নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্নেহকাতর

দুর্দান্ত কাফেলা

আমি আমার মনের খাচায় বন্দী পাখী...

দুর্দান্ত কাফেলা › বিস্তারিত পোস্টঃ

আড়াইহাজারে নৌকা বাইচ

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩০

আড়াইহাজার এর মেঘনায় এক বিশাল নৌকা বাইচ...
15 October 2016 (সময় পরিবর্তিত হতে পারে)

একসাথে অনেক আয়জন
ঘুরাঘুরি, এন্টিক খাবার, দুর্দান্ত বালির বিচ এ ঝাপাঝাপি, নৌকা বাইচ, কাশবনের চড়, সূর্যাস্ত দেখা ...
আড়াইহাজারে মিনি কক্সবাজার এবং মেঘনা বিলাস

বিস্তারিত যানতে শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করুন
01611252500 01757040929

স্থান: বিসনন্দী ফেরি ঘাট, আড়াইহাজার,
সময়ঃ বিকেল ২.৩০ মিঃ
দিনঃ শনিবার, ৮ অক্টোবর ২০১৬

অনেক তো খালে বিলে খর খরা রোদে নৌকা বাইচ দেখলেন, এবার দেখুন নদীর ধারে প্রকৃতির কাছে থেকে, বিশাল মেঘনায়...

নিচে শাহিন ভাইয়ের আয়যন বিস্তারিত :
১। গ্রুপ করে হাই এস নিয়ে এসে ৩০০ ফিট দিয়ে, কাঞ্চন ব্রিজ পার হয়ে একটু সামনে এসে, ছনপারা দিয়ে সিলেট হাইগ ওয়ে তে উথে বানটি আসবেন, এখানে এসে ইচ্ছে মত কন দামে দারুন সব বাটিক এর কাপড় কিনতে পারবেন, পাশেই বাটিক শিল্প দেখতে পারবেন,

২। ওখান থেকে পুরিন্দা বাজার দিয়ে , পাছগাও হয়ে আড়াইহাজার এসে, এন্টিক মিনি আলুপুরি + জামাই এর মালাই চা খেয়ে জমিদার বাড়ি দেখতে যাব, পাশেই পাগড়ীর কাপড় তৈরি হয় হ্যান্ড লুম এ + সুতায় মেনুয়ালি রঙ করা দেখা,

৩। নাজিম হোটেল এসে সেই মজার দই খেয়ে খাবার পেক করে ট্রলার এ শশান ঘাট যাওয়া, ওখান থেকে বিস্নন্দি পুরান ঘাট এ গিয়ে বালির চড় এ এন্টিক ঝাপা ঝাপি করা,

৪। ট্রলার এ বসেই খাওয়া দাওয়া করে গাছ তলায় রেস্ট নেয়া, তারপর নৌকা বাইচ দেখা,

৫। নৌকা বাইচ শেষ করে নদীর মাঝ খানে বিশাল কাশ বনের ফুলের সাথে ছবি তোলা। চরের পানি শুকায়নি, কিন্তু ট্রলার থেকেই মজা পাবেন,

৬। বিকেলে সূর্যাস্ত দেখতে দেখতে এবার ফেরিঘাট আসা্‌্।

৭। জাবার সময় এবার মিনি পুরি + মাইক্রো সিঙ্গারা + মালাই চা খেয়ে ঢাকা যাওয়া, জাবার সময় চাইলে দেখি সাগর কলার কাদি কিনে নিতে পারবেন ...।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ১৫ তারিখে বিশনন্দি নৌকা বাইচ হলে দেখতে যাবো ইনশাআল্লাহ, আমি মাধবদীর পাবলিক

২| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব ভাল লাগল পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.