![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদিনের জন্য অথবা ৩/৪ ঘন্টার জন্য ঘুরে আসতে পারেন আড়াইহাজার - গড়েনিন একটি মেঘনা বিলাসের গল্প।
আড়াইহাজার উপজেলা - নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। ইতিহাস ঐতিজ্য আর নৈসর্গিক প্রাকৃতিক সৈন্দর্যের অপার লীলা ভরপুর শহর জুরে ।
প্রথমবার গিয়েছিলাম কৌতুল বসে (কিছু ছবি দেখে) - কিন্তু ময়ার ঝালে ধরা পরে গেলাম আরাইহাজারের। পুর শহর জুরে খুজে পাবেন মন মুগ্ধকর কিছুনা কিছু ।
মিনি কক্সবাজার বেশি দুরে নয় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এর অবস্থান। একদিকে মেঘনা নদীর বিশাল জলরাশি। অপরদিকে তীরের বিসত্মীর্ণ এলাকা জুড়ে বালুময় প্রান্তর। উপজেলার চৌদ্দারচর এলাকাটিই সবার কাছে বিগত কয়েক বছরে মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। বিভিন্ন ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে গিয়েছিল আড়াইহাজার উপজেলার মিনি কক্সবাজার হিসেবে পরিচিত চৌদ্দারচর। প্রতিটি ঈদের দিন থেকেই এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় থাকে।
মিঠা পানি, শক্ত বালির বিচ... যারা আসেন ৩/৪ ঘণ্টার কমে উঠেন না পানি থেকে
পাশে মখমলের মত নরম ঘাস, সাথে ২.৫ কিলোমিটার কাশ বন... কয়েক হাজার ট্যুরিস্ট, সাইক্লিস্ট, বাইকারস এসে ঘুরে গেছেন, চরে ক্যাম্প করেছেন, আসছেন নিয়মিত। বর্ষা বেশি হলে চর ডুবে যাবে। আবার বর্ষা কমে গেলে দুর্দান্ত বিচ ভেসে উঠবে। এমনিতে গোছল করার জন্য দারুন একটা জায়গা। আসার আগে ফোন করে আসবেন। আরও ৫/৬ টা চর আছে। একেকটা একেকরকম সুন্দর।
চৌদ্দারচর যেভাবে যাবেন -
যাত্রাবাড়ী থেকে ডেমরা হয়ে সুলতানা কামাল সেতু পার হয়ে তারাব থেকে সিলেট রোড ধরে ভুলতা-গাউছিয়া।
অথবা - কুড়িল ফ্লাইওভারের নিচে লোকাল ভাড়ায় চালিত কার (জন প্রতি ৮০ টাকা ) ভুলতা-গাউছিয়া পর্যন্ত ।
ভুলতা-গাউছিয়া থেকে ডানে আড়াইহাজার গিয়ে খাগকান্দা ঘাটে যেতে হবে এবং বোটে চৌদ্দারচর
নিজস্য গাড়ি নিয়ে গেলে - খাগকান্দা নৌ ফারিতে গাড়ি রাখতে পারবেন নিরাপদে
বালিয়াপাড়া জমিদার বাড়ির ধ্বংসাবশেষ -
আড়াইহাজারে ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ী হলো স্থাপত্যশৈলীর অনুপম নির্দেশনা বালিয়াপাড়া জমিদার বাড়ি। স্থানীয়ভাবে বলা হয় বাইল্যাপাড়া জমিদার বাড়ি। আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই বাড়িটির অবস্থান। ঐতিহ্য বুকে ধারন করে লাল ইট ও চুন সুরকির মিশ্রণে তৈরি বাড়িটি এখনো কালের স্বাক্ষী হিসেবে সগৌরবে দাঁড়িয়ে আছে।
-
-
-
Lesser whistling duck
@ Araihazar - Meghna
17/03/2016
-
Common sandpiper
@ Araihazar - Meghna
17/03/2016
Little Ringed Plover
Araihazar , 14th Apr 2016
Asian Koel (male)
Araihazar - 17/03/2016
টার্কি আর ইন্ডিয়ান ফাইটার মুরগি @ ফশিদ কাকার বাড়ি
উপজেলার দর্শনীয় স্থান
সাতগ্রাম জমিদার বাড়ীর দক্ষিনের পুকুর
কিভাবে যাওয়া যায়
ঢাকা সিলেট মহা সড়কের পুরিন্দা বাসষ্ট্যান্ড নেমে রিকসায় অথবা পায়ে হেটে সাতগ্রাম বাবুর বাড়ী যাওয়া যায়।
অবস্থান
সাতগ্রাম, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
বিশনন্দী ফেরিঘাট ও মেঘনা নদী
কিভাবে যাওয়া যায়
