![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জীবনটা কারো জন্য থেমে থাকবেনা। আজ তোমার জীবনে ওঠা ঝড়ের জন্য জীবনটাকে তোমার নরক মনে হবে। কিন্তু একদিন তোমার জীবন হবে অনেক বেশি সুন্দর যেমন তুমি রাখতে চাইবে সুন্দর করে।
প্রয়োজন তো নাই যে তোমার হাত তার নিজের স্বার্থে ছেড়ে গেছে তার জন্য ভেবে ভেবে নিজের জীবনের অনেক খানি সময় নষ্ট করার কোনো মানে হয়না। তুমি যদি কাদো সে কি আসবে তোমার চোখের পানি মুছিয়ে দিতে?
তুমি হয়ত তার জন্য অপেক্ষা করে থাকতে চাইবে, সে তোমার মতো তোমার জন্য অপেক্ষা করে আছে কি?যদি তাই হতো তবে সে কি তোমার হাত ছাড়তো ??সে কি তোমার মতই অপেক্ষা করে আছে কবে সে পারবে তোমাকে সারাজিবনের জন্য নিজের করবে এটা ভেবে?সে তার জীবন নিয়ে অনেক সুখী।সে তোমার মতো চোখের জল ফেলছে না ,কিংবা তোমার মতো ঘুমের ওষুধ খেয়ে হাসপাতাল থেকে ঘুরেও আসছেনা।
কষ্ট হবেই তোমার কিন্তু যে জেনে বুঝে তোমাকে কষ্ট দিচ্ছে তাকে কিছু বুঝিয়ে তো লাভ নাই। কারণ তার চোখে এখন তোমার জন্য ভালবাসা নেই ,আছে নিজের স্বার্থের আগুন। অথবা অন্য কারো জন্য অগাধ ভালবাসা।
সে যদি তোমার ভালবাসা বোঝে তাহলে সে তোমার জন্য সব করবে। না,কোনো অন্যায় না করাই ভালো। কিন্তু যে ভালবাসে সে কখনই ,কোনো অবস্থায়ই হাত ছাড়েনা। এটাই বাস্তব ! এটাই সত্যি !
©somewhere in net ltd.