![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বড় বিচিত্র প্রাণী। এই কথাটা হয়ত আমরা সবাই কোথাও না কোথাও দেখি পরি অথবা নিজের জীবনে তার অভিজ্ঞতা হয়েই যায়।আমি আজ লিখব মানুষের কথা। মানুষের যেমন শেষ নেই এই পৃথিবীতে , তেমনি তাদের বিচিত্রতার ও শেষ নেই।অনেক সময় ভাবলে অবাক লাগে যে সেই সৃষ্টির আদিতে পৃথিবীতে আসেন বাবা আদম আর মা হওয়া। কিন্তু আজ পৃথিবীতে মানুষের জন্য চলায় মুশকিল হয়ে পরে অনেকটা সময়।একেক জন মানুষ একেক রকম। একেক রকম তাদের ধরন। কখনো কখনো মানুষের বৈশিষ্ট শুনলে অবাক লাগে।কখনো কখনো মানুষ নামের এই প্রানীটার ;যাকে কিনা শ্রেষ্ঠ সৃষ্টি বলা হয় ; তার বা তাদের বর্বরতা বা নিষ্ঠুরতা দেখলে বা শুনলে গা শিউরে ওঠে।আবার এই মানুষই পারে মানুসের জীবনকে এই পৃথিবীকে অনেক তুলতে।আজকাল মানুষ চেনা সত্যিই অনেক কঠিন। ভালো- মন্দ ,দোষ -ত্রুটি নিয়েই মানুষ। তবু মনুষ্যত্ব আর মানবতাবোধ যদি কারো না থাকে তাহলে সে কি সেই কাতারে দাবার যোগ্য?নিজেকে ভালোর দিকে এগিয়ে না নিয়ে যদি কেউ সেচ্ছায় ধংসের দিকে এগিয়ে যায় সে কি যোগ্য সেই মানুষের কাতারে দরবার??অতীত নিয়ে মানুষ হয়ত পরে থাকে না। কিন্তু কখনো কখনো মানুষের ভুলেই মানুষের জীবন যে ভেঙ্গে চুরমার হয় তা কিছু স্বার্থর পর মানুষরা বুঝতেও পারেনা।কারণ তারা অতীত নিয়ে পরে থাকেনা যে! তারা পেছনে ফিরে তাকায়না যে!
২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৯
দুঃখীনি বলেছেন: ধন্যবাদ আপনার মনতব্যের জন্য।অনেক সময় কাউকে কাউকে বিনা পাপে মরতে হয়
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অতীত নিয়ে বাঁচা সম্ভব নাকি? অতীত হবে আপনার প্লাটফর্ম- যেখানে দাঁড়িয়ে আপনি সামনের দিনগুলোকে সফল করবেন। একার ভুল হলেও অন্যের কিন্তু ছোট হলেও ভূমিকা থাকে সেই ভুলটি সংঘটিত হবার ক্ষেত্রে।