![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরমের সমাধান - চৌদ্দার চর - গরমের আরাম
যাত্রাবাড়ী থেকে ডেমরা হয়ে সুলতানা কামাল সেতু পার হয়ে তারাব থেকে সিলেট রোড ধরে ভুলতা-গাউছিয়া।ওখান থেকে ডানে আড়াইহাজার গিয়ে খাগকান্দা ঘাটে যেতে হবে এবং বোটে চৌদ্দারচর
গরমের আরাম... ঝাপাঝাপি, গোছল। বাজি ধরে বলতে পারি একবার নামলে ৩/৪ ঘণ্টার কমে উঠবেন না আপনি...।
তীব্র গরমে... নদীতে ঝাপাঝাপির সবচেয়ে দুর্দান্ত জায়গা আড়াইহাজার মেঘনা নদীর , খাক্কান্দা চউদ্দার চর ...।। মিঠা , পরিষ্কার পানি। শক্ত বালি, চোরা বালির ভয় নেই...
কি কি পাবেন ঃ
(EXCLUSIVE) মেঘনা নদীর মাঝখানে জেগে উঠা ৩.৫ কিলোমিটার লম্বা চউদ্দার চর...
বর্ষা কালে ঃ
মিঠা পানি, শক্ত বালির বিচ... যারা আসেন ৩/৪ ঘণ্টার কমে উঠেন না পানি থেকে
পাশে মখমলের মত নরম ঘাস, সাথে ২.৫ কিলোমিটার কাশ বন... কয়েক হাজার ট্যুরিস্ট, সাইক্লিস্ট, বাইকারস এসে ঘুরে গেছেন, চরে ক্যাম্প করেছেন, আসছেন নিয়মিত। বর্ষা বেশি হলে চর ডুবে যাবে। আবার বর্ষা কমে গেলে দুর্দান্ত বিচ ভেসে উঠবে। এমনিতে গোছল করার জন্য দারুন একটা জায়গা। আসার আগে ফোন করে আসবেন। আরও ৫/৬ টা চর আছে। একেকটা একেকরকম সুন্দর।
এ ছাড়া ও ঃ
যাবার পথে রাস্তার পাশেই লতব্দি মোড়ে কাতান শাড়ীর শিল্প, গামছা শিল্প। কম দামে ভাল কাতান শাড়ি কিনতে চলে আসুন সরাসরি...।
কয়েকশ বছরের পুরানো বটগাছ।।
শদাসদি ভুইয়া বাড়ি (জমিদার বাড়ি)
আড়াইহাজার চৌধুরী পাড়া রাজ বাড়ি ( ছোট, ভাঙ্গা কিন্তু দারুন)
নদীর চারপাশে আরও ৫/৬ টা চর, একেকটার একেক রুপ।
দারুন সব গ্রামীণ রাস্তা, সাইক্লিস্ট, বাইকার দের জন্য বেস্ট... রিকশা নিয়ে শুধু ঘুরতেই মন চাইবে।
মিনি আলু, ডাল পুরি, সিঙ্গারা আর সেন্ট্রাল এর জামাই এর মালাই চা।
২| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:২৩
বিজন রয় বলেছেন: যেতে হবে।
জানানোর জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২১
আহলান বলেছেন: চরম আরাম পাইলাম ... !