![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিন্দা পার্ক
ঢাকার খুব কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে জিন্দা পার্ক অবস্তিত । খুবই নিরিবিলি এবং মনোরোম পরিবেসে সারাটা দিন কাটানোর মত একটি জায়গা ।
জিন্দা পার্কের প্রবেসের জন্য (বাহিরে) রাস্তা
কুরিল ফ্লাইওভার থেকে ৩০০ ফিট হয়ে পুর্বাচল পেরিয়ে বায়ে ঢাকা সিটি বাইপাচ দিয়ে ১ কি:মি: সামনে গেলে হাতের ডান পাশে জিন্দা পার্ক। কুরিল ফ্লাইওভারের নিচে কার অথবা সি এন জি পাওয়া যায়, লোকাল ট্রিপ কান্চন পর্যন্ত ৪০-৫০ টাকা , তারপর অট ১০ টাকা
বাংলা নাম : বন ছাতারে / সাতভাই ছাতারে
ইংরেজি নাম : Jungle Babbler
বৈজ্ঞানিক নাম : Turdoides striatus
24/07/2015
ট্রি হাউস
লেক - ১
লেক পার - লেক ২
জিন্দা পার্ক গ্রন্থাগার
লেক - ২
লেক - ৪
Contract Address - Zinda Park , Dhaka eastern by pass, Rupgonj , Narayangonj
Phone : Mr. Shahin- 01716260908, 01816070377, 17175025083
২| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৩
প্রথমকথা বলেছেন: ভাল লেগেছে, দেখি একদিন ঘুরে আসা যায় কিনা।
৩| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৭
আহলান বলেছেন: হ্যা .. আসলেই সুন্দর! ঢাকা বাইপাস দিয়ে নরসিংদীর দিকে যেতে হাতের ডানে?
১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৭
দুর্দান্ত কাফেলা বলেছেন: ঢাকা বাইপাস দিয়ে গাজিপুরের দিকে যেতে হাতের ডানে - পুর্বাচলে
৪| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৪
দুর্দান্ত কাফেলা বলেছেন:
৫| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৭
শায়মা বলেছেন: জিন্দা পার্ক!
নামটা কেমন কেমন ভুত ভুত লাগছে। মনে হয় হরর ম্যুভিতে জিন্দা লাশ দেখে এমন হয়েছে!
এত সুন্দর পার্কের নাম সুন্দর কিছু হওয়া উচিৎ ছিলো।
১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১০
দুর্দান্ত কাফেলা বলেছেন: জিন্দা পার্ক - ২৫-৩০ বছরের পুরন পার্ক : তখন কিন্তু ঔ এলাকাটা ভুতুরেই ছিল - - ভ্য় ভয় ভয়
৬| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪২
সুমন কর বলেছেন: নতুন একটি জায়গার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
ছবিগুলো সুন্দর এসেছে।
১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১১
দুর্দান্ত কাফেলা বলেছেন: জিন্দা পার্ক - ২৫-৩০ বছরের পুরন পার্ক - এখন রাস্তা হওয়াতে মানুষ বেশি আসে - ধন্যবাদ
৭| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৫
শায়মা বলেছেন: কি সর্বনাশ!
ভাবছিলাম একটু বেড়িয়ে আসবো!
ভুত ধরে যদি চিন্তায় পড়লাম!
৮| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০৩
শায়মা বলেছেন:
ভাইয়া
তোমার কথা শুনেই কাল বেরিয়ে পড়লাম জিন্দা পার্কের উদ্দেশ্যে!!!!!!! এত ভালো লেগেছে!!!!!!!!! অনেক অনেক অনেক থ্যাংকস তোমাকে। অনেক ভালো থেকো। তোমার জন্য নীচের ছবিগুলি।
৯| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৫
ঢে্উটিন বলেছেন: ধন্যবাদ। সুযোগ পেলে ঘুরে আসব।
১০| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৮
মাদিহা মৌ বলেছেন: পার্ক জাতীয় জায়গাগুলি খুব একটা পছন্দ নয়। কিন্তু ছবিগুলি দেখে যেতে ইচ্ছে করছে। এত সুন্দর গ্রন্থাগার! ! ট্রি হাউজের ছবি আরেকটু কাছ থেকে তুলিলে বেটার হত।
১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৫
দুর্দান্ত কাফেলা বলেছেন: Click This Link
১১| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪১
মাদিহা মৌ বলেছেন: শায়মা আপুর ছবিগুলিও সুন্দর!
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪১
সাদা মনের মানুষ বলেছেন: একবার গিয়েছিলাম, কিন্তু ছবিগুলো হারিয়ে গেছে...........চমৎকার লোকেশন