নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যরকম কিছু কথা

আমি খুব সাধারণ

দুঃখীনি

আমি খুব সাধারণ

দুঃখীনি › বিস্তারিত পোস্টঃ

নাম নাই -১০

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

আজ কেনো যেনো হঠাৎ লিখতে ইচ্ছে করেছে। কিন্তু কি লিখব কিছুই বুঝে উঠতে পারছিনা।কেমন যেন এলোমেলো লাগছে সবকিছু ;কথাগুলো ,ভাবনাগুলো হারিয়ে গেছে কোথায় যেন।হঠাৎ করে নিজেকে কেমন যেন শূন্য শূন্য লাগছে। শরীরের ভার টের পাচ্ছিনা ;মস্তিস্কের চাপ নেই। এতটা হালকা যেন বহুদিন পর অনুভব করছি নিজেকে। নিজেকে হঠাৎ দায়মুক্ত মনে হচ্ছে। সব পিছুটান তো আগেই ছুটে গিয়েছিল ;এখন কেন যেন সেই সব কালো রাতগুলোর কথা আর ভাবতে ইচ্ছে হয়না। ইচ্ছে হয়না ফিরে যেতে সেই অসম্ভব যন্ত্রণার দিনগুলোতে যেখানে একটু সস্তি ,একটু বিশ্বাসের জন্য হাহাকার করে বেরিয়েছিলাম।এখন আর ভাবতে ইচ্ছে হয়না জীবনের এলোমেলো দিনগুলো ;যেখানে অনেক অশান্তির ভেতরও স্বপ্ন দেখেছিলাম সুন্দর -সুখী জীবনের ;টাকার সুখ না ,ভালবাসার সুখ। কিন্তু পাওয়া হয়ে উঠলো না। অনেক তো অপেক্ষা হলো ;কিন্তু অপেক্ষা তার জন্যই করা যায় যে আমার। যে আমার না তার জন্য অপেক্ষা করে তার কষ্টের ভান্ডারটা পূরণ করার কি দরকার!
সত্যিই আর ইচ্ছে হয়না কারো বদলে যাওয়া ভালবাসার দায় নিজের উপর রাখতে। মিথ্যে দেখতে দেখতে ক্লান্ত আমি! জীবনের বাকিটা দিন যদি মিথ্যে কিছু না ঘটতো !!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১

সুমন কর বলেছেন: মিথ্যে দেখতে দেখতে ক্লান্ত আমি! জীবনের বাকিটা দিন যদি মিথ্যে কিছু না ঘটতো !!
+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.