![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জানিনা আমি কেনো এবং কিসের মধ্যে দিয়ে যাচ্ছি।
মানুষ বলে সত্যিকারের ভালবাসা নাকি বেশিদিন দূরে থাকতে পারেনা। কিন্তু আর কতো আমি আমার ভালবাসার সততার পরীক্ষা দেবো ?? আমি কি সত্যিকারের তোমাকে ভালবাসতে পারি নি !! সবটা কি করে ভুল হয়?? এই প্রশ্নগুলো আমাকে নিঃশেষ করে দেয়। জানি এইসব প্রশ্ন বৃথা।কোনো মুল্য নেই এসবের।
কাউকে এসব বলা মানে ফালতু ইমোশন দেখানো। লোকের আহা উহু ,দয়া; সবই একটা সময় ফুরিয়ে যায়। কেউ সারাজীবন পাশে থাকে না। কিন্তু তুমি তো পাশেই ছিলে।কি দোষ আমার একটা বার বলো ??
আমাকে এইটুকু ভরসা করতে পারনি এতদিনে! আরে বোকা তোমাকে অনেক অনেক ভালবাসি।তুমি বললে হাসতে হাসতে মরতেও পারতাম।বাবা-মা আর তুমি ছাড়া তো আমার জীবনে আর কেউ ছিলনা। আমি পারবনা তোমার জায়গা অন্য কাউকে দিতে। কিন্তু তাই বলে তোমার সুখের পথে আমি কখনোই বাধা হয়ে দাড়াতাম না। আমার অনেক কষ্ট হতো ঠিকই কিন্তু তোমার ভালোর জন্য সব সয়ে নিতাম।তাও তো মনে মনে জানতাম যে তুমি আমাকে ঠকাও নি। আর এভাবে দেখো আরো কতগুলো কষ্ট তুমি আমাকে দিয়ে যাচ্ছো যা আমাকে সারাজীবন বয়ে বেড়াতে হবে।
আস্তে আস্তে যে আমি নিজেকে শেষ করে দিচ্ছি। আমি ভেতর ভেতর দুর্বলতার,ব্যর্থতার শেষ প্রান্তে চলে যাচ্ছে। আর কতো পরীক্ষা বাকি আমার জীবনের বলতে পারো !!আমি যে তোমাকে ছাড়া নিঃশ্বের মতো জীবন কাটাই!! আর কতো অপেক্ষা!! তুমি সামনে থাকলেও যে আমি অনেক শান্তি পাই!!
তোমাকে সারাটা জীবন আগলে রাখতে চাইতাম ,শুধু তোমারই জন্য। আমার জীবনটাকে আর ওলট পালট করেদিওনা ;প্লিজ। ফিরে আসবে না আমি তা জানি, আর জানি বলেই বলবো না ফিরে আসতে। তোমার সুখগুলোকেই নিজের শান্তির উৎস করে নিলাম। তবে কষ্ট কেনো ?? ভালবাসি তাই!! ভয় নেই ; ছায়া হয়েও নেই আমি ; তাই সুখে থাকো !!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২২
দুঃখীনি বলেছেন: প্রশ্ন আউট করা অনেক আগেই হয়ছে...।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
" কিন্তু আর কতো আমি আমার ভালবাসার সততার পরীক্ষা দেবো ?? "
-আপনি প্রশ্নপত্র আউট করেন!