![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা ও সদর উপজেলার পীরুজালী ইউনিয়নের পীরুজালী মৌজার খন্ড খন্ড শাল বনের ৪৯০৯.০ একর বন ভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণির জন্য নিরাপদ আবাসস্থল হিসাবে পরিচিত। এর মধ্যে ৩৮১০.০ একর এলাকাকে সাফারী পার্কের মাস্টার প্ল্যানের আওতাভূক্ত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক শীর্ষক প্রকল্পটি ২০১০ সালে ৬৩.৯৯ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে একনেক কর্তৃক অনুমোদিত হয় এবং পার্ক প্রতিষ্ঠা কার্যক্রম শুরু হয় এবং ২০১১ সালের ২ ফেব্র“য়ারী বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, গাজীপুর এর আনুষ্ঠানিকভাবে নির্মাণ কার্যক্রম শুরু হয়। প্রকল্পের শুরুতে কোন মাষ্টার প্লান প্রণয়ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশী-বিদেশী বিশেষজ্ঞদের সহায়তায় আন্তর্জাতিক মানের সাফারী পার্কে উন্নীত করার লক্ষ্যে একটি মাষ্টার প্লান তৈরী করা হয়। মাষ্টার প্লানে বর্ণিত কার্যক্রম বাস্তবায়ন ও ভূমি অধিগ্রহনের জটিলতা নিরসনের লক্ষ্যে ৪ অক্টোবর ২০১১ তারিখে ’’বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, গাজীপুর (১ম সংশোধিত) প্রকল্পটি একনেক কর্তৃক বর্ধিত আকারে ২১৯.৮৯ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে অনুমোদিত হয়।পরবর্তীতে অক্টোবর / ২০১৩ মাসে একনেক কর্তৃক ২৬৩.০০ কোটি টাকা ব্যয়ে ” বঙ্গবন্ধু শেখমুজিব সরকারী পার্ক , গাজীপূর (২য় সংশোধন) প্রকল্প পাশ হয় ।
১। এক নজরে সাফারী পার্ক - ছবি মে ২০১৪
২। বাঘের সাথে খেলা - ছবি অক্ট ২০১৫
৩। Sun parakeet - ছবি অক্ট ২০১৫
পর্যকটগণ যা উপভোগ করবেন
১।তথ্য ও শিক্ষা কেন্দ্রে ভিডিও ব্রিফিং/প্রামাণ্য চিত্রের মাধ্যমে সাফারী পার্ক সম্পর্কে সাম্যক ধারণা নিতে পারেন।
২।ন্যাচারেল হিস্ট্রি মিউজিয়ামে বন্যপ্রাণী ও উদ্ভিদ প্রজাতি বৈচিত্র্য সম্পর্কে ছাত্র-ছাত্রী ও গবেষকগণ পরিচিতি লাভ করতে পারেন।
৩।প্রটেকটেট মিনিবাসে চড়ে প্রাকৃতিক পরিবেশে বিচারণরত বাঘ, সিংহ, হাতী, সাম্বার, মায়া হরিণ,চিত্রা হরিণ, বানর, হনুমান, ভাল্লুক, গয়াল, কুমির ও বিচিত্র পাখী দেখাতে পাবেন।
৪।লেকের ধারে দেখতে পাবেন অসংখ্য অতিথি ও জলজ পাখী।
৫।পর্যবেক্ষণ টাওয়ারে উঠে বনাঞ্চলের নয়নাভিরাম সৌন্দর্য ও বন্যপ্রাণী অবলোকন করতে পারবেন।
৬।পাখীশালায় দেখতে পাবেন দেশী-বিদেশী অসংখ্য পাখী।
৭।এছাড়া বেস্টনীতে বিরল প্রজাতির প্যারা হরিণ।
৮। রাত্রি যাপনের জন্য রাখছে বিশ্রামাগার।
৪। কাকাতুয়া / Cockatoo - ছবি মে ২০১৪
৫।Sun parakeet - ছবি অক্ট ২০১৫
৬।Blue-streaked Lory - ছবি মে ২০১৪
৭।প্রবেশ গেট- ছবি মে ২০১৪
৮। লেক - প্রথম গেটের ভেতর - ছবি মে ২০১৪
৯। লেক - প্রথম গেটের ভেতর - ছবি মে ২০১৪
১০। সাফারি কিংডম - ছবি অক্ট ২০১৫
১১। প্রথম গেটের ভেতর পার্ক
১২। প্রথম গেটের ভেতর পার্ক - ছবি মে ২০১৪
১৩। Macaw & parrots - ছবি মে ২০১৪
১৪।Exotic Parrot - - ছবি মে ২০১৪
১৫।Exotic parrot - ছবি মে ২০১৪
১৬।Exotic parrot - ছবি মে ২০১৪
১৭।parakeet - ছবি মে ২০১৪
১৮।African Gray Parrot - ছবি মে ২০১৪
১৯।Monk parakeet - ছবি মে ২০১৪
২০।Ring necked parrot - ছবি মে ২০১৪
২১।সামুদৃক মাছ - ছবি মে ২০১৪
২২। Macaw - ছবি মে ২০১৪
২৩। প্রজাপতি পার্ক - - ছবি মে ২০১৪
২৪। প্রজাপতি পার্ক - ছবি মে ২০১৪
২৫। হাতি - ছবি অক্ট ২০১৫
২৬। - ছবি মে ২০১৪
২৭। কালিম - ছবি মে ২০১৪
২৮। Mandarin Duck -ছবি অক্ট ২০১৫
২৯। African Birds - ছবি মে ২০১৪
৩০। Kangaroo - ছবি অক্ট ২০১৫
৩১। পেখম মেলা সাদা ময়ুর - ছবি মে ২০১
৩২। The Royal Bengal Tiger - ছবি মে ২০১৪
৩৩। Fancy Fish - ছবি মে ২০১৪
৩৪। পেখম মেলা ময়ুর - - ছবি মে ২০১৪
৩৫। পেখম মেলা ময়ুর- ছবি মে ২০১৪
৩৬। White lion- ছবি মে ২০১৪
৩৭। চিত্রা হরিন- ছবি মে ২০১৪
৩৮। জিরাফ- ছবি মে ২০১৪
৩৯। ভাল্লুক- ছবি মে ২০১৪
৪০। white swan / সাদা রাজহাঁস- ছবি অক্ট ২০১৫
২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৯
দুর্দান্ত কাফেলা বলেছেন: প্রতি বছরই কিছু নতুন প্রানি আসে সাফারি পার্কে -
২| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৯
ঢে্উটিন বলেছেন: ফটোগ্রাফি চমৎকার। দারুন।
৩| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩০
মাদিহা মৌ বলেছেন: এগুলি আপনার নিজের তোলা ছবি?
২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৩
দুর্দান্ত কাফেলা বলেছেন: জি - ছবিগুল মে ২০১৪ এবং অক্ট ২০১৫ এর তোলা
৪| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৭
নাজমুল বাবু বলেছেন: খুব সুন্দর হয়েছে - এমন আর লেখা চাই
৫| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২১
অচল অধম বলেছেন: ফ্রিতে চিড়িয়াখানা ঘুরলাম--- কি মজা কি মজা।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১২
অনুমান বলেছেন: সাদা সিংহ, বাংলার বাঘ, জিরাফ, ক্যাঙারুও আছে, দারুন ... ।