![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলিশের সামনে পরীক্ষার হলে ছাত্রলীগের হামলা
সাংবাদিক ও ছাত্রসহ আহত ৫
বিশ্ববিদ্যালয় রিপোর্টার : ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ও হল পর্যায়ের নেতৃবন্দ ও পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের ক্যাডাররা দুই সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। গতকাল রেবাবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সামনে এই ঘটনা ঘটে। হামলায় সাংবাদিক ও ছাত্রসহ ৫ জন আহত হয়েছে।
ছাত্রলীগ ক্যাডারদের হামলায় সংবাদ সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় রিপোর্টার সাইফুল ইসলাম ও বিডি নিউজ টুয়েন্টি ফোর এর প্রদায়ক শহীদুজ্জামান আহত হয়েছে। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকালে কার্জন হলে ছাত্রলীগ এক ছাত্রকে মারধর করতে থাকে। জহুরুল হক হলের সংস্কৃতি বিভাগের ছাত্র জুবায়ের নিরাপত্তাজনিত কারণে কলাভবনের পরিবর্তে কার্জন হলে পরীক্ষা দিতে যায়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আফতাব আলী শেখের নিরাপত্তাধীনে পরীক্ষার হলের ভিতরেই ছাত্রলীগ তাকে মারধর শুরু করে। সাইফুল ইসলামের ছবি তুলতে গেলে ছাত্রলীগ ক্যাডাররা তাকে বাধা দেয়। এক পর্যায়ে তারা এফএইচ হলের ছাত্রলীগ সভাপতি মারুফ জামান কল্লোলের নেতৃত্বে সাইফুলের ওপর চড়াও হয়। সাইফুলকে রক্ষা করতে গেলে ছাত্রলীগ ক্যাডাররা চড়াও হয় সাংবাদিক শহীদুজ্জামানের ওপর। এসময় ছাত্রলীগ ক্যাডাররা তাকে বেধড়ক মারধর করে।
এসময় ঘটনাস্থলে ছাত্রলীগ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দ্রীয় সহসম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, জহুরুল হক হলের সভাপতি রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন, সাধারণ সম্পাদক সামছুল কবির রাহাত প্রমুখও উপস্থিত ছিল। আহত সাইফুল জানান, নাজমুল, সুমন, রাহাত তাকে উদ্ধার করার চেষ্টা করে।
পুলিশের সামনে বেধড়ক মারধর করা হলেও পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। এ প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। কোন ফোর্স সেখানে ছিল কি অবস্থায় ছিল তা জানতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক আহত সাংবাদিকদের মেডিকেল সেন্টারে দেখতে যান। এসময় তিনি বলেন, সাংবাদিকতায় পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় কেউ বাধা দিতে পারে না। তিনি এ বিষয়টি দেখার আশ্বাস প্রদান করেন।
ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন বলেন, আহত ছেলেকে উদ্ধার করে প্রক্টরের গাড়িতে তুলে দিয়ে ফিরে আসার সময় দেখি আবার হট্টগোল বেধে গেছে।
এ ঘটনার পর তাৎক্ষণিক বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনায় জড়িদের বিরুদ্ধে একাডেমিক ও সাংগঠনিক শাস্তি দাবি করে।
এদিকে সাধারন ছাত্ররা জানায়, বেলা সোয়া এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে হাজী মুহাম্মদ মুহসীন হলের ছাত্রলীগ ক্যাডার ইমতিয়াজ আহমেদ বাপ্পীর নেতৃত্বে ৭/৮ জন ছাত্রলীগ সন্ত্রাসীর পৈশাচিক হামলায় মারাত্মকভাবে আহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের ৩য় বর্ষে অধ্যয়নরত মুহসীন হলের আবাসিক ছাত্র মোঃ আব্দুল আউয়াল। এছাড়াও বেলা সোয়া একটায় ডিপার্টমেন্টের ক্লাস শেষ করে বের হওয়ার পথে ৪ ছাত্রলীগ সন্ত্রাসীর অপর এক হামলায় আহত হয়েছেন এসএম হল শাখা নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র মোঃ মাহমুদুল হাসান। অন্যদিকে বেলা দেড়টার সময় অনার্স ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার পথে পলাশী মোড়ে জহুরুল হক হলের ছাত্রলীগ ক্যাডারদের