![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানিনা কিসের মায়ায় মানুষ কারো সাথে জীবনটাকে জড়িয়ে আবার সেখান থেকে পালিয়ে যায়। আধুনিক যুগের মাল্টিপল রিলেসনশিপ। কাল জীবনটা যার কাছে স্বর্গ ছিল আজ সেই জীবনের একজন মানুষের অনুপস্থিতি জীবনটাকে নরকের চেয়ে কম কিছু করে যায় না। ছেলে মেয়ে উভয়ই এর শিকার হয়। অথচ সম্পর্কটাকে চাইলেই কতটা সম্মানের করে গড়ে তোলা যায়।
"মানুষের মন পরিবর্তনশীল " অনেকেই এরকম একটা ব্যাখ্যা দার করে নিজেকে সান্তনা দিতে। কিন্তু একজনের বিশ্বাস ,সম্মানের চেয়েও হঠাত পাওয়া মোহো টা খুব বেশি গুরুত্বপূর্ণ?
তাহলে কেনো এতো ভালবাসা দেখানো ? কেনো এতো বিশ্বাসের সৃষ্টি করা ?? কেনো মিথ্যা ওয়াদা ,আশা ,স্বপ্ন ???
নাহ আমি আমার দুঃখের কথা লিখছিনা। লেখাগুলো খুব পরিচিত মানুষদের। বলতে গেলে আমাদের নতুন প্রজন্মের অনেকের জীবনের বাস্তব সত্য এটাই।অনেকে হয়তো খুব সহজেই ভুলে থাকতে পারে। কেউ কেউ অতীত কে ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাতে শুরু করে। হয়ত এভাবে পেয়েও যায় সেই ভালোবাসার মানুষটিকে। জানি যেখানে বিবাহিত জিবনের বিচ্ছেদ ঘটে ,আর তো সম্পর্ক যেখানে শক্ত কোনো বাধন থাকেইনা। কিন্তু মনের বাধন??
মনের যে বাধনটা থাকে তা কি এতটাই সস্তা যে আমি চাইলেই ভুলে যেতে পারবো তাকে যাকে নিয়ে স্বপ্নের দিন বুনেছি এক সাথে??যে আমার হাত টা তার হাতের স্পর্শে রাখত সবসময়। হাত টা হয়তো পুরনো হয়ে যায় ,অনুভুতিগুলো ফিকে হয় ,সম্পর্কের সুতায় মলিনতা আসে কিন্তু তাই বলে কি হাত ছাড়তে হয়?অনুভুতি গুলো নষ্ট করতে হয়??সম্পর্কের সুতো ছিড়ে দিতে হয়???
অনুভুতি গুলো সুখের হয়না। ভালবাসা, বিশ্বাস, সম্মানের বাধন ছেড়েও মানুষ হারিয়ে যায়। রাগ ,দুঃখ, অভিমান তখন বলে সে আমার যোগ্যই ছিলনা। মন বলে তার মতো কেউ তো আমাকে ভালবাসতে জানে না। কিন্তু তবুও সবকিছুই এখন অতীত। যা হচ্ছে তাই সত্য ,তাই বর্তমান। প্রত্যাবর্তনের সুযোগ নেই। জীবনটাকে একাই টেনে নিয়ে যাবে সেসব মানুষ যারা হয়ত আর কোনদিন ই কারো হতে পারবেনা।
তাই বলে সত্যিকারের ভালবাসা নেই তা কিন্তু নয়!!!
©somewhere in net ltd.