নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্নেহকাতর

দুর্দান্ত কাফেলা

আমি আমার মনের খাচায় বন্দী পাখী...

দুর্দান্ত কাফেলা › বিস্তারিত পোস্টঃ

সাবেক শিবির নেতা নুরুল হুদা - গ্রাহকের ৩’শ কোটি টাকা বিদেশে পাচার করে পরিবারসহ পলাতক : ২য় পর্ব

২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮



১ম পর্ব - গ্রাহকের ৩’শ কোটি টাকা নিয়ে পরিবারসহ পলাতক সাবেক শিবির নেতা নুরুল হুদা

শুক্রবার ১০ নভেম্বর ২০২৩। হুদার কাছে প্রতারণার স্বীকার আটজন ভুক্তভোগী (৫ জন গ্রাহক ৩জন ডাইরেক্টর) নিয়ে অনুসন্ধানী টিম নুরুল হুদার গ্রামের বাড়ি পৌঁছায়। সেখানে পৌছাতেই দেখা হয় তার নিকট আত্নীয় মোহাম্মদ আতিকুর রহমান তহা’র সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সে। কিন্তু নুরুল হুদার দেখানো স্বপ্নে এখন সে একজন প্রত্যান্তাঞ্চলের কৃষক মাত্র। হুদার প্রলোভনে চাকরির চিন্তা বাদ দিয়ে বিশেষ দ্বায়ীত্ব নেয় আইকন এগ্রো ফার্মের। তবে কিছুদিন যেতে না যেতেই তার সেই স্বপ্ন মলিন হয়ে যায়।

প্রতারক নুরুল হুদা নুরুল হুদা ভাই শফিউর রহমান নুরুল হুদার আত্মীয়-স্বজন

এবার তার গ্রামের সাধারণ মানুষ তাকে এবং তার পরিবারকে কতটুকু গভীর থেকে জানে সেটা জানার চেষ্টা। মসজিদে নামাজের পর মুসল্লিদের কাছে জিজ্ঞেস করতেই কিছু মুসল্লি নুরুল হুদার বিষয়ে আলোচনা করতেই নারাজ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ষাটোর্ধ এক ব্যক্তি দিলেন কিছু চাঞ্চল্যকর তথ্য। তিনি জানালেন ছোটবেলা থেকেই নুরুল হুদা অত্যান্ত বদ মেজাজের একজন মানুষ। এবং তাকে সবসময় প্রশ্রয় দিতেন তার বাবা। বাড়ির ভিতরে প্রবেশ করে এর সত্যতাও পাওয়া গেলো। ভুক্তভূগী ও ডাইরেক্টরদের দেখেই উত্তেজিত হয়ে গেলেন নুরুল হুদার বাবা শামসুদ্দোহা হাজী ওরফে মন্টু হাজী। কথার এক পর্যায়ে নিজেই স্বীকার করে নিলেন তার সন্তান কু-সন্তানে পরিণত হয়েছে।

ঢাকায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে কেন তারা তার বাবা মায়ের কাছে এসেছে এমন প্রশ্ন করতে করতে গ্রাহকদের উপর চড়াও হয় তার বাবা। গ্রাহকদের উত্তর ছিল, ‘আমরা টাকা চাইতে আপনার কাছে আসিনি আপনার ছেলে মহা-প্রতারক নুরুল হুদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার হাদিস পাওয়া যাচ্ছে না, আমরা জানতে এসেছি তার কোন খোঁজ-খবর আপনার কাছে আছে কিনা.’ জবাবে নুরুল হুদার বাবা বলেন, ‘নুরুল হুদার কোনো খোঁজ-খবর আমাদের কাছেও নেই। আমরা জানি না সে কোথায় আছে।’

