নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যরকম কিছু কথা

আমি খুব সাধারণ

দুঃখীনি

আমি খুব সাধারণ

দুঃখীনি › বিস্তারিত পোস্টঃ

নাম নাই-৯

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০২

আমার একটা কথা রাখবে ?
আমি জানি আমি কিছু বলছি এটা জানলেই তুমি আর শুনতে চাইবেনা। তোমাকে দোষারোপ করতে কিংবা কথা শুনাতে আমি আর কিছু বলবোনা।
আমি জানি সব জানি। এই আমিই দায়ী সবকিছুর জন্য। আমি খুব অবুঝ ছিলাম ,এখনও আছি হয়তবা। কেউ তো নেই বলার।তোমার মনের কথাগুলো আমি বুঝিনি কোনদিন। আমার জীবনের প্রায়োরিটি লিস্ট এ তুমি ছিলেনা তা তো নয়। আমিই পারিনি তোমাকে অনেক অনেক ভালবাসা দিতে। সব মনের ভেতর লুকিয়ে রাখতাম। যেদিন থেকে সারাজীবন একসাথে থাকবো তোমাকে সব কিছু বলে দেবো। সে সুযোগ তো হলো না। ভাগ্যে নেই তোমার পাশে থাকার। তোমার সুখ দুঃখের সাথী হওয়ার।
জানি তুমি বলবে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি ,অনেক অপমান করেছি।কিন্তু জানো কি;আমি যে কোনদিনও তোমার ক্ষতি চাইনি ;মন থেকে কোনদিনও না।
আমার কষ্ট হয়েছিল ঠিকই ;কিন্তু আজ দেখো কতো বদলে গেছি আমি। তোমার মনের মতো হয়তো কোনদিনও হয়ে উঠিনি ,উঠতে পারবনা হয়তো। কিন্তু এখন এই মুহুর্তে তোমাকে আমি আর দোষ দেইনা। তুমি তোমার সুখের সন্ধান পেয়েছো। ভালো আছ এর চেয়ে বেশি আমি আর তোমার কাছে কিছুই চাইনা। এখন আর কি বা চাওয়ার থাকতে পারে বলো।শুধু সবসময় ভালো থেকো। মাঝে মাঝে মন খুব অস্থির হয়ে যায় তোমার জন্য। শুধু এইটুকু জানার জন্য পাগল হয়ে যাই তুমি কেমন আছ। কিন্তু জানার সাহস হয়ে ওঠেনা। খুব ইচ্ছে হয় তোমার সামনে একটাবার যাই। একটাবার চোখের দেখা দেখে আসি। কিন্তু ভয় হয় যদি তুমি রেগে যাও। রাগের মাথায় আমাকে মারো ,অপমান করো ;আমি সব মেনে নেবো। কিন্তু তুমি যে তা করো না। তুমি তো নিজেকেই কষ্ট দিয়ে বসে থাকবা। আমি সহ্য করতে পারবোনা।আমি যতো খারাপই হই না কেনো; জানো তো তোমাকে ভালবাসি। কোনো দাবি নেই ;চাওয়া-পাওয়ার হিসেব নেই ;শুধু তুমি ভালো থাকো।কতদিন তোমাকে দেখিনা। কিন্তু ঘুমের ভেতর তোমার অনুভব করি। জানি সব মিথ্যে। তবুও এইটুকু নিয়ে বেচে থাকি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

রুদ্র জাহেদ বলেছেন: আহ কত সুন্দর কথা বলেছেন।খুব ভালো লাগলো সবগুলোই পড়ব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.