| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফিসের কাজে সিলেট এসেছিলাম , সুযোগ পেয়ে ঘুরে আসলাম লালা খাল
০১/০১/২০১৬
শহর থেকে সি এন জি রিজার্ভ করে সারি ঘাট হয়ে চলে আসলাম লালা খাল , ৫০০ টাকায় নৌকা ভাড়া করে ঘুরে দেখলাম সারি নদী , জিরো পয়েন্ট , চা বাগান (যদিও চা পাতা ছিলোনা)
শীতে লালা খালের পানি নীল থাকে জানা ছিল কিন্তু বাস্তবে কল্পনার চেয়েও অনেক সুন্দর । নৌকাতে বসে পানিতে হাত ভিজিয়ে দেখলাম পানি একদম স্বচ্চ । দুপাসে পাহাড়ের সবুজ আর আকাশের নীল মিলে পানির রং নীলছে সবুজ । প্রকৃতির এমন রুপ সহজে চোখে পরেনা।

২|
১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর।
মুগ্ধতা। +
৩|
১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০
সুমন কর বলেছেন: আহ !! সুন্দর সব ছবি।
৪|
১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪
গ্যাজিলিয়ন স্টারস ইন মাই স্কাই! বলেছেন: ভাল লাগল
৫|
১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
ফেরদৌসা রুহী বলেছেন: লালা খাল তো দেখি আসলেই অনেক সুন্দর।
৬|
১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
জুন বলেছেন: দু বছর আগে মনে হয় গিয়েছিলাম লালা খালে। এনিয়ে আমার একটা পোষ্ট ও আছে। অপুর্ব।
৭|
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
আবু শাকিল বলেছেন: বাহ ।খুব সুন্দর ।
মুঞ্ছায় -পানিতে নামি ![]()
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫
মোহাম্মদ শামছুদ্দীন বলেছেন: প্রকৃতির নিজ হাতে সাজানো লালা খাল অার সাথে পাহাড় অার সবুজ চা পাতা সব সময়ই প্রকৃতি প্রেমীদের মনের খোরাক জোগায়।