![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রায়না,খুব অদ্ভুত রকমের সাধারণ একটা মেয়ে। এতোটাই তাই সাধারণ যে আজকালকার মেয়েদের তুলনায় সে অনেক বেশি বোরিং। তবে তার কাছের বন্ধুদের কাছে সে একদমই আলাদা।খুব কথা বলা, আনন্দে থাকা, অন্যের খুব কাছের হতে চাওয়া একটা মানুষ।এখন প্রতিটা সকালে তার জীবনে নতুন সূর্যোদয় হয়। এখন তার জীবনটা অন্যরকম সুন্দর। কারো জন্য নয় ,শুধুই তার নিজের জন্য। এই মানুষটাকে অনেক কষ্ট করতে হয়েছে জীবনে। অনেক কেদেছে সে। জীবনের একটা শূন্যস্থান এখনো হয়ত আছে কিন্তু কষ্ট গুলোকে সাথে নিয়েই রায়না এখন বেচে আছে। আসিফ ,যাকে কিনা জীবনের খারাপ সময়ে খর কুটোর মতো আকড়ে ধরেছিল রায়না। আর দশটা মেয়ের মতো সেও স্বপ্ন দেখছিল সারাজীবন আসিফকে নিয়ে সুখে থাকবে। ভালবাসার সুখ। আসিফও সেই প্রতিশ্রুতিই দিয়েছিল রায়নাকে। তখন আসিফের শুধু রায়নাই ছিল। রায়না আর আসিফ দুইজন দুইজনের হাত ধরেছিল। কিন্তু আজ আসিফ কোথায় রায়না তা জানেও না ,জানতে আর চায়ও না। আসিফ হয়তো তাকে ভুলেই গেছে। রায়নার দেওয়া চিঠিগুলো হয়তো আর নেই তার কাছে। কিন্তু আসিফের দেওয়া চিঠিগুলো আজও রায়না যত্নেই রেখেছে। আসিফ ভালো আছে, রায়নাকে ছাড়াই। রায়না তো আসিফকে ভালই দেখতে চেয়েছে আজীবন। তার ভালবাসার ফলাফলটা নাহয় এটাই হলো। দূর থেকেও সে ভালবাসছে আসিফকে শুধু একটি বছরের স্মৃতি নিয়ে.........................
২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:১১
দুঃখীনি বলেছেন: কি ???
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৮
আবু শাকিল বলেছেন: সাধারন !!!