নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তার মোরের একজন চা বিক্রেতা -
কথা বলছিলাম এক চা বিক্রেতার সাথে
- মান রং চা হবে
চা বিক্রেতা- হবে মামা বসেন
চা বানোর ফাঁকেই গল্প শুরু ,
গল্পের এক পর্যায় - মামা কেমন চলছে ব্যাবসা ?
চা বিক্রেতা - যা ইনকাম হয় আলহামদুলিল্লাহ মামা , তয় !!
- কি মামা ??
চা বিক্রেতা - না কিছুনা মামা !!!
এক পর্যায় - এখানে দোকান বসিয়েছেন ভাড়া দিতে হয়??
চা বিক্রেতা- বাংলাদেশে কি ফ্রি আছে মামা
- কে নেয় ভাড়া
চা বিক্রেতা - পুলিশ নেয়
- কত
চা বিক্রেতা - প্রতিদিন ৭০ টাকা , গারি নিয়া আসলে ১০০ টাকা , সপ্তায় ১/২ বার দিতে হয় ১০০ করে
- তার মানে মাসে ২৫০০-৩০০০ টাকা
চা বিক্রেতা- হ মামা
৩০০০ টাকায় বাংলাদেশে একটি দরিদ্র পরিবারের খাবার খরচ হয়ে যায় , ঐ এরিয়াতে ২০/২৫ টি চা দোকান - বি আর টি এ মিরপুরের কথা বলছিলাম ।
রাস্তার পাশের প্রতিটা দোকানের আর দোকানীর গল্প একই।
আমার একবার চা দোকানির হিসাব নিয়ে দেখলাম প্রতি সপ্তাহে ১০০০-১২০০ দেয়া লাগে ।
এদেশে অনিয়ম চালাতে অনিয়ম চলে - দোকান করার বৈধতা নেই - তাই-----
আমাদের দেশ কি এরকম অনিয়মের জন্যই সাধীন হয়েছিল
২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৮
দুর্দান্ত কাফেলা বলেছেন: একমত
৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪
ঢাকার লোক বলেছেন: এদেশে অনিয়মই নিয়ম, লাইসেন্স করতে আর নবায়ন করতে আবার স্যারদের পয়সা দিতে হতো !
৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বলতে ভয় হয় তবে হঠাৎ আমেরিকার মত দেশেও অতিষ্ট হন্তা প্রকাশ হবে। এরা শান্তির জন্য অশান্তির বান্ধবদেরকে হত্যা করে।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১০
সুমন কর বলেছেন: টাইপে সচেতন হতে হবে। ধানমন্ডিতে আরো বেশি, প্রায় ২০০ টাকা !!
৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২১
চাঁদগাজী বলেছেন:
রাজার লোকদের কর দিয়ে স্বাধীন দেশে বাস করতে হয়। পুলিশ বাহিনী বাংগলার সবচেয়ে বড় ডাকাত বাহিনী।
৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখজনক
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অথচ এদের লাইসেন্স দিয়ে ফুটপাতে ব্যবসা করতে দিলে সরকার টাকাগুলো পেত...