সন্ত্রাসী হামলার শিকার হন বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের সংস্কৃত বিভাগের অনার্সের ছাত্র আহমেদ আল জোবায়ের। ছাত্ররা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সাধারন ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র আহমদ আল জুবায়েরকে পরীক্ষার হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সামনে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাধারন ছাত্ররা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বয়ং ছাত্রদের নিরাপত্তা বিধান করতে ব্যর্থ যা ছাত্রলীগের আজকের হিংস্রতা প্রমাণ করে। গোটা ছাত্র সমাজ ছাত্রলীগের সন্ত্রাসের শিকার হচ্ছে। তারা আরো বলেন, ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য ছাত্রকল্যাণ ও জ্ঞানার্জন। কিন্তু দুঃখজনক হলেও সত্য পরীক্ষার হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের সামনে ছাত্রদেরকে মারাত্মকভাবে নির্যাতন করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠকে ছাত্রলীগ তার অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ডের স্বর্গরাজ্যে পরিণত করেছে। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের নিজস্ব আদর্শ বা মতামত লালন করা সাংবিধানিকভাবে তার মৌলিক অধিকার। অথচ শুধু মৌলিক অধিকারটুকু চর্চার কারণে মেধাবী ছাত্রদের ওপর এই পৈশাচিক হামলা ছাত্রলীগের ন্যক্কারজনক রাজনৈতিক হীনমন্যতার পরিচয় বহন করে। সাধারন ছাত্ররা বলেন, পূর্বে প্রশাসনকে অবহিত করার পরও প্রশাসন কোন ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করায় ছাত্রলীগ প্রশাসনের সামনে এ ধরনের ন্যক্কারজনক কাজ করতে সাহস পেয়েছে। অবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।
২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪
Shes Thikana বলেছেন: নিজেদের সফলতা এবং সুকৃতির জন্য এরাই জাহাংগীর নগর বিশ্ববিদ্যালয় মিষ্টি বিতরন করে,,,
২| ২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪২
তেলাপোকা বলেছেন:
দেশ এগিয়ে যাচ্ছে।
২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
Shes Thikana বলেছেন: পিরোজপুরে সিডি বাজারজাত করেছে।
৩| ২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪
তানিয়া কবির লিজা বলেছেন: জয় বাংলা.............আইনের শাষণ প্রতিষ্ঠা হচ্ছে...............
২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৬
Shes Thikana বলেছেন: ধন্যবাদ......... তানিয়া কবির লিজা বলেছেন: জয় বাংলা.............আইনের শাষণ প্রতিষ্ঠা হচ্ছে...............
৪| ২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৭
মদন ক বলেছেন: ঝয় বাংলা, ঝয় j...R ফিতা ,
৫| ২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৯
রিয়াজুল ইস্লাম বলেছেন: ছাত্র ও শিক্ষক রাজনীতি আপাতত কিছু দিন অবশ্যই বন্ধ করতে হবে।
২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫২
Shes Thikana বলেছেন: শতভাগ সত্য কথা........ এটাই আমাদের মনের কথা..... দেশের জন্য কল্যাণ এবং মঙ্গল.......
ধন্যবাদ.....
৬| ২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮
দখিনা বাতাস বলেছেন: পেপারে তো পড়লাম শিবির কর্মী পিটানোর সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে আলাদা দুই ঘটনায় ২জন সাংবাদিকও আহত হইছে। পোস্টে সব কথা লেখছেন, কিন্তু পিটানো হইছে শিবির কর্মী-- এই তথ্যটা বাদ দিয়া গেলেন ক্যান? শিবির পিটানো তে ছাত্রলীগরে প্লাস, আর সাংবাদিক পিটানিতে মাইনাস।
২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০২
Shes Thikana বলেছেন: শিবির কি ছাত্র/মানুষ নয়..!!!!!!!
