নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্নেহকাতর

দুর্দান্ত কাফেলা

আমি আমার মনের খাচায় বন্দী পাখী...

দুর্দান্ত কাফেলা › বিস্তারিত পোস্টঃ

শহরের কোলাহল থেকে একটু দুরে

০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:২৯

শহরের কোলাহল থেকে একটু দুরে


কুড়িল থেকে পুর্বাচল এক্সপ্রেস হাইওয়ে ধরে তুরাগ নদী পের হলেই মিলবে
কাঠ শালিকের দল - সোনালু ফুল - সবুজের মায়া - বকের অপেক্ষা - হিজল গাছের ছায়া - দখিনা বাতাস

এখানেও একদিন গরে উঠবে ইট-পাথরের শহুরে ভাব
গরে উঠছে - পুর্বাচল উপশহর - আর্মি হাউসিং - আইকন সিটি


কাঠ শালিকের দল - বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে নানা প্রজাতির পাখি। কিন্তু জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে অনেক পাখি। অবাধ বৃক্ষনিধন, জমিতে কীটনাশক প্রয়োগ ও শিকারিদের দৌরাত্ম্যে গ্রামবাংলার চিরচেনা শত শত পাখির অস্তিত্ব আজ বিলুপ্তির পথে। কাঠশালিক এরকমই একটি পাখি।
ঢাকা শহরের মতো এত বেশি কাঠশালিক আর কোথাও দেখা যায় না। বাংলাদেশের শালিকদের মধ্যে সম্ভবত সেই-ই সবচেয়ে সুন্দর। তবে সে ভাত শালিক ও গো-শালিকের মতো খোলামেলা নয় মোটেও। নিজেকে আড়ালে রাখতেই ভালোবাসে। এর ইংরেজি নাম chestnut starling



সোনালু ফুল - গ্রীষ্মের খরতাপে প্রকৃতিতে প্রাণের সজীবতা নিয়ে যেসব ফুল ফোটে তার মধ্যে সোনালু বা সোনাইলের / বাঁদর লাঠি ফুল নাম উল্লেখযোগ্য। ঝাড়লণ্ঠনের মতো দীর্ঘ থোকায় হলুদ-সোনালি রঙের সোনালু ফুল চলতি পথে যে কারও নজর কাড়বেই। শীতকালে সোনালুর শাখা-প্রশাখায় সীমাহীন নিঃসঙ্গতা ভর করে। পুরো গাছে একটি পাতাও থাকে না। বসন্তেও অনেকটা নিষ্প্রাণ, নিস্তব্ধ।
ঢাকাতে দেখতে পাবেন -
সংসদ ভবনের সামনের রাস্তায় (মানিক মিয়া এভেনিউ ) , নিকুন্জ থেকে এয়ারপোর্ট যেতে বাম পাসে




হিজল (বৈজ্ঞানিক নাম:Barringtonia acutangula) মাঝারি আকারের ডালপালা ছড়ানো দীর্ঘজীবী গাছ। সংস্কৃত নাম নিচুল। এ ছাড়া জলন্ত, নদীক্রান্ত এসব নামেও হিজলগাছ পরিচিত। বাকল ঘনছাই রঙের ও পুরু। হিজলের বিষাক্ত অংশ হলো ফল, যা মারাত্মক বমনকারক।হাওড়ের পানির অন্যতম আকর্ষন হিজল গাছ। মিঠামইন উপজেলার বিভিন্ন হাওড়ে হিজল গাছ বা হিজল গাছের বাগান দেখা যায়।









মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৩:৫৬

মহা সমন্বয় বলেছেন: দারুণ পোষ্ট। ওই এলাকায় একদিন ঘুরতে যেতে হবে। :)

২| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৭:২১

ঈশান আহম্মেদ বলেছেন: দারুন একটা পোস্ট।কৃষ্ণচূড়ার ফুলের কথা কি ভুলে গেছেন।দিলে ভালো হতো।

৩| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন: দেখেই শান্তি লাগছে। শেয়ার করার জন্য ধন্যবাদ। :)

৪| ০৫ ই মে, ২০১৬ রাত ৩:০১

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক সুন্দর ছবিগুলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.