![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কক্সবাজার - ইনানি - সেন্টমার্টিন
For better view
১১ তারিখ প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে অনিশ্চয়তার মাঝে বাংলাদেশ ইংলেন্ডের ৩য় ওয়ানডে দেখে চলে আসলাম চট্রগ্রাম - ৫০ ওভার খেলা হল - বাংলাদেশ হারল, ১২ই অক্টবর, ২০১৬ বাংলাদেশ ইংলেন্ডের ৩য় ওয়ানডে দেখে মন ভিশন খারাপ - মন ভাল করার প্রেসকিপসন দিল ডাক্তার তাই চলে গেলাম কক্সবাজার হয়ে সান্টমার্টিন , মাঝে অবস্য একরাত ইনানি ছিলাম।
খেলা শেষে লাবেলা রিসোর্ট (ইনানি) এর রাব্বিকে কল করলাম - বললাম সেন্টমার্টিন যাব জাহাজের টিকিট সংগ্রহ করেন (পিক টাইম হওয়াতে টিকিট নিতে হল কেয়ারী ডাইনে ) - ১৩ তারিখ লাবেলা থেকে ১৪ তারিখ খুব ভোরে টেকনাফে চলে আসলাম - টেকনাফে জাহাজের নিজ নিজ কার পারকিং আছে এবং নিরাপদ । ইনানি আগেও কয়েকবার ছিলাম , কক্সবাজারের চেয়ে ইনানি আমার কাছে বেশি ভাললাগে - একটু নিরিবিলি বলেই । রাতে চাঁদের আলোতে সবাই মিলা সগরের পানিতে নেমে পরলাম, অক্টবরে পানি খুব বেশি ঠাণ্ডা থাকেনা । প্রায় ২ ঘন্টা পানিতেই ছিলাম । ইনানিতে টুরিস্ট পুলিশ না থাকলেও , নিরাপত্তা জনিত কোন সমস্যা মনেহয়নি - কক্সবাজার টুরিস্ট পুনিশ - 880 1769-690732
কক্সবাজার - ইনানি - টেকনাফ , মেরিন ড্রাইভে ড্রাইভ করার মজা লিখে বুঝানো সম্ভব নয় - রিসার্ভ ফরেস্টের রাস্তাটিও অনেক সুন্দর । ৮:৩০ মিনিটে কায়ারি ঘাটে পৌছেগেলাম - সকালের নাস্তা সেরে জাহাজে উঠেপরলাম। ১০ টায় জাহাজ ছাড়ল ১২ টায় পৌছেগালাম সেন্টমার্টিন জেটি - নেমেই একজন গাইড নিয়েনিলাম (১০/১২ বছর বয়সের) ২ দিন আমাদের সাথে ছিল , আমাদের অনেক ছবি তুলেদিল ।
সেন্টমার্টিনে যা যা করনিয় -
নীল স্বচ্ছ পানিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকা , সমুদ্র সৈকতে হাটা, সূর্যদয় সূর্যাস্ত দেখা , স্পিডবোট বা ট্রলারে ছেড়া দ্বিপ ভ্রমন , সামুদ্রিক মাছ - লবস্টের - কাকড়া ফ্রাই খাওয়া , চাঁদের আলোয় রাতে গানের আসর , তাবু গেরে ক্যাম্পিং , খেলাধুলা
১৫ তারিখ ২টায় জাহাজ ছারে - ফেরার পথে একদিন কক্সবাজার কাটাই
ভ্রমণকে নিজের মত করে উপভোগ করুন, প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করুন , অন্যের আনন্দে বাধা না দেই
ধন্যবাদ
যাতায়াত -
এসি বাস- ১১০০/-
সেন্টমার্টিন সার্ভিস
নন-এসি- ৫৬০/-
এস আলম, শ্যামলী, মডার্ন লাইন, ঈগল।
টেকনাফ থেকে জাহাজ ছাড়ে সকাল ১০ টা নাগাদ, ২ ঘন্টায় পৌছবে সেন্টমার্টিন।
কেয়ারী সিনবাদ, এল সি কুটুব দিয়া, কাজল প্রভৃতি জাহাজ আছে। ভাড়া ৩৫০/- , কেয়ারী ডাইন - ৮৫০/-
সেন্টমার্টিনে কিছু হোটেল
কোরাল ভিউ - 880 1980-004777
ব্লু-মেরিন - 880 1817-060065
নিল দিগন্ত - +880 1730-051005
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৫
দুর্দান্ত কাফেলা বলেছেন: https://www.flickr.com/photos/kamrul095/
২| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন দারুন!
ভ্রমনের আনন্দই আলাদা
ভাল লাগল।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫
আখেনাটেন বলেছেন: দারুন সব ছবি।
কিন্তু এত ছোট কেন?
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১১
দুর্দান্ত কাফেলা বলেছেন: https://www.flickr.com/photos/kamrul095/
৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬
মনিরা সুলতানা বলেছেন: ছবি গুলো চমৎকার ;
কি সবুজ !! মন জুড়ায় ।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৯
মেহেদী হাসান তামিম বলেছেন: your writings just made me visit the place. its lively
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
জীবন সাগর বলেছেন: খুব ভালো লাগলো সেন্টমার্টিন সম্পর্কে জেনে। ছবিগুলোও চমৎকার তুলেছেন।
ছবিগুলো এত ছোট ভিউ হচ্ছে কেন বুঝলাম না!