৭| ২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৪
দখিনা বাতাস বলেছেন: নাহ মানুষ না। ................ জামায়াত শিবির আবার মানুষ নাকি? ওগোরে শুয়োর কইলেও শুয়োর জাতি অপমানিত হইবো।
২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৭
Shes Thikana বলেছেন: ভাই মানুষিক ডাক্তারের সাথে দেখা করেন!!!!!!!!!!
৮| ২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩১
লুমেন বলেছেন: abarer dabi mante hobe...........
.
..
.....
...........
.......................
.....................................
....................................................
...........................................................
Desh o chatro somaj rokha korte hole abarer dabi mante hobe "Chatro league o modod data sokol sikhok der BAN korte hobe achara ar ai jatir chatro somaj rokhar kono upay dekhichina...............................................................
apnader jar ja kisu ase ta nia akhon e somoy oder protihoto korar time ar na hole ora bongo bondhur joto arjon kore dibe bishorjon,
sudhu matro aisob nadan der karone amar prio desh matrikar ai dosha.
sudhu matro ai kukhto chatro namok ar oi shikhok namok kolonkoder jonno aj jatir kople atodin ai kolonko chilo.
oder moto ku langar na thakle bangobondhur khuni der bichar ai banglay onek age e hoto.
apnar socheton thakun amader desh jati rokhay apnara apander chokher rongin choshma khule dekhun.
kara desher sotru kara mitro chatro league , chatro dol , shibir bole kotha nai ammder dabi akta e desher jonno k kaj korbe amra take e chai.
mukhe bolbe mujib shena zia shena abar kau Islam ar dohai agulo ai prio shonar bangladesh amra mani na manbo na.
jara ai prostaber pokhe asen tara slogan tulun bojro konthe
Joy Bangladesh Naraye takbbir Bangladesh Jindabad
৯| ২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৮
আফসার নিজাম বলেছেন: আসসালাম।
শিবিরের নামে ছাত্রপিটানোতো ডিজিটালা আইন।
এই আইনে বাংলাদেশ চলছে চলবে!!!
ছাত্রলীগের এতো হেডান (ক্ষমতা) তাহলে সীমান্তে যেয়ে বিএসএফকে শায়েস্তা করুক। যারা নিরীহ বাংলাদেশীদের হত্যা করছে।
মা'আসসালাম।
১০| ২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৮
আফসার নিজাম বলেছেন: আসসালাম।
শিবিরের নামে ছাত্রপিটানোতো ডিজিটালা আইন।
এই আইনে বাংলাদেশ চলছে চলবে!!!
ছাত্রলীগের এতো হেডান (ক্ষমতা) তাহলে সীমান্তে যেয়ে বিএসএফকে শায়েস্তা করুক। যারা নিরীহ বাংলাদেশীদের হত্যা করছে।
মা'আসসালাম।
১১| ২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪০
সিটিজি৪বিডি বলেছেন: ওদের বিরুদ্ধে কথা বললে হাসিনা আপা মাইন্ড করেন.. প্রশ্রয় পেয়েই আজ ছাত্র লীগ বেপরোয়া হয়ে উঠছে।
১২| ২৩ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২১
আফসার নিজাম বলেছেন: আসসালাম।
এই লিংকটা সবার পড়া প্রয়োজন।
Click This Link
মা'আসসালাম।
১৩| ২৩ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০০
নিরীহ মানুষ বলেছেন: এই কুকুরগুলোই আবার বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে।
হাসিনা বানূ কুত্তা সামলান
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪১
শেষ আশা বলেছেন: এরাই দেশের সোনার ছেলে!!!!!