নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্নেহকাতর

দুর্দান্ত কাফেলা

আমি আমার মনের খাচায় বন্দী পাখী...

দুর্দান্ত কাফেলা › বিস্তারিত পোস্টঃ

সংস্কারের নামে বিএনপি\'র বিরুদ্ধে ষড়যন্ত্র!!!

১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৫

সংস্কারের নামে বিএনপি'র বিরুদ্ধে ষড়যন্ত্র!!!
সংস্কারের ফলে চাঁদাবাজি, দখল বাণিজ্য, নমিনেশন বাণিজ্য,টাকা খেয়ে আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসন, এগুলো বন্ধ হয়ে যাবে



৭৫ এর পর একদল যখন ভারত পালিয়েছিল, দেশে রাজনৈতিক শুন্যতা তৈরি হয়, জিয়াউর রহমান জামাতকে পাশে নিয়ে দেশ গড়ার জন্য উপযুক্ত জনশক্তি তৈরি করে।

৯০ এর গনঅভ্যুত্থান জাতির সাথে বিরাট ধোকা করে বিএনপি, তাই দেশও জাতির সার্থে ৯৬ এর অগ্রহণযোগ্য নির্বাচন এর কারনে বিএনপিকে ছাড়তে বাধ্য হয়।

২০০১ সালে বিএনপি আবারও জামাতকে সাথে নিয়ে জোট গঠন করে, খালেদা জিয়ার দূরদর্শী চিন্তা ভাবনা থেকে জামাতকে তিনটি মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। যেকোনো সময়ের চেয়ে এই তিনটি মন্ত্রণালয় সবচেয়ে সফলভাবে কাজ করে।

২০০৬-২০২৪ মাঠের রাজনীতিতে জামাত কে বলি দিয়েছে বিএনপি, গত ১৭ বছর বিএনপি'র হাইব্রিড নেতারা চায়ের কাপটাও নিচে নামিয়ে রাখেনি। https://www.facebook.com/share/v/15uhtEe1Ah/

২০২৪ এর গনঅভ্যুত্থান এর পরও সেই ৯০ এর মত বেইমানির পথে হাটছে বিএনপি -
* জাতীয় সরকার এর আহবান প্রত্যাখ্যান করা
* ভুয়া সমন্বয়ক নিয়ে ক্যান্টনমেন্টে মিটিং এ বাসা।
https://www.facebook.com/BanglaNews.Bangla/videos/985366810244808
* আওয়ামী লীগের সন্ত্রাসীদের দলে স্থান করে দেওয়া। (এই আওমি সন্ত্রাসীরা এখন চাঁদাবাজিতে বিএনপিকে সবচেয়ে বড় সহযোগিতা করছে, এবং এটি নিয়ে বিএনপি'র তৃণমূলের অনেক নেতা বিএনপি থেকে সরে দাঁড়াচ্ছে )
* রাষ্ট্রপতি চুপ্পুকে বহাল রাখ
* সংস্কার এর সকল কাজে বাধা দেওয়া।
* ৭২ এর সংবিধান কে বিশ্বাস করা।
* ২০২৪ এর ক্রান্তি লগ্নের দেশ গড়ার সময় উল্টা দেশ ধ্বংসের কাজে লিপ্ত হওয়া (সন্ত্রাসী, চাঁদাবাজি দখল বাণিজ্য, কমিটি গঠনে সিলেকশন বাণিজ্য, নমিনেশন বাণিজ্য)

৫ই আগস্টের পর জাতীয় সরকার (সর্ব দলিয় সরকার ) এর আহবান প্রত্যাখ্যান করে জামাতের সাথে বেইমানির সুচনা করে বিএনপি - বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাবচে একাই সরকার গঠন করবে, কিন্তু তাদের এই চিন্তা ভুল প্রমানিত হওয়ায় তারা ভারতীয় সমর্থনে ক্ষতায় আসতে চেয়েছে, কিন্তু এই পরিকল্পনাও ব্যার্থ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বর্তমান প্রেক্ষাপটে একটা কথাই বাস্তব - এক জালিম গেছে আরেক জালিম চলে এসেছে, এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত -

চেতনা বিক্রি - ইতিহাসের বিক্রিতি - মুজিববাদ, জিয়াবাদ- পরিবারতন্ত্র দিয়ে আর মানুষের মন জয় করা যাবে না। মানুষ এখন অনেক সচেতন

সারাদেশে বিএনপি থেকে দলে দলে পদত্যাগ করছে নেতাকর্মীরা। চাঁদা বাণিজ্য নমিনেশন বাণিজ্য দখলদারিতে সবাই অতিষ্ঠ

https://youtu.be/Kz_pZL2k-Hc?si=c5qMQ4RUKQv0LM9Q

https://www.facebook.com/reel/1372110617490098

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪০

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি থেকে যারা পদত্যাগ করছে সবাই বর্ণচোরা। বিএনপির জন্য অত্যন্ত ভালো সংবাদ যদি এসব বর্ণচোরারা পদত্যাগ করে।
বিএনপি তার গেইম খেলে ফেলেছে। আর তাফসীর মাহফিলের নামে কারা চান্দা তুলছে এটাও দেশের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। যখন দেশের পরিস্থিতি থমথমে তখন একজন বহিপীর সমাবেশ করছে এবং প্রার্থী ঘোষণা করছে। ইহা যদি বিএনপি করতো আজকে তো তুলকালাম হইতো।

সংস্কার পন্থী বহিপীরের দল আজকে ৭০ অনুচ্ছেদ বাতিলের বিপক্ষে দাড়িয়েছে। অথচ দ্রুত নির্বাচন চাওয়া ক্ষমতালোভী বিএনপি আজ ৭০ অনুচ্ছেদ সংস্কার চায়। এ কি ভানুমতীর খেল! :-P

১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৩

দুর্দান্ত কাফেলা বলেছেন: ধন্যবাদ -

ঢাকার নবাবগঞ্জে মাহফিল - মাহফিলে প্রধান বক্তা থাকবেন জনপ্রিয় ইসলামি স্কলার ও গবেষক মিজানুর রহমান আজহারী, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। অথচ বিএনপি প্রচার করছে ঢাকার নবাবগঞ্জে মাহফিল উপলক্ষে চাঁদাবাজি চলছে - তাহলে , কে এই চাঁদাবাজি করছে ??

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৯

মেঘবৃষ্টির গল্প বলেছেন: আমজনতা আজ উভয় সংকটে।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

এ পথের পথিক বলেছেন: দুই সাপের একই বিষ নৌকা আর ধানের শিষ

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৩

কামাল১৮ বলেছেন: এরা খিলাফত কায়েম করতে চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.