ঢাকার জিরো পয়েন্ট থেকে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটের দুরত্ব প্রায় ৪৩ কিলোমিটার। সায়েদাবাদ থেকে সরাসরি বাসযোগে বিশনন্দী ফেরিঘাটে পৌছা যায়। নারায়ণগঞ্জ থেকে সড়কপথে কাচঁপুর ব্রীজ হয়ে মদনপুর চৌরাস্তা হয়ে ঢাকা-নরসিংদী রোডে সিএনজিযোগে সরাসরি বিশনন্দী ফেরিঘাটে পৌছা যায়।
অবস্থান
বিশনন্দী ইউনিয়ন, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
বালিয়াপাড়া জমিদার বাড়ী
কিভাবে যাওয়া যায়
মদনপুর থেকে ইস্থল পথে সি,এন,জি বা টেম্পু দিয়ে মাঝেরচর প্রভাকরদী ব্রিজ পার হয়ে ইদবারদী চৌরাস্তা দিয়ে পশ্চিম দিকে ৩.৫ কিলো মিটার প্রায় গেলেই দেখতে পাবেন পরিত্যক্ত পুরনো জমিদার বাড়ী, যেখানে বর্তমানে ইউনিয়ন ভূমী অফিস এর কার্যক্রম।
অবস্থান
বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
জমিদার আমলের অম্বিকা কুটির।
অবস্থান
দুপ্তারা
কল্যান্দী সাত গ্রাম সম্মিলিত গোরস্থান ও মাদ্রাসা
কিভাবে যাওয়া যায়
ঢাকা হতে চিটাগাং রোড হইয়া সোজা আড়াইহাজার। আড়াইহাজার বাজারের কলেজ রোড দিয়া সোজা বগাদি । বগাদি মেইন রোড হইতে কল্যান্দী বাজার, বাজারের পাশ্বে গোরস্থান ও মাদ্রাসা।
অবস্থান
কল্যান্দী , শ্রীনিবাসদী , আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
বিশনন্দী ফেরিঘাট ও মেঘনা নদী
কিভাবে যাওয়া যায়
ঢাকার জিরো পয়েন্ট থেকে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটের দুরত্ব প্রায় ৪৩ কিলোমিটার। সায়েদাবাদ থেকে সরাসরি বাসযোগে বিশনন্দী ফেরিঘাটে পৌছা যায়। নারায়ণগঞ্জ থেকে সড়কপথে কাচঁপুর ব্রীজ হয়ে মদনপুর চৌরাস্তা হয়ে ঢাকা-নরসিংদী রোডে সিএনজিযোগে সরাসরি বিশনন্দী ফেরিঘাটে পৌছা যায়।
অবস্থান
ইউনিয়ন: বিশনন্দী, উপজেলা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ।
শ্রীনিবাসদী খেলার মাঠ,মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় এবং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ
কিভাবে যাওয়া যায়
ঢাকা হতে মদন পুর হয়ে সোজা আড়াইহাজার বাজার, আড়াইহাজার কলেজ রোড দিয়ে বগাদী। বগাদী মেইন রোড হতে কল্যান্দী বাজার হয়ে সোজা শ্রীনিবাসদী শ্রীনিবাসদী খেলার মাঠ,মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় এবং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ।
অবস্থান
শ্রীনিবাসদী , শ্রীনিবাসদী , আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
এ ছাড়াও :
যাবার পথে রাস্তার পাশেই লতব্দি মোড়ে কাতান শাড়ীর শিল্প, গামছা শিল্প। কম দামে ভাল কাতান শাড়ি কিনতে চলে আসুন সরাসরি...।
কয়েকশ বছরের পুরানো বটগাছ।।
শদাসদি ভুইয়া বাড়ি (জমিদার বাড়ি)
আড়াইহাজার চৌধুরী পাড়া রাজ বাড়ি ( ছোট, ভাঙ্গা কিন্তু দারুন)
নদীর চারপাশে আরও ৫/৬ টা চর, একেকটার একেক রুপ।
দারুন সব গ্রামীণ রাস্তা, সাইক্লিস্ট, বাইকার দের জন্য বেস্ট... রিকশা নিয়ে শুধু ঘুরতেই মন চাইবে।
মিনি আলু, ডাল পুরি, সিঙ্গারা আর সেন্ট্রাল এর জামাই এর মালাই চা।
আড়াইহাজার সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন -
Shahinoor Araihazari (01611252500) ভাইয়ের সাথে Shahinoor Araihazari - FB
আড়াইহাজারে তোলা আরো কিছু ছবি
২| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৮
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর জায়গা।
৩| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৬
শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!!!!!
