ্টের কথা কাউ কে বলা যায় না।স্বপ্ন গুলো প্রিয় মানুষের সাথে বোনা যায়।তাদের নিয়ে হাজারো স্বপ্নের মেলা জমে।
চাঁদের আলোর নিচে বসে দুইজন মানুষ হাজার স্বপ্ন বুনে চলে।অবরাম ! সেই স্বপ্নের বাস্তবতা থাকে না।স্বপ্ন পূরণের প্রয়োজনীয়তাও থাকে না।
ব্যস্ত জীবন যাত্রায় মানুষের কত স্বপ্নই তো সেই আকাশের চাঁদের কাছে। অনেক স্বপ্নই তো আর পূরণ হয় না।সেগুলো নিয়ে ভাববার বা আফসোসের সময়ও নেই।স্বপ্নগুলো শুধুই কিছু মুহুর্তের স্মৃতি।সেই স্মৃতি গুলোই মানুষের বেচে থাকার উৎস তৈরী করে।স্বপ্ন নিয়েই সামনে চলে মানুষ!
২
একা একা কি বেচে থাকা যায়?? একজন মানুষ কতটা একা থাকতে পারে?খুব অভিমানে কেউ যদি তার চারপাশের সমস্ত মানুষগুলোর থেকে মুখ ফিরিয়ে নয় ,তখন সেই মানুষটার মনের ভেতর প্রতি মুহুর্তে কি যে যন্ত্রণা তা ভাবতে পারেন?
একটা মানুষ তার জন্মের পর থেকে হয় অনেকটা অবহেলিত না হয় অনেকটা পরাধীন।শৈশবের মধুর স্মৃতি যার জীবনে খুব একটা নেই।ভাই-বোনের ভালবাসা কিংবা খুনসুটি যে মানুষের জীবনে আসেনি সে বাঁচবে কি করে?একা একটা মানুষ যে ঘরের এক কোণে পরে থাকে নিরব নিস্তব্ধ,সে কি স্বাভাবিক মানুষের মতো থাকে?যার জীবনে ভালবাসা মানে পরাধীনতা ,আর বন্দী জীবন সেই মানুষটার জীবন বলতে কি আছে কিছু?প্রতিনিয়ত নিজের সঙ্গে লড়াই,নিজের অস্তিত্ব কে টিকিয়ে রাখতে যাকে হাজারো লড়াই করে যেতে হয় আপনজনদের সাথে তার কি জীবন আছে?ভালবাসার পরিবর্তে যে শুধুই পেয়ে গেল অপমান অবহেলা সে কি করবে?
সে তো ভালবাসে মন থেকে।মানুষগুলো কি পারেনা তার মন বুঝতে???!
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: স্বপ্নগুলো শুধুই কিছু মুহুর্তের স্মৃতি।সেই স্মৃতি গুলোই মানুষের বেচে থাকার উৎস তৈরী করে।স্বপ্ন নিয়েই সামনে চলে মানুষ!'',,,,,,,,,,,,কথাগুলো সত্যি,,,,,,,,,,,,,,,,,,,,,,,ভাল থাকুন, ব্যস্ত থাকুন,,,,,,,,,,,,,শুভকামনা
৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১০
দুঃখীনি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০
মায়াবী ছায়া বলেছেন: হুম...এটাই হয়তো জীবন ।
জীবনটা পাওয়া না পাওয়ার মাঝেই চলে....
কেউ কাছ থেকে বুঝে... কেউ বুঝে না.. কেউ আবার ভুল বুঝে...
তবুও ভাল ভাবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে....কষ্ট গুলিকে একটু কম মনে করার চেষ্টা করুন...
নিজেকে যেখানে দেখতে চান সর্বদা সেই চেষ্টায় ব্যস্ত থাকুন...ব্যস্ত থাকুন মন ভাল থাকার মত কাজে.....