নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যরকম কিছু কথা

আমি খুব সাধারণ

দুঃখীনি

আমি খুব সাধারণ

দুঃখীনি › বিস্তারিত পোস্টঃ

কোনো একদিন হয়তবা বলতে হবে বিদায় !!!

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১২

কিভাবে কি হলো কে জানে?হঠাৎ করেই জীবনের অনেক বেশি অন্ধকারের মাঝে আলোক বিচ্ছুরন !সেই আলোক শুধু আলোকিত অন্যকে।কিন্তু তার নিজের জীবনটাও যে বিষাদে ঢাকা।বিষাদ আর দুঃখ এই নামেই ডাকি না হয়…

দুঃখ যখন জীবনের সব আশা ,ভালবাসা আর বিশ্বাস হারিয়ে বেচে ছিলো শুধু একটা জড় পাথরের মত ;বিষাদ তখন পালিয়ে বেড়াত জীবন থেকে।জীবনের প্রতিটি অংশ থেকে।বিষাদ তবুও পালিয়ে বাঁচতে পারত ,আবার ফিরেও আস্ত কিছু পিছুটানে।কিন্তু দুঃখ সে কি করে পালাবে! কি করে টানবে এই অভিশপ্ত জীবনের বোঝা!জীবনের কাছে তো তার চাওয়ার বেশি কিছুন ছিলনা।প্রত্যেক মানবিকে বিধাতা যেমন বৈশিষ্ট দেন দুঃখও ঠিক তেমনি।অন্যদিকে বিষাদ ,সে তো বয়ে বেড়াচ্ছে তার বিশ্বাসের ফলাফল।তার হৃদয় অনুভুতির করুন পরিণতি।

তারা হয়তো ভেবেছিল এই জীবনের আর কোনো পরিণতি নেই। কিন্তু বিধাতা কি এত অল্পতে তার খেলা শেষ করতে পারেন!দুঃখ আর বিষাদ কি করে যেন হয়ে গেল একই পথের দুই পথচারী।কিন্তু অচেনা।অনেকটা সময় পর তারা হয়ে উঠলো একই রাস্তার পিচ। যাদের আলাদা করা যায়না কোনভাবেই।এভাবেই অন্ধকারের মাঝে জীবনে এলো আলোক বিচ্ছুরণ।বিষাদ ফিরে পেল নতুন জীবন,কারণ তাকে শুখু করতে হবে দুঃখ কে। দুঃখ ফিরে পেলো চলার পথের ছায়া,শুভাকাঙ্খী,জীবনসঙ্গী আর অনেক ভালো বন্ধু।শুরু নতুন অগ্রযাত্রা।একে অপরের জীবনের সবকিছু। এই তো ! জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যার স্থায়ত্ব আমৃত্যু।

হায় ভালবাসা!জীবনকে বদলে দেয় !প্রাণ ফিরিয়ে দেয় !বিষাদ আর দুঃখ হয়ে গেলো বৃষ্টি আর প্রজাপতি।প্রজাপতি খুঁজে পেল বৃষ্টি চোখে নির্ভরতা,শান্তি। খুঁজে পেলো একধরনের বিশ্বাস ,যাতে ভর করে প্রজাপতি সাজালো সুন্দর জীবনের স্বপ্ন। তেমনি বৃষ্টির চোখে কি যে এক প্রশান্তির ছায়া দেখতো প্রজাপতি!খুব আগলে রাখে বৃষ্টি প্রজাপতিকে। প্রজাপতিও চায় বৃষ্টির সব কষ্ট গুলো প্রজাপতি ভাগ করে নেবে।কিন্তু বৃষ্টি হয়ত তা চায়না।ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বারে। বারে ভালোবাসাও। তবুও কথাও যেন একটা ফাঁকা স্থান রয়ে গেছে দুজনায়।

প্রজপতি বুঝতে থাকলো বৃষ্টিকে সে একজন ভালো বন্ধুর মত আগলে রাখতে হয়ত পারেনি।প্রজাপ্রতির মনে হাজার প্রশ্ন জাগে।জাগে হারানোর ভয়। কিন্তু বৃষ্টিকে তো সে অবিশ্বাস করেনা। বৃষ্টির সমস্ত কিছুই তার জানা।বৃস্ত্য্র মনের সততা নিয়ে তার কোনো সন্দেহ হয়না।তবে প্রজাপতিই ব্যর্থ বৃষ্টিকে ভালবাসতে!জীবিকার তাগিদে বৃষ্টিকে করতে হয় হাজার লড়াই।সেও যে স্বপ্ন দেখে প্রজাপত্য্কে ভালো রাখবে।সুখে সংসার করবে।প্রজাপতি ভেবে দিশেহারা হয় বৃষ্টিকে কি করে বোঝাবে সে যে প্রজাপতির হয়তবা বাস্তব জ্ঞান কম,অভিজ্ঞতা নেই তবুও সেও যে হতে চায় বৃষ্টির চলার পথের সঙ্গী। কি জানি বৃষ্টির মনে কি হয়, ওর কি খুব কষ্ট হয়?প্রজাপতি কি ওকে ভালবাসতে পারে?এসব ধিদা দন্ডে পরে প্রজাপতি যতই বৃষ্টির কাছে যেতে চায় অনুভব করে দুরত্ব,নাহ বৃষ্টি ওকে ভালবাসে কিন্তু সেটা শুধুই নিজের মনে মনে। ভালবেসেও প্রজাপতির থেকে অনেক দুরে বৃষ্টি।

হয় ভুল বোঝাবোঝি,ঝগড়া। বৃষ্টিও বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়। কিন্তু বোঝেনা প্রজাপতির মনের জ্বালা। বোঝেনা প্রজাপতি শুধু সঙ্গী হয়েই থাকতে চায় না হতে চায় ভালো বন্ধুও। অবস্য সে কি তা সে নিজেও ভেবে পায়না।ভুল বোঝাবুঝি আর চোখের জল সব কিছুকে দুরে সরে প্রজাপ্রতি।কিন্তু হল ছাড়েনা। ভালবাসা দিয়ে জয় করতে চায় সবকিছু। ধর্য দিয়ে চায় তার মনের সব ভুল আর দিশেহারা ভাব গুলোকে দূর করতে।চায় বৃষ্টির জীবনে সব শান্তি ফিরিয়ে দিতে।জানেনা সে কোনো একদিন যদিও বা বলতে হয় বিদায় ,তবে তা যেন তার জীবনের শেষ দিনটি হয়!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০০

মুন্না২৭ বলেছেন: জানেনা সে কোনো একদিন যদিও বা বলতে হয় বিদায় ,তবে তা যেন তার জীবনের শেষ দিনটি হয়!

২| ১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৭

দুঃখীনি বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.