অনেক অনেক থ্যাংকস তোমাকে!
৪| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
সুমন কর বলেছেন: তথ্য আর ছবি মিলিয়ে দারুণ পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।
৫| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬
শায়মা বলেছেন: ভাইয়া
নতুন ঘুরাঘুরি বেড়াবেড়ির খবর কি???
নাকি অফিস খোলা সব বন্ধ?
১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৬
দুর্দান্ত কাফেলা বলেছেন: অফিস খোলা কিন্তু ঘুরাঘুরি কিন্তু বন্দ নাই - লিখার সময় পাচ্ছিনা
মিরপুর DOHS এর পেছনটা ঘুরে আসলাম - অনেক গুল লেক আর বিস্তর কাশ বন - যেন ঢাকার ভেতর বান্দরবান
উত্তরা -১৭ নং সেক্টর - আসা করি ভাল লাগবে
১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫০
দুর্দান্ত কাফেলা বলেছেন: Click This Link
৬| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৩
শায়মা বলেছেন: আরে না!!!!!!!!!
এইখানে যেতে পারবোনা !!!!!!!!!!
ঐ পথে কিছুদিন গেছিলাম আমি। অনেক মানুষজন চটপটি ফুচকা!!!!!!!!!! অবশ্য আমি গেছিলাম ঐ পথ দিয়ে সি আর পি তে সেই দুঃসহ স্মৃতি মনে করতে চাইনা। ভেবেছিলাম আমার সাধের হাত বুঝি শেষই হয়ে গেলো !!!!!! যাইহোক এখন অবশ্য আবার পুরান ফর্মে ফিরে গেছি।
আসলে আমি তো মানুষ থেকে একটু পালাতে চাচ্ছিলাম। নিঝুম দ্বীপে হারায় যেতে পারলে ভালো হত !
১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১৫
দুর্দান্ত কাফেলা বলেছেন: তাহলেতো আপনাকে আমাদের পরবর্তি বান্দরবান( লুং ফে ভা সাইতার) মিসনে নিয়ে যেতে হয় :: -
https://www.facebook.com/Vromonpagla/posts/1081739828535636 (নিঝুম দ্বীপ)
৭| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২১
শায়মা বলেছেন: বান্দরবান গেছি তো!!!!!!!!!
পৃথিবীর স্বর্গ!!!!!!!!!!!
নিলগিরিতে বাসা বানাতে পারলে আর দুঃখ ছিলো না।
তবে লুং ফে ভা সাইতার এইটা আবার কি জিনিস!!!!!!!!!
১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৯
দুর্দান্ত কাফেলা বলেছেন: Click This Link (নাফাখুম ও আমিয়াখুম)
https://www.facebook.com/Vromonpagla/photos/a.801591179883837.1073741829.789429191100036/986622198047400/?type=3&theater (লুং ফের ভা সাইতার)
১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১৬
দুর্দান্ত কাফেলা বলেছেন: বান্দরবানে কিছু সৌন্দর্য সরাসরি দেখলে সহ্য করা যায়না - চোখে পানি চলে আসে
৮| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২০
শায়মা বলেছেন: আসলেই তাই ভাইয়া।
ছবিতে যে পাহাড় ওঠে তার থেকে সত্যিকারের চর্মচক্ষুতে দেখা পাহাড়ের অনেক বিভেদ!
১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৪
দুর্দান্ত কাফেলা বলেছেন: Click This Link
ভার্চুয়ালি ঘুরে আসুন
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৮
আহমেদ জী এস বলেছেন: দুর্দান্ত কাফেলা ,
দু'তিন দিন আগে পত্রিকায় এই মিনি কক্সবাজার সম্পর্কে পড়েছিলুম ।
তবে অনবদ্য সব ছবি ও তথ্যের কারনে অসম্ভব ভালো লাগার একটি পোস্ট ।