নুরুল হুদার বিধবা বোনও দিলেন কিছু অজানা তথ্য। তাদের নিকট কিছু আত্নীয়দের বিভিন্ন প্রলোভনে নিয়েছেন বিপুল পরিমান অর্থ। যা পরিশোধে অনিহা জানিয়েছে হুদা। এতোক্ষন পর মুখ খুলেছেন হুদার মা। তিনি জানালেন আইকন গ্রুপ প্রচুর লোকসানের মুখে সকলের অর্থ বিলিন হয়ে গেছে। এমন কথার জবাবে আইকনের ডাইরেক্টর কামরুল হাসান বললেন, ‘যদি বিলিনই হয়ে যায় তাহলে সে সামনে এসে বলুক। স্বীকার করুক, কেন সে পালিয়ে আছে?’ পরে কোম্পানি যে কোন লোকসান হয়নি বরং কোম্পানির সম্পদ বিক্রি করে নুরুল হুদা টাকা আত্মসাৎ করে পালিয়েছে তার প্রমান বের করে উপস্থিত সবাইকে দেখান কামরুল।’

কথার এক পর্যায়ে হুদার এক ভাতিজা মুঠোফোনে ঘটনার বর্ণনা দেয় হুদাকে। তখন সে ক্ষীপ্ত হয়ে কামরুলের কাছে ফোন দিতে বলে। কামরুল সেই ফোন গ্রহণ করলে কামরুলসহ ঢাকা থেকে আসা সকলকে পেট ফেড়ে ফেলবে বলে প্রাণনাশের হুমকি দেয়।

হুদার বাড়ি থেকে বার হতেই প্রতিবেশীরা জানালেন, প্রায় প্রতিদিন কেউ না কেউ তাদের পাওনা টাকার জন্য হুদার বাড়িতে আসেন। এমন অসংখ্য মানুষের থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে এই হুদা। এর সাথে তার পুরো পরিবার অতপ্রতভাবে জড়িত বলে প্রতিবেশীরা জানায়।’

যেহেতু নুরুল হুদা তাদের প্রাণনাশের হুমকি দিয়েছেন তাই সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে অবগত করা উচিৎ বলে মনে করেন ভূক্তোভূগীরা। মাঝগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ (দুলাল) কে তার বাড়িতে গেলে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে এই ইউপি চেয়ারম্যানকে। এখান থেকে ওই ইউপি চেয়ারম্যানের ভাইও হুদার বিষয়ে মন্তব্য করে জানালেন তার বাবা ভাই সবাই এক একটা মহা প্রতারক। মানুষের সাথে প্রতারণা করাই তাদের আয়ের একমাত্র উৎস। মুঠো ফোনে চেয়ারম্যান দুলাল সাহেব জানালেন আপনারা থানার ওসিকে আমার সালাম দিন এবং বিষয়টি বর্ণনা করুন।

এবার রাজধানী টাইমসের গাড়ী বড়াইগ্রাম থানার পথে। থানার ডিউটি অফিসার নিজেও জানালেন তার পরিচিত একজন অসহায় মানুষ হুদার ফাঁদে পড়ে প্রতারিত হয়েছেন। যদিও পরে তাকে আত্নসাত করা টাকার একটা অংশ তাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে প্রতারণ নুরুল হুদা।

৬ জন বাদি হয়ে বড়াইগ্রাম থানায় প্রতারণা ও তার বাড়িতে এসে তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে এ কথা উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করার আশ্বাস দেন থানা পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে হুদার ঘনিষ্ট এক আত্নিয় জানিয়েছে, ‘নুরুল হুদা দেশের টাকা পাচার করে দুবাইতে বিলাসবহুল বাড়ি কিনেছে এবং আমেরিকাতে অর্থ পাচার করেছে।



বি:দ্র: উল্লেখিত সমস্ত তথ্য প্রমান আছে।










মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩

দুর্দান্ত কাফেলা বলেছেন: গ্রাহকের ৩’শ কোটি টাকা বিদেশে পাচার

২| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।

২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৯

দুর্দান্ত কাফেলা বলেছেন: আরো দুঃখজনক, প্রতারক নুরুল হুদার বাবা-মা ছেলেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে , তার সন্ধান দিচ্ছে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.