![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ মনটা খুব খারাপ তুতুলের। বুবানের কথা খুব মনে পরছে। বুবানকে অনেক কষ্ট করে আড়াল করে দিয়েছে।প্রথম প্রথম অনেক কষ্ট হতো। বুবানের অবহেলা তুতুলের মনটাকে অসহ্য যন্ত্রণা দিতো। বুবান হাত ছাড়ার পর তুতুল প্রায় পাগল হয়ে যাচ্ছিল। তবুও নিজের বাবা মা এর কথা ভেবে নিজেকে সামলে নিয়েছে তুতুল। বুবানের জন্য দুনিয়ার বাস্তবতা টা চোখে দেখেনি তুতুল। কিন্তু আজ বুবানের জন্যই তুতুল দেখছে বাস্তবতা। বুবানকে ভুলে যেতে চায় তুতুল ,মাঝে মাঝে ঘৃনাও করতে চায়। তুতুল জানে বুবান আর তাকে ভালবাসেনা। মাঝে মাঝে খুব কঠোর হয় তুতুল নিজের উপর ,ভুলে নিজেকে ব্যস্ত রাখে ইচ্ছে করেই। ভুলেও থাকে ,তবুও যেন ভুলতে পারেনা। কোথাও যেন একটা মায়া ,টান সব রয়ে গেছে। হয়তো তা শুধুই তুতুলের দিক থেকে।এখন এভাবেই বাচতে শিখে নিয়েছে তুতুল। ভালো যতটুকু থাকা যায় ততটুকুই ভালো থাকছে তুতুল। আর বুবান?বুবানের খোজ আর নেয় না তুতুল। ভালই আছে হয়তো ,তাই তো তুতুলকে ছেড়ে যেতে পেরেছে। ভালো থাক ,বুবানের ভালোর জন্যই তো ওর হাত ধরেছিল তুতুল। বুবান বাঁচার জন্য চেয়েছিলো তুতুলকে। আজ যখন তুতুলকে ছাড়াই বুবান বাচতে চায় ,তুতুল কি বাধা হতে পারে !
©somewhere in net ltd.