![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোমাঞ্চকর নৌকা ভ্রমন - (ইছাপুরা - হরদি বাজার)
ঢাকার পাশে অনেক নৌকা ভ্রমনের যায়গা আছে - (মিরপুর দিয়াবাড়ি , কেরানিগন্জ, টংগি তুরাগ , আরাইহাজার মেঘনা চর )
এমনই একটি অসাধারান রোমাঞ্চকর নৌকা ভ্রমন করা যায় বালু নদীতে - ০২/০৯/২০১৬ বিকেল ৫টা থেকে ৭টা
ইছাপুরা বোট ঘাট থেকে বিভিন্ন আকারের নৌকা পাওয়া যায় , জন প্রতি ২০ টাকা ভাড়ায় ইছাপুরা থেকে বেরাইদ যাওয়া যায়। আমরা পুর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেস ওয়ে ধরে (বড় ব্রিজ থেকে ডানে) চলে আসলাম ইছাপুরা বাজার । নৌকা ভাড়া করলাম ৪০০ টাকায় হরদি থেকে ঘুরিয়ে আনবে । সাথে ফুল ফেমিলি , সবাই লাফিয়ে নৌকার ছাদে - সাথে ৪ বাচ্চা (১.৫ ,৩, ৫, ৭ বছর) ওদের উৎসাহই বেশি। নৌকা ছাড়তেই নদী থেকে উচ্চ আওয়াজে বাজনা ভেসে আসল - নৌকায় আনন্দ ভ্রমন - গান নাচে ভরপুর আনন্দ - মিউজিকের সাথে সাথে আমাদের বাচ্চারাও নাচা শুরু করল । ওদের আনন্দ দেখে মন ভরে গেল ।
নৌকা ভ্রমন - Video
বালু নদীতে ভ্রমন কালে একটু পরপরই এমন মিউজিকাল বোট চোখে পড়ল । বর্ষায় পানি ভরপুর বালু নদী । নৌকা ছুটে চললো স্রোতের বিপরীত , ৩০০ ফিট রোডের বড় ব্রিজের নিচ দিয়ে , নদীর উপর দাড়ান মসজিদের পাসদিয়ে , একটু পরপর ভেল জালে মাছ ধরার দৃশ্য , তরতাজা বাতাস - এই উপলব্ধি ভাষায় প্রকাশ করা সহজ নয়।
নৌকা থামলো হরদি ঘাটে - এখন এটি একটি টুরিস্ট স্পট - বেড়াই বাংলাদেশের প্রয়াত মাহামুদ হাসান ভাই এই জায়গাটির পরিচয় করিয়ে দিয়েছিল সবার কাছে - (দক্ষীনখান থেকে অটোতে ভাটিরা তারপর খেয়ায় হরদি আসা যায়) - এটি পুর্বাচলের ২৪নং সেক্টরের শেষ প্রান্তে ।
হরদি - বিস্তর খোলা মাঠ , কয়েকশ বছরের পুরানো একটি বট গাছ সাজানো গোছানো ছিমছাম একটি গ্রাম
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব ভাল লাগল পোস্ট।